নিউজ ডেস্ক:
নিজেদের বাড়ি ছেড়ে একসঙ্গে, এক ফ্ল্যাটে নাকি থাকছেন রণবীর সিং ও দীপিকা পাড়ুকোন। গোটা বলিউড পাড়ায় এখন এই নিয়েই চর্চা শুরু হয়েছে। একে অন্যকে আরও ভালোভাবে বুঝে নিতেই তারা এই সিদ্ধান্ত নিয়েছেন বলে জোর গুঞ্জন শোনা যাচ্ছে।
কিন্তু আদতে সত্যিকারের গল্পটা হল, দীপিকা ও রণবীর দু’জনই সঞ্জয়লীলা বানসালির নতুন ছবি ‘পদ্মাবতী’র শ্যুটিং নিয়ে ব্যস্ত আছেন। ছবিটির শ্যুটিং চলছে ভারতের গোরেগাঁওয়ে। নিজেদের বাড়ি থেকে শ্যুটিং স্পট দূরে হওয়ায়, শ্যুটিং সেটের সামনেই একটা ফ্ল্যাট নিয়েছেন রণবীর। আর শোনা যাচ্ছে, এই ফ্ল্যাটেই নাকি রণবীরের সঙ্গে থাকছেন দীপিকা।
একটি ইংরেজি দৈনিকে প্রকাশিত খবর অনুযায়ী, সিনেমার চরিত্রে ভালো করে মনোযোগ দিতেই নাকি এমন সিদ্ধান্ত নিয়েছেন দীপিকা ও রণবীর। সুযোগ পেলেই তারা দু’জনে মিলে নাকি মহড়াও করছেন সিনেমা নিয়ে। তবে গুঞ্জন বলছে, সিনেমাকে অজুহাত বানিয়ে ব্যক্তিগত সময় কাটাতেই ব্যস্ত দীপিকা-রণবীর।




































