শিরোনাম :
Logo রেজিস্ট্রারের কাছে অভিযোগ দিতে যেয়ে হেনস্তার শিকার জবি শিক্ষার্থী Logo ইবিতে রিপোর্টার্স ইউনিটির কমিটিতে নতুন নেতৃত্ব Logo অন্যায়ের বিরুদ্ধে আমি জিরো টলারেন্স ;বেরোবি উপাচার্য Logo কুয়েট ভিসির পদত্যাগের দাবিতে পাবিপ্রবিতে ইনকিলাব মঞ্চের মানববন্ধন Logo খুলনা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি নির্বাচন ২০২৫ এর কমিশন গঠন ও তফসিল ঘোষণা Logo কুয়েট ভিসির পদত্যাগের দাবিতে রাবি শিক্ষার্থীদের অনশন Logo কুয়েট উপাচার্যের পদত্যাগ দাবিতে আমরণ অনশন—ইবি শিক্ষার্থীদের একাত্মতা Logo জাবিতে “সংগ্রামের শত রঙ” নামে জুলাই-বিপ্লবের আলোকচিত্র প্রদর্শনী Logo শ্রীবরদীতে এসএসসি পরীক্ষার্থীদের সহায়তায় ছাত্রদল Logo আমরণ অনশনে বসেছেন হাবিপ্রবি শিক্ষার্থী কুয়েট ভিসির পদত্যাগের দাবি

ছুটির দিনে বেশি ঘুমান, আপনার কি প্রাণের ভয় নেই !

  • amzad khan
  • আপডেট সময় : ১২:৩৫:০৫ অপরাহ্ণ, সোমবার, ৩ জুলাই ২০১৭
  • ৭৪৮ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

শুধুমাত্র খাওয়াদাওয়া বা ওজন নয়, হার্টের সমস্যা হতে পারে অনেক কারণেই। এমনকি ছুটির দিনে বেশি ঘুমালেও হতে পারে হার্টের সমস্যা। তাই জেনে রাখুন, সেই সব ছোট ছোট কারণগুলি, সঙ্গে প্রতিরোধ ও প্রতিকারের উপায়ও—

১। শব্দ দূষণ— যুক্তরাজ্যের নটিংহ্যাম ট্রেন্ট ইউনিভার্সিটির গবেষকরা জানাচ্ছেন যে, পারিপার্শ্বিক শব্দ দূষণে ঘন ঘন পরিবর্তন হলে তা হার্ট রেটের উপরে প্রভাব ফেলে।

২। ছুটির দিনে বেশি ঘুম— সারা সপ্তাহের ক্লান্তি কাটাতে ছুটির দিনে বেশিক্ষণ ঘুমনোই যেন সহজ সমাধান। কিন্তু, মার্কিন যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অফ আরিজোনার গবেষকরা বলছেন যে, সপ্তাহের অন্যান্য দিনের মতোই ঘুমনো উচিত ছুটির দিনে। না হলে, হৃদরোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেড়ে যায় প্রায় ১১%।

৩। ভারী বস্তু তুলুন— সপ্তাহে অন্তত একদিন এক ঘণ্টার জন্য ‘ওয়েট’ তোলা অভ্যাস করুন। নেদারল্যান্ডসের মেডিক্যাল সেন্টাররের গবেষকরা জানিয়েছেন যে, রেজিসট্যান্ট একসারসাইজ বা ওয়েট ট্রেনিং করলে হৃদরোগের আশঙ্কা খানিকটা কমে।

৪। ব্লাড গ্রুপ— ইউরোপিয়ান সোসাইটি অফ কার্ডিওলজি-র প্রকাশিত এক রিপোর্ট অনুযায়ী ‘A’, ‘B’ ও ‘AB’ ব্লাড গ্রুপের মানুষের তুলনায় ‘O’ গ্রুপের মানুষ একটু হলেও সুরক্ষিত হার্টের অসুখ থেকে। তাই উপরোক্ত ব্রাড গ্রুপের অধিকারীরা একটু সাবধানে থাকুন।

৫। স্তন্যপান— যে মহিলারা শিশুদের স্তন্যপান করিয়েছেন তাঁদের হৃদরোগের সম্ভাবনা কিছুটা কম, জানা গিয়েছে আমেরিকান হার্ট অ্যাসোসিয়েশনের তরফ থেকে।

