নিউজ ডেস্ক:
টাঙ্গাইলে বঙ্গবন্ধু সেতু পূর্বপাড় রেল স্টেশনের কাছে লালমনিরহাট এক্সপ্রেসের ইঞ্জিনসহ তিনটি বগি লাইনচ্যুত হয়েছে। এর ফলে ঢাকার সাথে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ রয়েছে। এরপর বঙ্গবন্ধু সেতু পশ্চিম রেল স্টেশনে ঢাকাগামী চারটি ট্রেন আটকা পড়েছে। বৃহস্পতিবার ভোর রাত পৌনে চারটার দিকে এ দুর্ঘটনা ঘটে।
বঙ্গবন্ধু সেতু পূর্বপাড় রেল স্টেশন মাস্টার নুরুল হুদা জানান, ঢাকা থেকে ছেড়ে আসা লালমনির হাটগামী ট্রেনটি স্টেশন ছাড়ার পর ইঞ্জিনসহ মোট তিনটি বগি লাইনচ্যুত হয়। এতে সাময়িক ট্রেন চলাচল বন্ধ রয়েছে। ঢাকা থেকে উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলের দিকে রওনা হয়েছে।
























































