সদরপুর (ফরিদপুর) প্রতিনিধি:
ফরিদপুরের সদরপুর উপজেলার ঐতিহ্যবাহী বাইশরশি জমিদার বাড়ীর পুরনো
ইমারতে রড চুরির দায়ে ২ যুবকের ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রিফাত আনজুম পিয়া। আটককৃত যুবকেরা হলো উপজেলার বাইশরশি গ্রামের লোকমান মাতুব্বরের পুত্র হাচান মাতুব্বর (৩০) এবং একই গ্রামের জলিল বিশ্বাসের পুত্র মন্টু বিশ্বাস (৩২)।
বুধবার ( ১২ নভেম্বর) বিকেল ৪টায় সদরপুর উপজেলা ভূমি অফিস সংলগ্ন ঐতিহ্যবাহী বাইশরশি জমিদার বাড়িতে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয়দের ভাষ্যমতে, বুধবার বিকেলে উক্ত যুবকদ্বয় চুরির নিমিত্তে বাইশরশি জমিদার বাড়ির পুরনো ইমারতের রড খুলে। পাশেই ভূমি অফিসের কর্তব্যরত কর্মচারী ও স্থানীয়রা দেখে ফেলে এবং তাদের (যুবকদ্বয়) আটক করে। পরবর্তীতে নির্বাহী ম্যাজিস্ট্রেট ভ্রাম্যমান আদালতের মাধ্যমে উক্ত সাজা প্রদান করে আটককৃতদের পুলিশে সোপর্দ করেন।


















































