মঙ্গলবার | ২০ জানুয়ারি ২০২৬ | শীতকাল
শিরোনাম :
Logo মোটরসাইকেল দুর্ঘটনায় সবজি ব্যবসায়ী নিহত Logo আইইবি’র টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের উদ্যোগে অনুষ্ঠিত হলো এআই ভিত্তিক টেক্সটাইল অটোমেশন বিষয়ক সেমিনার Logo শহিদ জিয়ার জন্মবার্ষিকীতে খুবি এনটিএ ও ইউট্যাবের দোয়া Logo এবারের ভোটে রাজনৈতিক দলগুলো যদি লাইনের বাইরে চলে যায়, তাহলে তাদের চড়া মাশুল গুনতে হবে-সাতক্ষীরায় মহিলা ও শিশু বিষয়ক উপদেষ্টা Logo খুবিতে প্রথম বর্ষের ভর্তি কার্যক্রম প্রত্যক্ষ করলেন উপ-উপাচার্য Logo আজ শহীদ জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকী Logo জিয়াউর রহমান : এক সত্যিকারের দেশপ্রেমিক ও জাতি গঠনের কারিগর Logo কেন ‘হ্যাঁ’ ভোটের পক্ষে প্রধান উপদেষ্টা ও অন্তর্বর্তী সরকার: প্রেস উইংয়ের ব্যাখ্যা Logo পলাশবাড়ীর ফুটপাতেই ডাক্তারের উপহার, প্রশ্নবিদ্ধ স্বাস্থ্যখাতের নৈতিকতা! Logo পলাশবাড়ীর ফুটপাতেই ডাক্তারের উপহার, প্রশ্নবিদ্ধ স্বাস্থ্যখাতের নৈতিকতা!

সুইডেনে সন্ত্রাসী হামলায় খালেদা জিয়ার নিন্দা !

  • আপডেট সময় : ০২:২২:৫৩ অপরাহ্ণ, শনিবার, ৮ এপ্রিল ২০১৭
  • ৭৯৭ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

সুইডেনের স্টকহোমে সন্ত্রাসী হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।

শনিবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি বলেন, ‘এই হতাহতের ঘটনায় আমি গভীরভাবে মর্মাহত ও বেদনার্ত। বিশ্বব্যাপী সন্ত্রাসের যে নেটওয়ার্ক গড়ে উঠেছে সেটিকে এই মূহুর্তে নির্মূল করতে না পারলে বিশ্বসভ্যতা আদিম অন্ধকারে ডুবে যাবে।  দেশে দেশে সন্ত্রাসীদের এহেন রক্তাক্ত আক্রমণটি যেন মানুষের স্বাভাবিক জীবনপ্রবাহ রুদ্ধ করে দেওয়ার মতো অভিঘাত। এরা মানবজাতির নিরাপত্তার হুমকি হয়ে দাঁড়িয়েছে।’

সন্ত্রাসবাদ নিয়ে মানুষের শঙ্কা এবং উদ্বেগ প্রতিদিন গভীর থেকে গভীরতর হচ্ছে উল্লেখ করে বিএনপি নেত্রী বলেন, ‘উগ্রবাদী জঙ্গি সন্ত্রাসীরা মানবসভ্যতার অগ্রগতিতে থমকে দেওয়ার জন্য বিশ্বব্যাপী তাদের কর্তৃত্ব প্রতিষ্ঠা করতে দেশে দেশে নারকীয় তাণ্ডবে মেতে উঠেছে। রক্তাক্ত সহিংস সন্ত্রাসের দ্বারা মানুষ হত্যা করে জনসমাজে আতঙ্ক সৃষ্টি করা যায়, কিন্তু তাতে স্থায়ী ফললাভ সম্ভব নয়। বরং একটি হিংসাত্মক কার্যকলাপ আরো অনেক নতুন হিংসার জন্ম দেয়।’

সুইডেনে ভীড়ের মধ্যে লরি চালিয়ে দোকানে ঢুকে বেশকিছু সাধারণ মানুষকে হতাহতের ঘটনা নিঃসন্দেহে নিষ্ঠুর বর্বরতা এবং এটি কাপুরুষোচিত বলেও মন্তব্য করেন খালেদা জিয়া।

বিএনপি জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল সম্প্রদায়ের সম্প্রীতিতে বিশ্বাসী জানিয়ে দলের চেয়ারপারসন বলেন, ‘বিশ্বব্যাপী সবধরনের সন্ত্রাসবাদের বিরুদ্ধে বিশ্বের শান্তিকামী মানুষের সঙ্গে একযোগে সমন্বিত উদ্যোগ নিতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি দৃঢ় অঙ্গীকারাবদ্ধ।’

