চট্টগ্রাম:মিরসরাই উপজেলার খৈয়াছড়া ইউনিয়নের নয়দুয়ারি এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে মোটরসাইকেলের ধাক্কায় দুই মাদ্রাসার শিক্ষার্থী ঘটনাস্থলে নিহত হয়েছেন। এঘটনায় গুরুতর আহত হয়েছেন আরো দুই শিক্ষার্থী।
শুক্রবার (১৪ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬ টার সময় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ছরারকুল এলাকায় ঢাকামুখী লেনে এই দুর্ঘটনা ঘটে।
ঘাতক মোটরসাইকেল চালক আব্দুল্লাহ (২৬) নামের একজনকে আটক করেছে পুলিশ।
নিহতরা হলেন, উপজেলার মসজিদিয়া ইউনুছিয়া ইসলামিয়া নয়দুয়ারি মাদরাসার কিতাব বিভাগের শিক্ষার্থী ফখরুল ইসলাম (১৮) ও মোহাম্মদ কাউসারর (১৪)৷
অন্য আহত দুইজন একই প্রতিষ্ঠানের শিক্ষার্থী।তারা হলেন, মুসলিম উদ্দিন (১৭) ও আরমান (১৫)। তাদের উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করানো হয়। অবস্থার অবনতি হলে তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে (চমেক) প্রেরণ করা হয়।
নয়দুয়ারি মাদরাসার পরিচালক মাওলানা জাফর উল্লাহ নিজামী বলেন, শুক্রবার সন্ধায় আমাদের ৫/৬ জন ছাত্র মাদ্রাসা থেকে মাগরিবের নামাজ শেষ করে সড়কের পাশে হেঁটে পার্শবর্তি একটি ওয়াজ মাহফিলে যাচ্ছিলেন। হঠাৎ তারা কিছু বুঝে উঠার আগে ঢাকামূখী লেনে একটি দ্রুত গতির মোটরসাইকেল তাদের স্ব জোরে ধাক্কা দিলে ঘটনাস্থলে দুইজন শিক্ষার্থী মারা যান। এসময় আরো দুই শিক্ষার্থী গুরুতর আহত হয়েছেন।
টেরিয়াল হাইওয়ে পুলিশের ওসি জাকির রাব্বানী গণমাধ্যমকে জানান, মোটরসাইকেলের চালক আব্দুল্লাহ নামের একজন আটক করা হয়েছে। নিহতদের মরদেহ আইনিপ্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে। দূর্ঘটনা কবলিত মোটরসাইকেল থানা হেফাজতে রয়েছে।
























































