1. [email protected] : amzad khan : amzad khan
  2. [email protected] : NilKontho : Anis Khan
  3. [email protected] : Nil Kontho : Nil Kontho
  4. [email protected] : Nilkontho : rahul raj
  5. [email protected] : NilKontho-news :
  6. [email protected] : M D samad : M D samad
  7. [email protected] : NilKontho : shamim islam
  8. [email protected] : Nil Kontho : Nil Kontho
  9. [email protected] : user 2024 : user 2024
  10. [email protected] : Hossin vi : Hossin vi
যে রাশির মানুষ সব থেকে বেশি অপরাধ মনষ্ক ! | Nilkontho
২৫শে অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ | শুক্রবার | ৯ই কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ
হোম জাতীয় রাজনীতি অর্থনীতি জেলার খবর আন্তর্জাতিক আইন ও অপরাধ খেলাধুলা বিনোদন স্বাস্থ্য তথ্য ও প্রযুক্তি লাইফষ্টাইল জানা অজানা শিক্ষা ইসলাম
শিরোনাম :
৬৮ হাজার ২৭১টি উত্তরপত্র পুনঃনিরীক্ষণের আবেদন আন্তর্জাতিক পোলিও দিবসে রোটারি র‌্যালির আয়োজন নারী সাফের সেমিফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ ভুটান উড়িষ্যা-পশ্চিমবঙ্গ উপকূলে ঘূর্ণিঝড় দানা এসবি প্রধান হলেন রফিকুল ইসলাম শেখ হাসিনা দিল্লির লুটিয়েনস বাংলোয় আছেন : ভারতীয় সংবাদমাধ্যম ৬ মাসের মধ্যে ফিটনেসবিহীন সব মোটরযান অপসারণের তাগিদ মুসলিম সভ্যতায় পারস্যের উপহার জম্মু ও কাশ্মীরে সন্ত্রাসী হামলায় ভারতীয় সেনাসহ নিহত ৪ অতিপ্রবল ঘূর্ণিঝড়ে রূপ নিয়েছে দানা পুলিশে ফের রদবদল রোহিঙ্গা সংকট সমাধানে জরুরি আন্তর্জাতিক সম্মেলন চান ড. ইউনূস নিয়তির কি নির্মম পরিহাস ছাত্রলীগের-সোহেল তাজ খালেদা জিয়ার বিরুদ্ধে ৪২ জনকে পুড়িয়ে হত্যার মামলা খারিজ পথচারীদের ক্ষোভের মুখে রাস্তা ছাড়লেন বিক্ষোভকারীরা ৩২ প্রত্যাখ্যান ৩৫ প্রত্যাশী শিক্ষার্থী সমন্বয় পরিষদের স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের আহ্বান পুতিনের সাবেক স্বরাষ্ট্রসচিব মোস্তফা কামাল গ্রেফতার সচিবালয় থেকে গ্রেফতার ২৬ জন ছাত্রলীগের সঙ্গে জড়িত: পুলিশ দিল্লিতে অবস্থান করছেন শেখ হাসিনা: দ্য প্রিন্ট

যে রাশির মানুষ সব থেকে বেশি অপরাধ মনষ্ক !

  • প্রকাশের সময় : সোমবার, ২২ মে, ২০১৭

নিউজ ডেস্ক:

যারা জ্যোতিশ শাস্ত্রে বিশ্বাস করেন তারা রাশি মানেন। আবার অনেকে মানেন না। জ্যোতিশ শাস্ত্র মতে মানুষের স্বভাব কেমন হবে তা অনেকাংশে তার রাশির ওপর নির্ভর করে। প্রত্যেক রাশির জাতকের ওপর প্রভাব থাকে সেই রাশির গ্রহস্বামীর। তার ফলেই চারিত্রিক দিক থেকে এক এক রাশির জাতকরা এক এক রকম হন। কেউ রাগী, কেউ ক্ষমাশীল, কেউ বা একগুঁয়ে। তেমন ভাবেই অপরাধের ক্ষেত্রেও জাতকের ওপর রাশির প্রভাব থাকে।