৬। মানসিক চাপ— মিউনিকের টেকনিক্যাল ইউনিভারসিটি জানিয়েছে যে, ডিপ্রেশন, দুশ্চিন্তা বা মানসিক চাপ হার্টের উপরেও চাপ ফেলে।

৭। কোলেস্টেরল থেকে সাবধান— সাধারণ তেলের বদলে খাবারে ব্যবহার করুন অলিভ অয়েল জাতীয় তেল, যা কোলেস্টেরল থেকে আপনার হৃদযন্ত্রকে বাঁচাবে।

সূত্র: এবেলা

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

রেজিস্ট্রারের কাছে অভিযোগ দিতে যেয়ে হেনস্তার শিকার জবি শিক্ষার্থী

ছুটির দিনে বেশি ঘুমান, আপনার কি প্রাণের ভয় নেই !

আপডেট সময় : ১২:৩৫:০৫ অপরাহ্ণ, সোমবার, ৩ জুলাই ২০১৭

নিউজ ডেস্ক:

শুধুমাত্র খাওয়াদাওয়া বা ওজন নয়, হার্টের সমস্যা হতে পারে অনেক কারণেই। এমনকি ছুটির দিনে বেশি ঘুমালেও হতে পারে হার্টের সমস্যা। তাই জেনে রাখুন, সেই সব ছোট ছোট কারণগুলি, সঙ্গে প্রতিরোধ ও প্রতিকারের উপায়ও—

১। শব্দ দূষণ— যুক্তরাজ্যের নটিংহ্যাম ট্রেন্ট ইউনিভার্সিটির গবেষকরা জানাচ্ছেন যে, পারিপার্শ্বিক শব্দ দূষণে ঘন ঘন পরিবর্তন হলে তা হার্ট রেটের উপরে প্রভাব ফেলে।

২। ছুটির দিনে বেশি ঘুম— সারা সপ্তাহের ক্লান্তি কাটাতে ছুটির দিনে বেশিক্ষণ ঘুমনোই যেন সহজ সমাধান। কিন্তু, মার্কিন যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অফ আরিজোনার গবেষকরা বলছেন যে, সপ্তাহের অন্যান্য দিনের মতোই ঘুমনো উচিত ছুটির দিনে। না হলে, হৃদরোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেড়ে যায় প্রায় ১১%।

৩। ভারী বস্তু তুলুন— সপ্তাহে অন্তত একদিন এক ঘণ্টার জন্য ‘ওয়েট’ তোলা অভ্যাস করুন। নেদারল্যান্ডসের মেডিক্যাল সেন্টাররের গবেষকরা জানিয়েছেন যে, রেজিসট্যান্ট একসারসাইজ বা ওয়েট ট্রেনিং করলে হৃদরোগের আশঙ্কা খানিকটা কমে।

৪। ব্লাড গ্রুপ— ইউরোপিয়ান সোসাইটি অফ কার্ডিওলজি-র প্রকাশিত এক রিপোর্ট অনুযায়ী ‘A’, ‘B’ ও ‘AB’ ব্লাড গ্রুপের মানুষের তুলনায় ‘O’ গ্রুপের মানুষ একটু হলেও সুরক্ষিত হার্টের অসুখ থেকে। তাই উপরোক্ত ব্রাড গ্রুপের অধিকারীরা একটু সাবধানে থাকুন।

৫। স্তন্যপান— যে মহিলারা শিশুদের স্তন্যপান করিয়েছেন তাঁদের হৃদরোগের সম্ভাবনা কিছুটা কম, জানা গিয়েছে আমেরিকান হার্ট অ্যাসোসিয়েশনের তরফ থেকে।

৬। মানসিক চাপ— মিউনিকের টেকনিক্যাল ইউনিভারসিটি জানিয়েছে যে, ডিপ্রেশন, দুশ্চিন্তা বা মানসিক চাপ হার্টের উপরেও চাপ ফেলে।

৭। কোলেস্টেরল থেকে সাবধান— সাধারণ তেলের বদলে খাবারে ব্যবহার করুন অলিভ অয়েল জাতীয় তেল, যা কোলেস্টেরল থেকে আপনার হৃদযন্ত্রকে বাঁচাবে।

সূত্র: এবেলা