শিরোনাম :
Logo ঘাতকের বুলেটে সাভারের রাজপথে অত্যন্ত নির্মমভাবে শহীদ হন শিক্ষার্থী ইয়ামিন Logo পলাশবাড়ীতে ধানের শীর্ষ প্রতিকের পক্ষে উঠান বৈঠক অনুষ্ঠিত Logo হাবিপ্রবিতে প্রথমবারের মতো দুই দিনব্যাপী ব্র‍্যাকনেট প্রেজেন্টস আইইইই কম্পিউটার সোসাইটি সামার সিম্পোজিয়াম ২০২৫ Logo সাজিদের মৃত্যু ‘অস্বাভাবিক’ দাবি করে ইবি শিক্ষার্থীদের প্রেস কনফারেন্স Logo শেরপুরে ‘রূপসী শেরপুর’-এর মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন Logo জবির উদ্ভিদবিজ্ঞান বিভাগের প্রথম পুনর্মিলনী অনুষ্ঠিত Logo খাগড়াছড়ির ত্রিপুরা কিশোরীকে ধর্ষণের প্রতিবাদে রাবিতে বিক্ষোভ মিছিল Logo ইসলামী বিশ্ববিদ্যালয়ে ছাত্র মৃত্যুর ঘটনায় তদন্ত কমিটি গঠন Logo সাজিদের জানাজা সম্পন্ন, মৃত্যুরহস্য উদঘাটনে তদন্তের ঘোষণা Logo ঊচত এর দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ

জেনে নিন আপনার ঘুম এনে দেবে যে সব খাবার !

  • amzad khan
  • আপডেট সময় : ১২:০৬:৫৮ অপরাহ্ণ, বুধবার, ৭ জুন ২০১৭
  • ৭৫১ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

এমন অনেকেই আছেন যাদের রাতে ঘুম আসে না। আজকে রইলো কয়েকটা খাবারের নাম যা খেলে আপনার ঘুম পাবে। রাতে ঘুমোতে যাওয়ার আগে এই খাবারগুলো খেলে খুব ভালো ঘুম হবে ঠিকই‚ কিন্তু একই সঙ্গে মনে রাখুন দিনের বেলা বা যখন আপনি ঘুমোতে চাইছেন না তখন কিন্তু এই খাবারগুলো এড়িয়ে চলাই ভালো।

মিষ্টি আলু: রাঙা আলুতে বেশি মাত্রায় পটাশিয়াম‚ ম্যাগনেসিয়াম আর ক্যালসিয়াম থাকে। এই তিনটেই শরীরকে রিল্যাক্স করতে সাহায্য করে। তাই রাতে যাদের সহজে ঘুমোতে অসুবিধা হয় শোয়ার অগে বেকড সুইট পট্যাটো খেতে পারেন বা সিদ্ধ করে বিট নুন দিয়েও খেতে পারেন। দেখবেন তাড়াতাড়ি ঘুমিয়ে আসবে।

পেস্তা বাদাম: পেস্তা বাদামে প্রোটিন থাকে এছাড়াও এতে ভিটামিন B-6 এবং ম্যাগনেসিয়াম আছে যা ঘুমিয়ে পড়তে সাহায্য করে। তবে মাথায় রাখতে হবে এতে প্রচুর ক্যালোরি থাকে তাই অতিরিক্ত পেস্তা বাদাম না খাওয়াই ভালো।

খরমুজ: অনেক সময় শরীরে জলের কমতি হলে ঘুমোতে অসুবিধা হয়। কিন্তু এই জাতীয় ফলের মধ্যে জলের পরিমাণ বেশি থাকে যা শরীরে জলের ঘাটতি মেটাতে পারে। অবশ্য শুধু খরমুজ নয় আপেল‚ কমলালেবু যে কোন একটা খেতে পারেন। যাতে আপনি একই ফল পাবেন।

পিনাট বাটার: পিনাট বাটার বা আমন্ড বাটার দুটোই খুব ভালো ঘুম পাড়ানোর জন্য। তবে ছোট এক চামচের বেশি খাবেন না।

আমন্ড: এক মুঠো আমন্ড বাদাম যথেষ্ট। খানিক্ষণের মধ্যেই ঘুম পাবে। এতে tryptophan এবং ম্যাগনেসিয়াম থাকে যা নার্ভ শান্ত করে একই সঙ্গে হার্ট বিটও স্টেডি রাখে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ঘাতকের বুলেটে সাভারের রাজপথে অত্যন্ত নির্মমভাবে শহীদ হন শিক্ষার্থী ইয়ামিন

জেনে নিন আপনার ঘুম এনে দেবে যে সব খাবার !

আপডেট সময় : ১২:০৬:৫৮ অপরাহ্ণ, বুধবার, ৭ জুন ২০১৭

নিউজ ডেস্ক:

এমন অনেকেই আছেন যাদের রাতে ঘুম আসে না। আজকে রইলো কয়েকটা খাবারের নাম যা খেলে আপনার ঘুম পাবে। রাতে ঘুমোতে যাওয়ার আগে এই খাবারগুলো খেলে খুব ভালো ঘুম হবে ঠিকই‚ কিন্তু একই সঙ্গে মনে রাখুন দিনের বেলা বা যখন আপনি ঘুমোতে চাইছেন না তখন কিন্তু এই খাবারগুলো এড়িয়ে চলাই ভালো।

মিষ্টি আলু: রাঙা আলুতে বেশি মাত্রায় পটাশিয়াম‚ ম্যাগনেসিয়াম আর ক্যালসিয়াম থাকে। এই তিনটেই শরীরকে রিল্যাক্স করতে সাহায্য করে। তাই রাতে যাদের সহজে ঘুমোতে অসুবিধা হয় শোয়ার অগে বেকড সুইট পট্যাটো খেতে পারেন বা সিদ্ধ করে বিট নুন দিয়েও খেতে পারেন। দেখবেন তাড়াতাড়ি ঘুমিয়ে আসবে।

পেস্তা বাদাম: পেস্তা বাদামে প্রোটিন থাকে এছাড়াও এতে ভিটামিন B-6 এবং ম্যাগনেসিয়াম আছে যা ঘুমিয়ে পড়তে সাহায্য করে। তবে মাথায় রাখতে হবে এতে প্রচুর ক্যালোরি থাকে তাই অতিরিক্ত পেস্তা বাদাম না খাওয়াই ভালো।

খরমুজ: অনেক সময় শরীরে জলের কমতি হলে ঘুমোতে অসুবিধা হয়। কিন্তু এই জাতীয় ফলের মধ্যে জলের পরিমাণ বেশি থাকে যা শরীরে জলের ঘাটতি মেটাতে পারে। অবশ্য শুধু খরমুজ নয় আপেল‚ কমলালেবু যে কোন একটা খেতে পারেন। যাতে আপনি একই ফল পাবেন।

পিনাট বাটার: পিনাট বাটার বা আমন্ড বাটার দুটোই খুব ভালো ঘুম পাড়ানোর জন্য। তবে ছোট এক চামচের বেশি খাবেন না।

আমন্ড: এক মুঠো আমন্ড বাদাম যথেষ্ট। খানিক্ষণের মধ্যেই ঘুম পাবে। এতে tryptophan এবং ম্যাগনেসিয়াম থাকে যা নার্ভ শান্ত করে একই সঙ্গে হার্ট বিটও স্টেডি রাখে।