বুধবার | ৫ নভেম্বর ২০২৫ | হেমন্তকাল
শিরোনাম :
Logo বাঁচতে চায় ব্লাড ক্যান্সারে আক্রান্ত কুবি শিক্ষার্থী প্রভা Logo ইসলামিক রিলিফ বাংলাদেশ ও বেরোবির মাঝে সমঝোতা স্বারক স্বাক্ষরিত Logo চাঁদপুরে পাসপোর্ট করতে এসে ২ রোহিঙ্গা নারী আটক Logo বাংলাদেশ থেকে শুভারম্ভন হলো ‘ফোবানার ৪০ তম বর্ষপূর্তি উৎসব আয়োজন Logo বাবার কবর জিয়ারতের মাধ্যমে নির্বাচনী প্রচারণা শুরু করলেন শেখ ফরিদ আহমেদ মানিক Logo চাঁদপুর জেলা ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের জরুরী সভা! Logo শ্লীলতাহানির মামলা করে ফের শ্লীলতাহানির শিকার ঝিনাইদহের নারী Logo ঝিনাইদহে পিকাপের ধাক্কায় নসিমন ড্রাইভার নিহত Logo ইবিতে সাংবাদিক মারধর—তিন শিক্ষার্থী বহিষ্কার, নয়জনকে সতর্ক বার্তা Logo হাপানীয়া যুব সংঘের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে ঝুড়ি বিতরণ

ইসলামিক রিলিফ বাংলাদেশ ও বেরোবির মাঝে সমঝোতা স্বারক স্বাক্ষরিত

‎আন্তজার্তিক দাতব্য সংস্থা ইসলামিক রিলিফ বাংলাদেশ এবং রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) মাঝে সমঝোতা স্বারক স্বাক্ষরিত হয়েছে।
‎০৫ নভেম্বর বুধবার দুপুর ১২ টায় প্রশাসনিক ভবনের সিন্ডিকেট কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে উভয় প্রতিষ্ঠানের প্রতিনিধিদের মধ্যে এটি স্বাক্ষরিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ড. মোঃ শওকত আলীর। উপাচার্যের উপস্থিতিতে ইসলামিক রিলিফ বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর জনাব তালহা জামাল এবং বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. মোঃ হারুন-অর-রশিদ চুক্তিতে স্বাক্ষর করেন।


‎ এই চুক্তির মাধ্যমে যৌথ গবেষণা কার্যক্রম প্রকল্প, উন্নয়নমূলক প্রশিক্ষণ এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের সম্পৃক্ত করে জ্ঞান বিনিময়ের উদ্যোগ নেওয়া হবে। এ সহযোগিতা থেকে উত্তরাঞ্চলের উন্নয়ন ও চ্যালেঞ্জ মোকাবিলায় সমাধান বের করার পাশাপাশি শিক্ষার্থীদের প্রায়োগিক জ্ঞান হাতে-কলমে শেখার সুযোগ সৃষ্টি হবে।

বেরোবির উপাচার্য অধ্যাপক ড. মো. শওকত আলী বলেন, এই চুক্তিটি আনুষ্ঠানিকভাবে রূপ দিতে পেরে আমরা আনন্দিত,” তিনি আরও বলেন, “এই সহযোগিতা আমাদের শিক্ষার্থী এবং অনুষদের জন্য নতুন দিগন্ত উন্মোচন করবে, যা তাদের জ্ঞানকে বাস্তব বিশ্বের চ্যালেঞ্জগুলিতে প্রয়োগ করতে এবং সামাজিক অগ্রগতিতে অর্থপূর্ণ অবদান রাখতে সাহায্য করবে।”

সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. নজরুল ইসলাম বলেন, আমরা আশা করি বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় এবং ইসলামিক রিলিফ বাংলাদেশের মধ্যে স্বাক্ষরিত এই সমঝোতা স্মারক স্বাক্ষর শিক্ষার্থীদের জন্য ভালো ফলাফল বয়ে আনবে।

‎ইসলামিক রিলিফ বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর তালহা জামাল বলেন, “দারিদ্র্য বিমোচন, মাঠ পর্যায়ের অনুসন্ধান এবং দারিদ্র্য বিমোচন সম্পর্কিত ইসলামিক রিলিফ বাংলাদেশ মডেল থেকে অত্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও অন্যান্য অংশীজন উপকৃত হতে পারবেন। তাত্ত্বিক এবং প্রায়োগিক জ্ঞানের সমন্বয়ে অর্জিত জ্ঞান ও গবেষণা উভয় প্রতিষ্ঠানের অংশীদারিত্বকে অনন্য মাত্রায় নিয়ে যাবে।

‎অনুষ্ঠানে সামাজিক বিজ্ঞান অনুষদের সম্মানিত ডিন ডঃ মোঃ নজরুল ইসলাম এবং অনুষদের বিভিন্নবিভাগের শিক্ষকরা উপস্থিত ছিলেন। এছারাও ইসলামিক রিলিফ বাংলাদেশের প্রতিনিধিত্বকারী একটি সিনিয়র প্রতিনিধি দলে ছিলেন, যার মধ্যে ছিলেন মোঃ এনামুল হক সরকার (প্রোগ্রাম প্রধান), শাহিনুল হাসান (প্রোগ্রাম সমন্বয়কারী, অর্থনৈতিক ক্ষমতায়ন ও শাসন), ডঃ মোঃ কামরুল ইসলাম প্রকল্প ব্যবস্থাপক এবং শাহাজাদা শরীফ প্রকল্প সমন্বয়কারী সহ সাংবাদিকরাও উপস্থিত ছিলেন। ইসলামিক রিলিফ ওয়ার্ল্ডওয়াইড একটি আন্তর্জাতিক মানবিক উন্নয়ন সংস্থা। এটি ১৯৮৪ সালে যুক্তরাজ্যের বার্মিংহামে প্রতিষ্ঠিত হয় এবং বর্তমানে ৪৫টি দেশে এর কার্যক্রম রয়েছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

