সিরাজগঞ্জ প্রতিনিধিঃ সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলায় এবারের এসএসসি পরীক্ষায় জামতৈল ধোপাকান্দি পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় উপজেলার শীর্ষ স্থানে রয়েছে। এ বিদ্যালয়ে শতকরা পাশের হার ৮৫ ভাগ। এবছরে ১শ’ ৬২ জন ছাত্রী এসএসসি পরীক্ষায় অংশগ্রহন করে ১শ’ ৩৮জন কৃতিত্বের সাথে উত্তীর্ণ হয় এবং ১২ জন জিপিএ-৫ লাভ করে। এ ছাড়াও বিদ্যালয়টি জেলা পর্যায়ে ৯ম স্থান অধিকার করে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইফুল ইসলাম জানান, বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক ও ছাত্রীদের ঐকান্তিক প্রচেষ্টায় ভাল ফলাফল অর্জন সম্ভব হয়েছে।