বুধবার | ২১ জানুয়ারি ২০২৬ | শীতকাল
শিরোনাম :
Logo কালিগঞ্জে দুর্ধর্ষ ডাকাত ইয়ার আলীর দুই সহযোগী গ্রেফতার Logo ভেঙ্গে পরেছে পলাশবাড়ী উপজেলার প্রশাসনিক ব্যবস্থা! কর্মস্থলে নেই কর্মকর্তারা!জন সেবায় চরম ভোগান্তি Logo চাঁদপুরে মহাসড়ক দখল করে বেপরোয়া অবৈধ বালু ব্যবসা: বিপর্যস্ত জনজীবন Logo হিন্দু-মুসলিম-খ্রিষ্টান এক কাতারে—৫ নং ওয়ার্ডে ৮ দফা ও ফ্যামিলি কার্ড আলোচনা Logo চাঁদপুরে ভোক্তা অধিকার ও সেনাবাহিনীর যৌথ অভিযানে ২০ হাজার টাকা জরিমানা Logo খুবিতে নাগরিক সচেতনতা ও তথ্য যাচাই শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত Logo পলাশবাড়ীতে পিতার দায়েরকৃত মামলায় কুলাঙ্গার সন্তান গ্রেফতার Logo গণভোট ২০২৬ উপলক্ষে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চাঁদপুরে অবহিতকরণ সভা Logo শরীফ ওসমান হাদী: নৈতিক সাহস ও রাজনৈতিক দায়বদ্ধতা  Logo মোটরসাইকেল দুর্ঘটনায় সবজি ব্যবসায়ী নিহত

ছাত্রী হলে খাবার ও পানি সমস্যায় চরম ভোগান্তিতে খুবি শিক্ষার্থীরা

অস্বাস্থ্যকর পানি ও খাবারসহ নানান সমস্যায় জর্জরিত খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) অপরাজিতা হল। হলের নিম্নমানের খাবার, দূষিত পানি এবং রুমের সীমিত আসনসংখ্যার কারণে শিক্ষার্থীরা চরম ভোগান্তির শিকার হচ্ছেন।
সরেজমিনে দেখা যায়, হলটির টয়লেটের পরিবেশ অত্যন্ত অস্বাস্থ্যকর। পানির সঙ্গে ছোট ছোট পোকামাকড় বের হচ্ছে। ক্যানটিনের খাবারের মানও নিম্নমানের, বেশিরভাগ সময় খাবারগুলো ঢেকে রাখা হয় না, ফলে তাতে মাছি পড়ে। এতে, হলের ছাত্রীরা স্বাস্থঝুকিতে রয়েছেন বলে অভিযোগ উঠছে।
সম্প্রতি হলটির এক ছাত্রী সামাজিক যোগাযোগ মাধ্যমে লেখেন, শিক্ষার্থীদের দৈনন্দিন কাজে ব্যবহৃত পানিতে পোকা ও ময়লা পাওয়া যাচ্ছে। কয়েক মাস ধরেই অপরাজিতা হলের শিক্ষার্থীরা এই পানির সমস্যায় ভুগছেন। এমন অস্বাস্থ্যকর পানি ব্যবহার করতে গিয়ে অনেকে এলার্জি ও বিভিন্ন চর্মরোগে আক্রান্ত হচ্ছেন। ওযু, গোসল বা থালাবাসন ধোয়ার সময় এই পানি ব্যবহারে শিক্ষার্থীরা গুরুতর স্বাস্থ্যঝুঁকিতে পড়ছেন। বিশেষ করে নারী শিক্ষার্থীদের ইউরিন ইনফেকশনসহ দীর্ঘমেয়াদি রোগে আক্রান্ত হওয়ার আশঙ্কা বাড়ছে।
উল্লেখ্য, ২০২২ সালের ১৬ আগস্ট হলের সামনে আন্দোলনে শিক্ষার্থীরা পানির স্থায়ী সমাধান দাবি করেছিলেন। তখনকার প্রভোস্ট কমিটি সাময়িকভাবে ট্যাংক ও পাইপ পরিষ্কার করে সমস্যার আংশিক সমাধান করলেও বর্তমানে আবারও একই সমস্যা দেখা দিয়েছে। শিক্ষার্থীদের অভিযোগ, বিষয়টি একাধিকবার জানানো হলেও এখনো কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।
খাবারের মান নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন অপরাজিতা হলের আবাসিক শিক্ষার্থী কানিজ ফাতেমা। তিনি বলেন, ক্যানটিনের খাবারের মান একদমই ভালো নয়। অতিরিক্ত ঝালের কারণে গ্যাস্ট্রিকের সমস্যা হয় আমি নিজেও এই খাবার খেয়ে অসুস্থ হয়ে পড়েছি। প্রায় সময় দেখা যায়, খাবারগুলো ঢাকা থাকে না, ফলে মাছি পড়ে। রান্নার জায়গা ও শাকসবজি ধোয়ার পরিবেশও অত্যন্ত নোংরা। শুধু খাবারের মানই নয়, এখন খাবারের পরিমাণও দিন দিন কমিয়ে দেওয়া হচ্ছে।
