শনিবার (১১ অক্টোবর ২০২৫) দুপুর সাড়ে ১২টার দিকে চুয়াডাঙ্গা বিজিবি ব্যাটালিয়নের (৬ বিজিবি) সামনে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহত মাহফুজুর রহমান সদর উপজেলার হাজরাহাটি গ্রামের হাজী ইউনুস আলীর ছেলে। তিনি পেশায় ফ্রিল্যান্সার ছিলেন এবং অবিবাহিত।
পরিবার জানায়, বন্ধুর বিয়ের দাওয়াতে যোগ দিতে দুই বন্ধু মোটরসাইকেলযোগে দর্শনার উদ্দেশ্যে রওনা হয়েছিলেন মাহফুজুর। পথে ঘটে এই দুর্ঘটনা।
প্রত্যক্ষদর্শীরা জানান, ঝিনাইদহ থেকে চুয়াডাঙ্গামুখী “খান পরিবহন”-এর একটি বাস বিজিবি হাসপাতালের সামনে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে প্রাচীর ভেঙ্গে ভিতরে ঢুকে যায়। এতে বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। একই সঙ্গে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি ব্যাটারি চালিত ইজিবাইককেও চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেলচালক মাহফুজুর রহমান নিহত হন এবং বাসের তিন যাত্রী আহত হন। দুর্ঘটনার পর বাসচালক ও হেলপার পালিয়ে যায়।