বাঁচতে চায় ব্লাড ক্যান্সারে আক্রান্ত কুবি শিক্ষার্থী প্রভা

ইসলামিক রিলিফ বাংলাদেশ ও বেরোবির মাঝে সমঝোতা স্বারক স্বাক্ষরিত

আপডেট সময় : ০৮:১৯:৫৬ অপরাহ্ণ, বুধবার, ৫ নভেম্বর ২০২৫

‎আন্তজার্তিক দাতব্য সংস্থা ইসলামিক রিলিফ বাংলাদেশ এবং রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) মাঝে সমঝোতা স্বারক স্বাক্ষরিত হয়েছে।
‎০৫ নভেম্বর বুধবার দুপুর ১২ টায় প্রশাসনিক ভবনের সিন্ডিকেট কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে উভয় প্রতিষ্ঠানের প্রতিনিধিদের মধ্যে এটি স্বাক্ষরিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ড. মোঃ শওকত আলীর। উপাচার্যের উপস্থিতিতে ইসলামিক রিলিফ বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর জনাব তালহা জামাল এবং বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. মোঃ হারুন-অর-রশিদ চুক্তিতে স্বাক্ষর করেন।


‎ এই চুক্তির মাধ্যমে যৌথ গবেষণা কার্যক্রম প্রকল্প, উন্নয়নমূলক প্রশিক্ষণ এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের সম্পৃক্ত করে জ্ঞান বিনিময়ের উদ্যোগ নেওয়া হবে। এ সহযোগিতা থেকে উত্তরাঞ্চলের উন্নয়ন ও চ্যালেঞ্জ মোকাবিলায় সমাধান বের করার পাশাপাশি শিক্ষার্থীদের প্রায়োগিক জ্ঞান হাতে-কলমে শেখার সুযোগ সৃষ্টি হবে।

বেরোবির উপাচার্য অধ্যাপক ড. মো. শওকত আলী বলেন, এই চুক্তিটি আনুষ্ঠানিকভাবে রূপ দিতে পেরে আমরা আনন্দিত,” তিনি আরও বলেন, “এই সহযোগিতা আমাদের শিক্ষার্থী এবং অনুষদের জন্য নতুন দিগন্ত উন্মোচন করবে, যা তাদের জ্ঞানকে বাস্তব বিশ্বের চ্যালেঞ্জগুলিতে প্রয়োগ করতে এবং সামাজিক অগ্রগতিতে অর্থপূর্ণ অবদান রাখতে সাহায্য করবে।”

সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. নজরুল ইসলাম বলেন, আমরা আশা করি বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় এবং ইসলামিক রিলিফ বাংলাদেশের মধ্যে স্বাক্ষরিত এই সমঝোতা স্মারক স্বাক্ষর শিক্ষার্থীদের জন্য ভালো ফলাফল বয়ে আনবে।

‎ইসলামিক রিলিফ বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর তালহা জামাল বলেন, “দারিদ্র্য বিমোচন, মাঠ পর্যায়ের অনুসন্ধান এবং দারিদ্র্য বিমোচন সম্পর্কিত ইসলামিক রিলিফ বাংলাদেশ মডেল থেকে অত্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও অন্যান্য অংশীজন উপকৃত হতে পারবেন। তাত্ত্বিক এবং প্রায়োগিক জ্ঞানের সমন্বয়ে অর্জিত জ্ঞান ও গবেষণা উভয় প্রতিষ্ঠানের অংশীদারিত্বকে অনন্য মাত্রায় নিয়ে যাবে।

‎অনুষ্ঠানে সামাজিক বিজ্ঞান অনুষদের সম্মানিত ডিন ডঃ মোঃ নজরুল ইসলাম এবং অনুষদের বিভিন্নবিভাগের শিক্ষকরা উপস্থিত ছিলেন। এছারাও ইসলামিক রিলিফ বাংলাদেশের প্রতিনিধিত্বকারী একটি সিনিয়র প্রতিনিধি দলে ছিলেন, যার মধ্যে ছিলেন মোঃ এনামুল হক সরকার (প্রোগ্রাম প্রধান), শাহিনুল হাসান (প্রোগ্রাম সমন্বয়কারী, অর্থনৈতিক ক্ষমতায়ন ও শাসন), ডঃ মোঃ কামরুল ইসলাম প্রকল্প ব্যবস্থাপক এবং শাহাজাদা শরীফ প্রকল্প সমন্বয়কারী সহ সাংবাদিকরাও উপস্থিত ছিলেন। ইসলামিক রিলিফ ওয়ার্ল্ডওয়াইড একটি আন্তর্জাতিক মানবিক উন্নয়ন সংস্থা। এটি ১৯৮৪ সালে যুক্তরাজ্যের বার্মিংহামে প্রতিষ্ঠিত হয় এবং বর্তমানে ৪৫টি দেশে এর কার্যক্রম রয়েছে।