ক্ষোভ প্রকাশ করে একাধিক শিক্ষার্থী বলেন, পানি পরিষ্কার করা হলেও কয়েকদিন পরই আবার আগের অবস্থায় ফিরে যায়। বাংলা ডিসিপ্লিনের তৃতীয় বর্ষের শিক্ষার্থী রুই পাই সং মারমা জানান, পানি পরিষ্কার করার দুই তিন দিন পরই আবার পানি থেকে ছোট ছোট পোকা বের হতে থাকে, যা এখন ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে। এভাবে চলতে থাকলে আমরা নানা ধরনের স্বাস্থ্যসমস্যায় ভুগতে পারি। তাই আমরা দ্রুত এই সমস্যার স্থায়ী সমাধান চাই।
বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা কেন্দ্রের চিফ মেডিকেল অফিসার ডা. কানিজ ফাহমিদা বলেন, অস্বাস্থ্যকর পানি ব্যবহারে পানিবাহিত রোগ, ত্বকের সমস্যা, স্ক্যাবিস ও নানা ধরনের অ্যালার্জিজনিত রোগের ঝুঁকি বাড়ে। দীর্ঘদিন এমন ময়লা ও পোকামাকড়যুক্ত পানি ব্যবহার করলে এসব রোগের আশঙ্কা বহুগুণে বৃদ্ধি পায়। দ্রুত ব্যবস্থা না নিলে শিক্ষার্থীদের মধ্যে এ ধরনের রোগ দেখা দিতে পারে।
এ বিষয়ে হলটির প্রভোস্ট  প্রফেসর ডা.আরিফা শারমিন বলেন, হলটি পুরনো, তাই ট্যাংক ও পাইপ নষ্ট। নিয়মিত পরিষ্কার করলেও কিছুদিন পর আবার সমস্যা হয়। উপাচার্য স্যার পাইপ পরিবর্তনের বাজেটের আশ্বাস দিয়েছেন। আপাতত ছাঁকনি ব্যবহারের পরামর্শ ও সাবমার্সিবল পাম্প স্থাপনের পরিকল্পনা আছে। তিনি আরও বলেন, শিক্ষার্থীরা রান্না করায় ময়লা বেশি হয়। সকালে ক্লিনাররা সরালেও দুপুর-রাতের আবর্জনা জমে থাকে। টয়লেট প্রসঙ্গে জানান, প্রতিদিন দুইবার পরিষ্কার করা হয়, তবে নিচতলা মোজাইক হওয়ায় স্যাঁতসেঁতে লাগে।
এ প্রসঙ্গে বিশ্ববিদ্যালয়ের হল প্রভোস্ট কাউন্সিলের সভাপতি প্রফেসর ড. খসরুল আলম বলেন, নতুন করে পাইপ লাগানোর পরিকল্পনা রয়েছে, তাতে হয়তো দুই তিন মাস সময় লাগবে। এবং পরিষ্কার নিয়মিত  করা হচ্ছে।
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কালিগঞ্জে দুর্ধর্ষ ডাকাত ইয়ার আলীর দুই সহযোগী গ্রেফতার

ছাত্রী হলে খাবার ও পানি সমস্যায় চরম ভোগান্তিতে খুবি শিক্ষার্থীরা

আপডেট সময় : ০৭:৩৪:২১ অপরাহ্ণ, বুধবার, ২২ অক্টোবর ২০২৫
অস্বাস্থ্যকর পানি ও খাবারসহ নানান সমস্যায় জর্জরিত খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) অপরাজিতা হল। হলের নিম্নমানের খাবার, দূষিত পানি এবং রুমের সীমিত আসনসংখ্যার কারণে শিক্ষার্থীরা চরম ভোগান্তির শিকার হচ্ছেন।
সরেজমিনে দেখা যায়, হলটির টয়লেটের পরিবেশ অত্যন্ত অস্বাস্থ্যকর। পানির সঙ্গে ছোট ছোট পোকামাকড় বের হচ্ছে। ক্যানটিনের খাবারের মানও নিম্নমানের, বেশিরভাগ সময় খাবারগুলো ঢেকে রাখা হয় না, ফলে তাতে মাছি পড়ে। এতে, হলের ছাত্রীরা স্বাস্থঝুকিতে রয়েছেন বলে অভিযোগ উঠছে।