সম্প্রতি FBI একটি পরিসংখ্যান প্রকাশ করেছে। তাতে অপরাধ মনষ্কতার দিক থেকে ইংরেজি মাসের জন্মতারিখ অনুযায়ী কোন রাশির জাতকরা কেমন তার হদিশ রয়েছে। তারা দেখিয়েছে কোন রাশির জাতক কতটা অপরাধপ্রবণ। মিলিয়ে দেখে নিন, আপনার আশপাশের মানুষের মতিগতি কেমন হতে পারে।

১২. সব থেকে কম অপরাধ মনষ্ক মানুষ হন জেমিনি বা মিথুন রাশির জাতকরা। এরা যতই রাগ বা ক্ষোভ প্রকাশ করুন, কাউকে চট করে মারতে বা কারও ক্ষতি করতে পারেন না। খুব প্রয়োজন না হলে অস্ত্র ধরেন না।

১১. এর পরের স্থানেই রয়েছেন অ্যাকুয়ারিয়াস বা কুম্ভরাশির জাতকরা। সুবিচারের প্রতি এদের অকাট্য আস্থা রয়েছে। খুব ইগোইস্টিক মানুষ হন। সহজে ভাঙেন না। তার সঙ্গে আরও একটি ব্যাপার পরিসংখ্যানে বলা রয়েছে। এরা কোনও অপরাধ করলেও সহজে ধরা পড়েন না। এমন বেশ কিছু ঘটনার কথাও উল্লেখ রয়েছে যেখানে প্রধান সন্দেহভাজন হলেও শেষ পর্যন্ত সাক্ষ্য প্রমাণের অভাব তাদের ধরা যায়নি।

১০. লিও বা সিংহ রাশির জাতকরা যতটা গর্জান ততটা বর্ষান না। পরিসংখ্যান বলছে, গণ্ডগোল থেকে দূরে থাকাই পছন্দ করেন এরা। দেখা গেছে, যদি এরা কোনও খুনের সঙ্গে জড়িত থাকেন তা কেবল দৃষ্টি আকর্ষণ করার জন্য।

৯. অদ্ভূত বৈপরীত্য দেখা যায় লিব্রা বা তুলা রাশির জাতকদের ক্ষেত্রে। এক দিকে তারা দয়াবান এবং ধৈর্য্যশীল হন। অন্য দিকে খুন করার ক্ষেত্রে তাদের প্রবণতা বেশি থাকে। পরিসংখ্যান বলছে, সিংহ এবং কুম্ভ রাশির জাতকরা বছরে যত খুন করেন, তার চেয়ে বেশি খুনের ব্যাপারে জড়ান তুলা রাশির জাতকরা।

৮. পরিসংখ্যান বলছে, ভার্গো বা কন্যারাশির জাতকরা সামান্য সাইকো প্রকৃতির হওয়ার প্রবণতা থাকে। এদের অপরাধ মূলত সীমাবদ্ধ থাকে চুরি এবং জালিয়াতির ক্ষেত্রে। তবে যদি এরা কোনও কারণে খুন করেন তবে খুব চুপিসারে করেন।

৭. পাইসেস বা মীন রাশির জাতকদের আপাতপক্ষে দেখে খুব ‘কিউট’ বলে মনে হলেও আদপে তা নন। জন ওয়েন গেসি, রিচার্ড রামিরেজ বা এইলিন ইওর্নোস-এর মতো অপরাধ জগতের অন্যতম কুখ্যাত সিরিয়াল কিলার ছিলেন এই রাশির জাতক। এরা যে কোনও অপরাধ একটু নাটকীয়ভাবে করতে পছন্দ করেন।

