জিয়াবুল হক, কক্সবাজার:
কক্সবাজারের চকরিয়া উপজেলার চিংড়িজোনে উন্নত ব্যবস্থাপনা ও আধুনিক পদ্ধতিতে মাছ চাষে
উৎপাদন বৃদ্ধির মাধ্যমে চাষীদের অধিক পরিমাণে লাভবান হবার কৌশল সম্পর্কে ধারণা দিতে টেকসই পরিকল্পনা নিয়েছেন মৎস্য অধিদফতর।
এরই অংশ হিসেবে সোমবার (২৪ নভেম্বর) দুপুরে
মৎস্য চাষি ও ঘের মালিকদের নিয়ে চকরিয়া উপজেলা পরিষদের সম্মেলনকক্ষ মোহনা মিলনায়তনে মাছ ও চিংড়ি চাষের উন্নত ব্যবস্থাপনা বিষয়ক এক প্রশিক্ষন অনুষ্ঠিত হয়েছে।
চকরিয়া সিনিয়র উপজেলা মৎস্য কার্যালয়ের উদ্যোগে অনুষ্ঠিত দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালায় প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার জেলা মৎস্য কর্মকর্তা নাজমুল হুদা।
চকরিয়া উপজেলা সিনিয়র মৎস্য অফিসার মোঃ আনোয়ারুল আমিনের সঞ্চালনায় অনুষ্ঠিত কর্মশাণায় মৎস্য চাষি ও ঘের মালিকরা চকরিয়া উপজেলার চিংড়িজোনের মাছ চাষের বর্তমান প্রেক্ষাপট ও পদ্ধতিগত বিষয় নিয়ে খোলামেলা আলোচনা করেন।
অনুষ্ঠানে প্রধান প্রশিক্ষক জেলা মৎস্য অফিসার নাজমুল হুদা আধুনিক পদ্ধতিতে এবং উন্নত ব্যবস্থাপনায় মাছ চাষের সুফল তুলে ধরে ভিডিও চিত্র দেখিয়ে চাষী ও ঘের মালিকদের সম্যক ধারণা দেন।
এসময় তিনি মাছ চাষের শুরুতে পুকুর তৈরি পদ্ধতি, জীবানু মুক্তকরণ, পোনা সরবরাহ, মাছের খাবার এবং উৎপাদন বিষয়ে দিকনির্দেশনা মূলক আলোচনা করেন।
তিনি বলেন, সনাতন পদ্ধতি থেকে বের হয়ে আধুনিক পদ্ধতিতে উন্নত ব্যবস্থাপনায় মাছ চাষ করা হলে চাষীরা লাভবান হবে।
চকরিয়া উপজেলার চিংড়িজোন মৎস্য চাষের জন্য একটি উর্বর ভূমি। তদুপরি কক্সবাজার জেলা মৎস্য চাষের একটি বড়ক্ষেত্র। এখানে পরিকল্পিত এবং আধুনিক পদ্ধতিতে বাগদা চিংড়ি চাষের মাধ্যমে বৈদেশিক মুদ্রা আয়ের অমিত সম্ভাবনা রয়েছে। এই সুযোগকে কাজে লাগাতে হবে। এছাড়া কাঁকড়া চাষের বিষয়ে তিনি বিষদ আলোচনা করেন।

















