সম্প্রতি হলটির এক ছাত্রী সামাজিক যোগাযোগ মাধ্যমে লেখেন, শিক্ষার্থীদের দৈনন্দিন কাজে ব্যবহৃত পানিতে পোকা ও ময়লা পাওয়া যাচ্ছে। কয়েক মাস ধরেই অপরাজিতা হলের শিক্ষার্থীরা এই পানির সমস্যায় ভুগছেন। এমন অস্বাস্থ্যকর পানি ব্যবহার করতে গিয়ে অনেকে এলার্জি ও বিভিন্ন চর্মরোগে আক্রান্ত হচ্ছেন। ওযু, গোসল বা থালাবাসন ধোয়ার সময় এই পানি ব্যবহারে শিক্ষার্থীরা গুরুতর স্বাস্থ্যঝুঁকিতে পড়ছেন। বিশেষ করে নারী শিক্ষার্থীদের ইউরিন ইনফেকশনসহ দীর্ঘমেয়াদি রোগে আক্রান্ত হওয়ার আশঙ্কা বাড়ছে।
উল্লেখ্য, ২০২২ সালের ১৬ আগস্ট হলের সামনে আন্দোলনে শিক্ষার্থীরা পানির স্থায়ী সমাধান দাবি করেছিলেন। তখনকার প্রভোস্ট কমিটি সাময়িকভাবে ট্যাংক ও পাইপ পরিষ্কার করে সমস্যার আংশিক সমাধান করলেও বর্তমানে আবারও একই সমস্যা দেখা দিয়েছে। শিক্ষার্থীদের অভিযোগ, বিষয়টি একাধিকবার জানানো হলেও এখনো কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।
খাবারের মান নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন অপরাজিতা হলের আবাসিক শিক্ষার্থী কানিজ ফাতেমা। তিনি বলেন, ক্যানটিনের খাবারের মান একদমই ভালো নয়। অতিরিক্ত ঝালের কারণে গ্যাস্ট্রিকের সমস্যা হয় আমি নিজেও এই খাবার খেয়ে অসুস্থ হয়ে পড়েছি। প্রায় সময় দেখা যায়, খাবারগুলো ঢাকা থাকে না, ফলে মাছি পড়ে। রান্নার জায়গা ও শাকসবজি ধোয়ার পরিবেশও অত্যন্ত নোংরা। শুধু খাবারের মানই নয়, এখন খাবারের পরিমাণও দিন দিন কমিয়ে দেওয়া হচ্ছে।
ক্ষোভ প্রকাশ করে একাধিক শিক্ষার্থী বলেন, পানি পরিষ্কার করা হলেও কয়েকদিন পরই আবার আগের অবস্থায় ফিরে যায়। বাংলা ডিসিপ্লিনের তৃতীয় বর্ষের শিক্ষার্থী রুই পাই সং মারমা জানান, পানি পরিষ্কার করার দুই তিন দিন পরই আবার পানি থেকে ছোট ছোট পোকা বের হতে থাকে, যা এখন ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে। এভাবে চলতে থাকলে আমরা নানা ধরনের স্বাস্থ্যসমস্যায় ভুগতে পারি। তাই আমরা দ্রুত এই সমস্যার স্থায়ী সমাধান চাই।
বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা কেন্দ্রের চিফ মেডিকেল অফিসার ডা. কানিজ ফাহমিদা বলেন, অস্বাস্থ্যকর পানি ব্যবহারে পানিবাহিত রোগ, ত্বকের সমস্যা, স্ক্যাবিস ও নানা ধরনের অ্যালার্জিজনিত রোগের ঝুঁকি বাড়ে। দীর্ঘদিন এমন ময়লা ও পোকামাকড়যুক্ত পানি ব্যবহার করলে এসব রোগের আশঙ্কা বহুগুণে বৃদ্ধি পায়। দ্রুত ব্যবস্থা না নিলে শিক্ষার্থীদের মধ্যে এ ধরনের রোগ দেখা দিতে পারে।
এ বিষয়ে হলটির প্রভোস্ট  প্রফেসর ডা.আরিফা শারমিন বলেন, হলটি পুরনো, তাই ট্যাংক ও পাইপ নষ্ট। নিয়মিত পরিষ্কার করলেও কিছুদিন পর আবার সমস্যা হয়। উপাচার্য স্যার পাইপ পরিবর্তনের বাজেটের আশ্বাস দিয়েছেন। আপাতত ছাঁকনি ব্যবহারের পরামর্শ ও সাবমার্সিবল পাম্প স্থাপনের পরিকল্পনা আছে। তিনি আরও বলেন, শিক্ষার্থীরা রান্না করায় ময়লা বেশি হয়। সকালে ক্লিনাররা সরালেও দুপুর-রাতের আবর্জনা জমে থাকে। টয়লেট প্রসঙ্গে জানান, প্রতিদিন দুইবার পরিষ্কার করা হয়, তবে নিচতলা মোজাইক হওয়ায় স্যাঁতসেঁতে লাগে।
এ প্রসঙ্গে বিশ্ববিদ্যালয়ের হল প্রভোস্ট কাউন্সিলের সভাপতি প্রফেসর ড. খসরুল আলম বলেন, নতুন করে পাইপ লাগানোর পরিকল্পনা রয়েছে, তাতে হয়তো দুই তিন মাস সময় লাগবে। এবং পরিষ্কার নিয়মিত  করা হচ্ছে।