স্টাফ রিপোর্টার,ঝিনাইদহঃ ঝিনাইদহের শৈলকুপায় মঙ্গলবার সন্ধ্যায় পৃথক দুটি স্থানে অগ্নিকান্ডের ঘটনা ঘটে। অগ্নিকান্ডে মোট ১০ টি পরিবারের ১৮টি ঘর পুড়ে ছাই হয়ে যায়। গরু-ছাগলসহ আসবাবপত্র, তৈজসপত্র, মজুদ করা ফসল ইত্যাদি পুড়ে ছাই হয়ে যায়।
খবর পেয়ে বুধবার সকালে শৈলকুপা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ উসমান গনি ঘটনাস্থল আবাইপুর ইউনিয়নের পাঁচপাখিয়া ও বগুড়া ইউনিয়নের কামান্না গ্রামে ছুটে যান। ঘটনাস্থল পরিদর্শণ শেষে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ্যদের সাক্ষাৎকার গ্রহণ শেষে ১০টি পরিবারকে ৫ হাজার করে মোট ৫০ হাজার টাকা নগদ প্রদান করেন। পরবর্তীতে আবেদনের প্রেক্ষিতে তাদেরকে আরো সহযোগিতা করার আশ্বাস দেন।
অগ্নিকান্ডে পাঁচপাখিয়া গ্রামে ক্ষতিগ্রস্থ্য বাড়ীটি পরিদর্শণকালে উপস্থিত ছিলেন আবাইপুর ইউপি চেয়ারম্যান হেলাল উদ্দিন বিশ্বাস। কামান্না গ্রামে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ্য বাড়ীগুলো পরিদর্শণকালো উপস্থিত ছিলেন বগুড়া ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম।