নিউজ ডেস্ক:
ক্রেতা টানতে বিভিন্ন থিম নিয়ে সেজেছে নেভাডার রেস্তোরাঁগুলো। এশীয় পর্যটকদের সন্তুষ্টির জন্য খাবারের মেন্যুতেও আসছে নতুনত্ব।
নেভাডায় এশীয়দের অন্যতম পছন্দের এই রেস্তোঁরা। এখানে খাবারের স্বাদ ও পুষ্টিগুণের সঙ্গে বিনোদনের আয়োজনও বেশ উপভোগ্য। পনেরোশো স্কয়ার ফিটের কয়েকতলার এই রেস্তুোরাঁ সবসময় মুখর থাকে ডিস্কো আর গানে।
শাক রকের সিইও এবং স্বত্বাধিকারী আলবার্ট ম্যাক জানান শাক রক তাদের জন্যই যারা খাবারের চেয়ে বেশি কিছু চায়। এখানে যা পাওয়া যায় তা ভোজনবিলাসীদের দেবে নতুন অভিজ্ঞতা।
বছর শেষের এই সময়ে পর্যটকেরা দলে দলে আসতে থাকেন লাস ভেগাসে। স্থানীয় রেস্তোরাঁ সংগঠনের তথ্য ২০১৫ সালেই এসেছেন চার কোটির বেশি এশীয়। যার প্রায় দুই লাখই চীনা নাগরিক। ব্যবসায়ীরাও চেষ্টা করেন আনন্দের সব আয়োজন যেন এখানে থাকে।
সিজার প্যালেসের ভাইস প্রেসিডেন্ট কোরি জনসন বলেন এই সময়টাতে খাবারে নতুনত্ব থাকেই। এছাড়া পর্যটকদের আকৃষ্ট করতে থাকে নতুন নতুন ভার্স্কয, আলোকসজ্জাসহ অনেক আয়োজনভ।
বিশেষ এই আয়োজনে যোগ দেয়াটাও দিনে দিনে রীতি হয়ে উঠছে এশীয়দের।