জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ব্যবস্থার মানোন্নয়ন ও গবেষণার পরিবেশ শক্তিশালী করতে ৫ দফা দাবি উত্থাপন করেছে জাতীয় ছাত্রশক্তি জাবি শাখার নেতাকর্মীরা।
আজ বৃহস্পতিবার (৬ই নভেম্বর) দুপুর ২ টায় বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার ভবনে এ বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ছাত্রশক্তি নেতাদের সাথে সভায় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মাহফুজুর রহমান। আলোচনা শেষে উপ-উপাচার্য বরাবর ৫ দফা প্রস্তাব উত্থাপন করে সংগঠনটির নেতাকর্মীরা।
দাবিগুলো হলো —
১. থিসিস শিক্ষার্থীদের জন্য গবেষণা খাতে বরাদ্দ বৃদ্ধি করতে হবে।
২. শিক্ষক মূল্যায়ন পদ্ধতি প্রবর্তন করতে হবে।
৩. টিউটোরিয়াল ও চূড়ান্ত পরীক্ষাসহ সকল পরীক্ষার খাতা পুনর্মূল্যায়নের সুযোগ নিশ্চিত করতে হবে।
৪. সকল বিভাগে মানোন্নয়ন পরীক্ষা ব্যবস্থা চালু করতে হবে।
৫. শিক্ষক নিয়োগে ডেমো ক্লাস ও শিক্ষার্থীদের ফিডব্যাক গ্রহণ বাধ্যতামূলক করতে হবে।
এ বিষয়ে জাতীয় ছাত্রশক্তি জাবি শাখার সংগঠক এবং সরকার ও রাজনীতি বিভাগ ৫০ তম আবর্তনের শিক্ষার্থী জিয়া উদ্দীন আয়ান বলেন, “জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে থিসিস শিক্ষার্থীরা ১৪ হাজার এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ১০ হাজার টাকা গবেষণা প্রণোদনা পায়, অথচ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা পায় মাত্র ৭৪০ টাকা। এই বাস্তবতাই বুঝিয়ে দেয় আমাদের গবেষণাক্ষেত্রে কতটা পিছিয়ে আছে। গবেষণাভিত্তিক বিশ্ববিদ্যালয় গড়ে তুলতে হলে গবেষণা বরাদ্দ বৃদ্ধি, আধুনিক ল্যাব ব্যবস্থা ও একাডেমিক সংস্কার এখন সময়ের দাবি। আমাদের ৫ দফা দাবি শিক্ষার মানোন্নয়ন এবং শিক্ষার্থীদের ন্যায্য অধিকার নিশ্চিত করার লক্ষ্যে করা হয়েছে, যা দ্রুত বাস্তবায়নের জন্য আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতি আহ্বান জানাচ্ছি।”
জাতীয় ছাত্রশক্তি জাবি শাখার মুখপাত্র নাদিয়া রহমান অন্বেষা বলেন, “শিক্ষার্থীদের নিকট জবাবদিহি নিশ্চিত করতে হলে শিক্ষক মূল্যায়ন পদ্ধতি চালু করা জরুরি। পাশাপাশি শিক্ষক নিয়োগে ডেমো ক্লাস এবং শিক্ষার্থীদের ফিডব্যাক বাধ্যতামূলক করলে পাঠদানের মান স্বাভাবিকভাবেই উন্নত হবে। একইভাবে সকল বিভাগে মানোন্নয়ন পরীক্ষা চালু হলে শিক্ষার্থীরা তাদের শিখন-অর্জনের ঘাটতি পূরণের আরও সুযোগ পাবে। আমরা মানসম্মত শিক্ষা ও একটি সুস্থ একাডেমিক পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যেই এসব দাবি উত্থাপন করেছি।”
আগামী সপ্তাহে অনুষ্ঠিত হতে যাচ্ছে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের সভা। উত্থাপিত ৫ দফা প্রস্তাব বিশ্ববিদ্যালয়ের শিক্ষাদানের আধুনিকীকরণ ও শিক্ষার গুণগত মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা ব্যক্ত করছেন জাতীয় ছাত্রশক্তি জাবি শাখার নেতাকর্মীরা।






















