৬. ক্যাপ্রিকর্ন বা মকর রাশির জাতকদের ক্ষেত্রে একটা কথা খুব প্রচলিত, মারি তো গণ্ডার, লুঠি তো ভাণ্ডার। অর্থাৎ, সাধারণ এরা অপরাধ করেন না কিন্তু যদি কোনও কারণে এরা একবার খেপে যান, তবে রক্ষে নেই। পরিসংখ্যানে দেখা যাচ্ছে, বিশ্বের ভয়ংকরতম সিরিয়াল কিলার এই রাশির জাতকরাই হয়ে থাকেন।

৫. রাশি মেষ হলে কী হবে, রাগলে একেবারে সিংহ। ছিড়ে খেয়ে ফেলতে পারেন। তবে এদের রাগ খুব বেশি ক্ষণস্থায়ী হয় না, সেটাই রক্ষা। তবে যতক্ষণ থাকে এদের থেকে তখন দূরে থাকাই ভালো। মূলত এই চরম রাগের কারণেই এরা পঞ্চম স্থানে জায়গা করে নিয়েছেন।

৪. রাগের ব্যাপারে বৃষরাশির জাতকরা কোনও অংশে কম যান না। রাগলে মাথার ঠিক থাকে না। তবে খুন বা মারামারির তুলনায় এরা জালিয়াতি করতে বেশি ভালোবাসেন। অন্যতম কারণ, এরা বিলাসবহুল জীবন খুব পছন্দ করেন।

৩. তিন নম্বরে রয়েছেন স্যাজিটেরিয়াস বা ধনুরাশির জাতকরা। এরা যখন অপরাধ করেন, তখন ছোটখাটো কোনও অপরাধে খান্ত থাকেন না। টেড বান্ডি, পাবলো এসকোবার-এর মতো দাগী অপরাধীরা ধনু রাশির জাতক ছিলেন।

২. FBI-এর পরিসংখ্যান বলছে, স্করপিও বা বৃশ্চিক রাশির জাতকরা ‘অফিশিয়াল সাইকো’ হন। ইতিহাস বলছে, বেশিরভাগ সিরিয়াল কিলার নভেম্বর মাসে জন্মান। এদের মধ্যে বেশিরভাগই বৃশ্চিক রাশির হন। বাকিরা ধনু রাশির। এরা খুব স্যাডিস্টিক খুনি হয়ে থাকেন।

১. সব থেকে বেশি অপরাধ মনষ্ক মানুষের তকমা পেয়েছেন ক্যান্সার বা কর্কট রাশির জাতকরা। বেশিরভাগ ক্ষেত্রে এরা খুনের ব্যাপারে জড়িত থাকেন। শুধু জড়িত থাকেন বললে ভুল হবে, কারও প্রতি ঈর্ষান্বিত হলেই তাকে খুন করতে পারেন এই রাশির জাতকরা। সব কিছু এদের মুডের ওপর নির্ভর করে। পরিসংখ্যান আরও বলছে, এরা আসলে “হেড অফ ম্যানিয়াক”।

তবে সব কথার শেষ কথা মানুষ চাইলেই ভাগ্যকে পরিবর্তন করতে পারে নিজ কর্মগুণে। এ কারণে কর্কট রাশির সব জাতকরা যেমন খুনি হন না, তেমনি মিথুন রাশির সব জাতকরা ধোয়া তুলশি পাতা হন না।

এই পোস্ট শেয়ার করুন:

এই বিভাগের আরো খবর

নামাযের সময়

সেহরির শেষ সময় - ভোর ৪:৪৯
ইফতার শুরু - সন্ধ্যা ৫:৩৪
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:৫৪
  • ১১:৫২
  • ৩:৫৪
  • ৫:৩৪
  • ৬:৪৮
  • ৬:০৬

বিগত মাসের খবরগুলি

শুক্র শনি রবি সোম মঙ্গল বু বৃহ
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১