সিরাজগঞ্জ প্রতিনিধি ঃ সিরাজগঞ্জের সলঙ্গায় ৭টি মাদক মামলার আসামী সহ ২ মাদক ব্যবসায়ীকে আটক করেছে সলঙ্গা থানা পুলিশ।
সোমবার সকাল ১০টায় সলঙ্গা থানার আঙ্গারু বাজার এলাকা থেকে তাদের আটক করা হয় এবং তাদের কাছে থাকা ২শ’ ৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। আটককৃতরা হলেন সলঙ্গা থানার আঙ্গারু গ্রামের মৃত হযরত আলীর ছেলে মাদক স¤্রাট মোজাম্মেল হক (৫৫) ও থানার নাইমুড়ি গ্রামের মৃত নাসির উদ্দিনের ছেলে মাদক ব্যবসায়ী জয়নাল আবেদীন (৩৩)।
সলঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রফিক বিকেলে এ তথ্য নিশ্চিত করে জানান, মোজাম্মেল দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসা করে আসছিল। তার বিরুদ্ধে মাদকের ৭টি মামলা রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে সোমবার সকাল ১০টার দিকে আঙ্গারু বাজার থেকে ২শ’ ৫০ গ্রাম গাঁজা উদ্ধার ও তাদের আটক করা হয়। এ ব্যাপারে থানায় মামলা হয়েছে।

























































