সিরাজগঞ্জে এক নারীকে গলা কেটে হত্যা

  • Nil Kontho
  • আপডেট সময় : ০৫:২৪:১৪ অপরাহ্ণ, মঙ্গলবার, ৪ জুলাই ২০১৭
  • ৭৪৬ বার পড়া হয়েছে

সিরাজগঞ্জ প্রতিনিধিঃ  সিরাজগঞ্জের কাজিপুরে পারিবারিক বিরোধের জেরে জাহানারা খাতুন (৫০) নামে এক নারীকে গলা কেটে হত্যা করা হয়েছে। মঙ্গলবার সকাল ৯টার দিকে কাজিপুর উপজেলার কুনকুনিয়া পূর্বপাড়া গ্রাম থেকে নিহতের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত জাহানারা খাতুন কুনকুনিয়া পূর্বপাড়া গ্রামের মৃত আজিজুর রহমানের স্ত্রী।
স্থানীয় সূত্রে জানা যায়, গত ৭ বছর আগে কাজিপুর উপজেলার কুনকুনিয়া পূর্বপাড়া গ্রামের জাহানারা খাতুনের মেয়ের সঙ্গে বরিশাল জেলার আসলামের বিয়ে হয়। বিয়ের পরে তাদের ঘরে একটি কন্যা সন্তান জন্ম নেয়। এরপর থেকে তাদের মধ্যে বিরোধ চলে আসছিল। সম্প্রতি আসলাম তার স্ত্রীকে তালাক দেন। আসলামের মেয়ে তার নানি জাহানারার সঙ্গে কাজিপুরের কুনকুনিয়া গ্রামে বসবাস করে। আসলাম তার মেয়েকে কাছে নেয়ার জন্য বার বার চেষ্টা করে ব্যর্থ হন।
সোমবার রাতে আসলাম পুনরায় তার মেয়েকে নিয়ে যাওয়ার জন্য কাজিপুরে আসেন। রাতে জাহানারা খাতুনকে গলা কেটে হত্যা করে মরদেহটি বাড়িতে ফেলে রেখে পালিয়ে যান। সকালে স্থানীয়রা তার মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করেছে।
কাজিপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সমিত কুমার কুন্ডু ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ধারণা করা হচ্ছে পারিবারিক বিরোধের জের ধরে জাহানারা খাতুনকে গলা কেটে হত্যা করা হয়েছে। তবে কে হত্যা করেছে তা বলা সম্ভব না। নিহতের মরদেহ উদ্ধার করে সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্ততি চলছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

সিরাজগঞ্জে এক নারীকে গলা কেটে হত্যা

আপডেট সময় : ০৫:২৪:১৪ অপরাহ্ণ, মঙ্গলবার, ৪ জুলাই ২০১৭

সিরাজগঞ্জ প্রতিনিধিঃ  সিরাজগঞ্জের কাজিপুরে পারিবারিক বিরোধের জেরে জাহানারা খাতুন (৫০) নামে এক নারীকে গলা কেটে হত্যা করা হয়েছে। মঙ্গলবার সকাল ৯টার দিকে কাজিপুর উপজেলার কুনকুনিয়া পূর্বপাড়া গ্রাম থেকে নিহতের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত জাহানারা খাতুন কুনকুনিয়া পূর্বপাড়া গ্রামের মৃত আজিজুর রহমানের স্ত্রী।
স্থানীয় সূত্রে জানা যায়, গত ৭ বছর আগে কাজিপুর উপজেলার কুনকুনিয়া পূর্বপাড়া গ্রামের জাহানারা খাতুনের মেয়ের সঙ্গে বরিশাল জেলার আসলামের বিয়ে হয়। বিয়ের পরে তাদের ঘরে একটি কন্যা সন্তান জন্ম নেয়। এরপর থেকে তাদের মধ্যে বিরোধ চলে আসছিল। সম্প্রতি আসলাম তার স্ত্রীকে তালাক দেন। আসলামের মেয়ে তার নানি জাহানারার সঙ্গে কাজিপুরের কুনকুনিয়া গ্রামে বসবাস করে। আসলাম তার মেয়েকে কাছে নেয়ার জন্য বার বার চেষ্টা করে ব্যর্থ হন।
সোমবার রাতে আসলাম পুনরায় তার মেয়েকে নিয়ে যাওয়ার জন্য কাজিপুরে আসেন। রাতে জাহানারা খাতুনকে গলা কেটে হত্যা করে মরদেহটি বাড়িতে ফেলে রেখে পালিয়ে যান। সকালে স্থানীয়রা তার মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করেছে।
কাজিপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সমিত কুমার কুন্ডু ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ধারণা করা হচ্ছে পারিবারিক বিরোধের জের ধরে জাহানারা খাতুনকে গলা কেটে হত্যা করা হয়েছে। তবে কে হত্যা করেছে তা বলা সম্ভব না। নিহতের মরদেহ উদ্ধার করে সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্ততি চলছে।