ভেজাল পণ্য উৎপাদনের দায়ে মেহেরপুরে একটি কারখানা সিলগালা ॥ দুই লাখ টাকা জরিমানা

  • Nil Kontho
  • আপডেট সময় : ০৫:৪১:১১ অপরাহ্ণ, মঙ্গলবার, ৬ জুন ২০১৭
  • ৭৪৫ বার পড়া হয়েছে

মেহেরপুর সংবাদদাতা, মেহেরপুর, ৬জুন ॥ মেহেরপুর সদর উপজেলার গোভিপুরে অবস্থিত মা এন্টারপ্রাইজের কারখানা সিলগালা করে দিয়েছে প্রশাসন। ভেজল সেমাই, সরিষা তেল ও মসলা উৎপাদনের অপরাধে মা এন্টারপ্রাইজের মালিকের কাছ থেকে দুই লাখ টাকা জরিমানা আদায় করেছেন ভ্রাম্যমাণ আদালত।

গতকাল মঙ্গলবার দুপুরে মেহেরপুর জেলা প্রশাসনের সহকারী কমিশনার রামানন্দ পাল এ অভিযান পরিচালনা করেন।
ভ্রাম্যম্যাণ আদালত সূত্রে জানা গেছে, বি.এস.টি.আই এর অনুমোদনের নাম ভাঙ্গিয়ে মা এন্টারপ্রাইজের কারখানায় সেমাই, সরিষা তেল, হদুলসহ বিভিন্ন প্রকার মসলা উৎপাদন করা হয়। বি.এস.টি.আই লগো ব্যবহার করে তা বাজারজাত করে আসছে মা এন্টারপ্রাইজের মালিক। এগুলো মান সম্মতও নয়। ভ্রাম্যমাণ আদালতের অভিযানের এসব অপরাধ পরিলক্ষিত হলে কারখানা মালিকসহ তিনজনকে আটক করা হয়। একই সঙ্গে কারখানার যাবতীয় কাজকর্ম বন্ধ করে সিলগালা করে দেয়া হয়। ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের ৫০ ধারায় কারখানা মালিককে দোষী সাব্যস্ত করে দুই লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে বলে জানান ম্যাজিট্রেট রামানন্দ পাল।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ভেজাল পণ্য উৎপাদনের দায়ে মেহেরপুরে একটি কারখানা সিলগালা ॥ দুই লাখ টাকা জরিমানা

আপডেট সময় : ০৫:৪১:১১ অপরাহ্ণ, মঙ্গলবার, ৬ জুন ২০১৭

মেহেরপুর সংবাদদাতা, মেহেরপুর, ৬জুন ॥ মেহেরপুর সদর উপজেলার গোভিপুরে অবস্থিত মা এন্টারপ্রাইজের কারখানা সিলগালা করে দিয়েছে প্রশাসন। ভেজল সেমাই, সরিষা তেল ও মসলা উৎপাদনের অপরাধে মা এন্টারপ্রাইজের মালিকের কাছ থেকে দুই লাখ টাকা জরিমানা আদায় করেছেন ভ্রাম্যমাণ আদালত।

গতকাল মঙ্গলবার দুপুরে মেহেরপুর জেলা প্রশাসনের সহকারী কমিশনার রামানন্দ পাল এ অভিযান পরিচালনা করেন।
ভ্রাম্যম্যাণ আদালত সূত্রে জানা গেছে, বি.এস.টি.আই এর অনুমোদনের নাম ভাঙ্গিয়ে মা এন্টারপ্রাইজের কারখানায় সেমাই, সরিষা তেল, হদুলসহ বিভিন্ন প্রকার মসলা উৎপাদন করা হয়। বি.এস.টি.আই লগো ব্যবহার করে তা বাজারজাত করে আসছে মা এন্টারপ্রাইজের মালিক। এগুলো মান সম্মতও নয়। ভ্রাম্যমাণ আদালতের অভিযানের এসব অপরাধ পরিলক্ষিত হলে কারখানা মালিকসহ তিনজনকে আটক করা হয়। একই সঙ্গে কারখানার যাবতীয় কাজকর্ম বন্ধ করে সিলগালা করে দেয়া হয়। ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের ৫০ ধারায় কারখানা মালিককে দোষী সাব্যস্ত করে দুই লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে বলে জানান ম্যাজিট্রেট রামানন্দ পাল।