সুইডেনে মর্মান্তিক এই ঘটনায় হতাহতদের প্রতি গভীর শোক ও দূঃখ প্রকাশ করেন বিএনপি নেত্রী। একই সঙ্গে, নিহতদের আত্মার শান্তি ও আহতদের সুস্থতা কামনা করেন তিনি।

অপর এক বিবৃতিতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আজ সুইডেনে সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা জ্ঞাপন করে বলেন, পৃথিবীর দেশে দেশে সন্ত্রাসীদের এহেন হামলা মানবজাতীর অস্তিত্বের জন্য হুমকিস্বরূপ। তিনি বিশ্বের বিভিন্ন এলাকায় ঘৃণ্য সন্ত্রাসবাদের অন্ধ হিংস্রতার বিরুদ্ধে প্রতিরোধে সামিল থাকার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

মোটরসাইকেল দুর্ঘটনায় সবজি ব্যবসায়ী নিহত

সুইডেনে সন্ত্রাসী হামলায় খালেদা জিয়ার নিন্দা !

আপডেট সময় : ০২:২২:৫৩ অপরাহ্ণ, শনিবার, ৮ এপ্রিল ২০১৭

নিউজ ডেস্ক:

সুইডেনের স্টকহোমে সন্ত্রাসী হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।

শনিবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি বলেন, ‘এই হতাহতের ঘটনায় আমি গভীরভাবে মর্মাহত ও বেদনার্ত। বিশ্বব্যাপী সন্ত্রাসের যে নেটওয়ার্ক গড়ে উঠেছে সেটিকে এই মূহুর্তে নির্মূল করতে না পারলে বিশ্বসভ্যতা আদিম অন্ধকারে ডুবে যাবে।  দেশে দেশে সন্ত্রাসীদের এহেন রক্তাক্ত আক্রমণটি যেন মানুষের স্বাভাবিক জীবনপ্রবাহ রুদ্ধ করে দেওয়ার মতো অভিঘাত। এরা মানবজাতির নিরাপত্তার হুমকি হয়ে দাঁড়িয়েছে।’

সন্ত্রাসবাদ নিয়ে মানুষের শঙ্কা এবং উদ্বেগ প্রতিদিন গভীর থেকে গভীরতর হচ্ছে উল্লেখ করে বিএনপি নেত্রী বলেন, ‘উগ্রবাদী জঙ্গি সন্ত্রাসীরা মানবসভ্যতার অগ্রগতিতে থমকে দেওয়ার জন্য বিশ্বব্যাপী তাদের কর্তৃত্ব প্রতিষ্ঠা করতে দেশে দেশে নারকীয় তাণ্ডবে মেতে উঠেছে। রক্তাক্ত সহিংস সন্ত্রাসের দ্বারা মানুষ হত্যা করে জনসমাজে আতঙ্ক সৃষ্টি করা যায়, কিন্তু তাতে স্থায়ী ফললাভ সম্ভব নয়। বরং একটি হিংসাত্মক কার্যকলাপ আরো অনেক নতুন হিংসার জন্ম দেয়।’

সুইডেনে ভীড়ের মধ্যে লরি চালিয়ে দোকানে ঢুকে বেশকিছু সাধারণ মানুষকে হতাহতের ঘটনা নিঃসন্দেহে নিষ্ঠুর বর্বরতা এবং এটি কাপুরুষোচিত বলেও মন্তব্য করেন খালেদা জিয়া।

বিএনপি জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল সম্প্রদায়ের সম্প্রীতিতে বিশ্বাসী জানিয়ে দলের চেয়ারপারসন বলেন, ‘বিশ্বব্যাপী সবধরনের সন্ত্রাসবাদের বিরুদ্ধে বিশ্বের শান্তিকামী মানুষের সঙ্গে একযোগে সমন্বিত উদ্যোগ নিতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি দৃঢ় অঙ্গীকারাবদ্ধ।’

সুইডেনে মর্মান্তিক এই ঘটনায় হতাহতদের প্রতি গভীর শোক ও দূঃখ প্রকাশ করেন বিএনপি নেত্রী। একই সঙ্গে, নিহতদের আত্মার শান্তি ও আহতদের সুস্থতা কামনা করেন তিনি।

অপর এক বিবৃতিতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আজ সুইডেনে সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা জ্ঞাপন করে বলেন, পৃথিবীর দেশে দেশে সন্ত্রাসীদের এহেন হামলা মানবজাতীর অস্তিত্বের জন্য হুমকিস্বরূপ। তিনি বিশ্বের বিভিন্ন এলাকায় ঘৃণ্য সন্ত্রাসবাদের অন্ধ হিংস্রতার বিরুদ্ধে প্রতিরোধে সামিল থাকার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।