শনিবার | ২৯ নভেম্বর ২০২৫ | হেমন্তকাল
শিরোনাম :
Logo খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনায় দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন প্রধান উপদেষ্টা Logo টেকনাফে বিজিবির অভিযানে আগ্নেয়াস্ত্রসহ একজন সন্ত্রাসী আটক Logo মহেশখালীতে কোস্ট গার্ডের অভিযানে দেশীয় আগ্নেয়াস্ত্র, গোলা-বারুদ ও আগ্নেয়াস্ত্র তৈরির সরঞ্জামাদিসহ আগ্নেয়াস্ত্র তৈরির কারিগর আটক: Logo সাতক্ষীরা-০২ এ ধানের শীষের জয়ে নতুন অধ্যায়—বিএনপির একতাবদ্ধ ঘোষণা Logo বুটেক্স অ্যালামনাই ইউএসএ-এর আত্মপ্রকাশ: যুক্তরাষ্ট্রে টেক্সটাইল ইঞ্জিনিয়ারদের মিলনমেলা ও কমিটি গঠন Logo বুটেক্সের প্রথম সমাবর্তন আগামী ২৭ ডিসেম্বর Logo রাবিতে ইলা মিত্রকে নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত Logo নোবিপ্রবির সঙ্গে তুরস্কের রিসেপ তাইয়েপ এরদোয়ান বিশ্ববিদ্যালয়ের সমঝোতা স্মারক স্বাক্ষর Logo নোবিপ্রবিতে গবেষণা, বৈশ্বিক র‌্যাঙ্কিং এবং সরকারের নীতিনির্ধারকদের করণীয় শীর্ষক প্রশিক্ষণ Logo রাবি ময়মনসিংহ জেলা সমিতির নতুন কমিটি ঘোষণা

মতলব উত্তর উপজেলা জাকের পার্টির পথসভা ও র‍্যালি নির্বাচনে স্বচ্ছতা ও লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে হবেঃ মোঃওবায়েদ মোল্লা

জাকের পার্টির চেয়ারম্যান মোস্তফা আমীর ফয়সলের নির্দেশে কেন্দ্রীয় কর্মসূচীর ধারাবাহিকতার অংশ হিসেবে জাকের পার্টি ও সকল সহযোগী সংগঠনের যৌথ উদ্যোগে মতলব উত্তর উপজেলা পথসভা ও র‍্যালি
অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২৮ সেপ্টেম্বর) সকালে মতলব উত্তর উপজেলা ছেঙ্গারচর বাজার থেকে নেতাকর্মীদের নিয়ে র‍্যালিটি বের হয়ে উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন।

এ সময় ছেঙ্গারচর বাজার, ষাটনল কুনো মার্কেট, বেলতলী বাজার, কালির বাজার, দুর্গাপুর বাজার, নন্দলালপুর বাজার, সাহেব বাজার, রসুলপুর, নতুন বাজার, একলাশপুর মোহনপুর, দশআনী বাজার ও শিকিরচর
পথসভা অনুষ্ঠিত হয়।

পথসভায় প্রধান অতিথির বক্তব্য দেন জাকের পার্টি সাহিত্য ও সাংস্কৃতিক ফ্রন্টের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ও চাঁদপুর উত্তর সাংগঠনিক জেলার সভাপতি ওবায়েদ মোল্লা।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন ‘জাকের পার্টি একটি নির্বাচনমুখী দল। কোনো জোটে নয়, এককভাবে নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আসতে চায়। জাকের পার্টি কখনো হত্যা, ভাঙচুর বা লুটপাটে বিশ্বাস করে না। রাষ্ট্রক্ষমতায় এলে মানুষের অর্থনৈতিক মুক্তি ঘটবে, মাথাপিছু আয় বৃদ্ধি পাবে। এ সময় তিনি দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে গোলাপের সুভাষ ছড়িয়ে দিতে’ জাকের পার্টির ছায়াতলে আসার আহ্বান জানান।
তিনি বলেন, বাংলাদেশের অন্যতম বৃহত্তর একটি রাজনৈতিক দল হিসেবে জাকের পার্টির নির্বাচনী প্রস্তুতি সবসময় থাকে। পরিবেশ পরিস্থিতি দেখে জাকের পার্টি অবশ্যই সিদ্ধান্ত নেবে। তবে ৩০০ আসনেই প্রতিদ্বন্দ্বিতা করার মতো প্রস্তুতি ও সামর্থ্য জাকের পার্টির সবসময় আছে। জাকের পার্টির প্রতিষ্ঠা হয়েছে ৩৫ বছর। এই ৩৫ বছরে জাকের পার্টি যতগুলো নির্বাচনে অংশগ্রহণ করেছে শুধুমাত্র দেশ ও জাতির স্বার্থে এককভাবে নির্বাচনে অংশগ্রহণ করেছে। জাতীয় স্বার্থে কখনো কখনো আদর্শগত ও ইস্যুগত ভাবে কারো না কারো সঙ্গে সংযুক্ত হলেও জোটবদ্ধ হইনি। আমরা সবার সঙ্গে সুসম্পর্ক চাই, যে দলগুলো জনগণের কথা বলে, জনগণের স্বার্থের কথা বলে, দেশ ও জাতির কথা বলে তাদের প্রতি আমাদের যথেষ্ট সম্মান আছে। সকল দলের সঙ্গে কুটনৈতিক প্রক্রিয়ার মাধ্যমে সুসম্পর্ক রাখতে চাই। তবে আমরা কখনো কারোর সাথে জোটবদ্ধ হইনি এবং আদর্শের জায়গায় চুল পরিমাণ বিচ্যুত হব না।

তিনি আরও বলেন, জাকের পার্টি চায় এবারের নির্বাচন জনগণের চাওয়া পাওয়ার নির্বাচন হোক। জনগণের পছন্দের নির্বাচন হোক। জনগণের সত্যিকারের আস্থার নির্বাচন হোক। একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও সর্বজন গ্রহণযোগ্য, অংশগ্রহণমূলক উৎসবমুখর পরিবেশ নির্বাচন অনুষ্ঠানে একটি স্বাধীন নির্বাচন কমিশন গঠন করতে হবে। এবারের জাতীয় নির্বাচনের গুণগত পরিবর্তন করতে হবে। প্রার্থী নির্বাচনের ক্ষেত্রেও প্রতিটি দলের গুণগত পরিবর্তন আনতে হবে।

মতলব উত্তর উপজেলা জাকের পার্টির সভাপতি‌ মোঃ দুলাল হোসেন খানের সভাপতিত্বে ও চাঁদপুর উত্তর ছাত্র ফ্রন্টের শিক্ষা ও গবেষণা বিষয়ক সম্পাদক সিয়াম হোসেন খানের সঞ্চালনায় বক্তব্য দেন জাকের পার্টি চাঁদপুর উত্তর এর সাধারণ সম্পাদক মোঃ শুক্কুর আলম,  সাংগঠনিক সম্পাদক হাসান মাহমুদ তুহিন, যুগ্ম সাধারণ সম্পাদক মৌলভী মুক্তার হোসেন, জাকের পার্টি ছাত্রফ্রন্ট কুমিল্লা সাংগঠনিক বিভাগের সভাপতি মোঃ আনোয়ার হোসেন রুবেল, চাঁদপুর উত্তর সাংগঠনিক জেলার সভাপতি মোঃ মোর্শেদ সরকার,মতলব উত্তর ছাত্রফ্রন্টের সভাপতি মোঃ ডালিম সরকার,  মতলব উত্তর উপজেলা জাকের পার্টির সাধারণ সম্পাদক মইনুল ইসলাম রাজীব, সাংগঠনিক সম্পাদক শাহ আলম, যুব ফ্রন্টের সভাপতি দেলোয়ার হোসেন রাশেদ, কৃষক ফ্রন্টের সাংগঠনিক সম্পাদক জমির ভূঁইয়া, যুব স্বেচ্ছাসেবক ফ্রন্টের সাংগঠনিক সম্পাদক সবুজ ছৈয়াল প্রমুখ।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনায় দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন প্রধান উপদেষ্টা

মতলব উত্তর উপজেলা জাকের পার্টির পথসভা ও র‍্যালি নির্বাচনে স্বচ্ছতা ও লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে হবেঃ মোঃওবায়েদ মোল্লা

আপডেট সময় : ০৬:৪৮:২৮ অপরাহ্ণ, রবিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৫

জাকের পার্টির চেয়ারম্যান মোস্তফা আমীর ফয়সলের নির্দেশে কেন্দ্রীয় কর্মসূচীর ধারাবাহিকতার অংশ হিসেবে জাকের পার্টি ও সকল সহযোগী সংগঠনের যৌথ উদ্যোগে মতলব উত্তর উপজেলা পথসভা ও র‍্যালি
অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২৮ সেপ্টেম্বর) সকালে মতলব উত্তর উপজেলা ছেঙ্গারচর বাজার থেকে নেতাকর্মীদের নিয়ে র‍্যালিটি বের হয়ে উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন।

এ সময় ছেঙ্গারচর বাজার, ষাটনল কুনো মার্কেট, বেলতলী বাজার, কালির বাজার, দুর্গাপুর বাজার, নন্দলালপুর বাজার, সাহেব বাজার, রসুলপুর, নতুন বাজার, একলাশপুর মোহনপুর, দশআনী বাজার ও শিকিরচর
পথসভা অনুষ্ঠিত হয়।

পথসভায় প্রধান অতিথির বক্তব্য দেন জাকের পার্টি সাহিত্য ও সাংস্কৃতিক ফ্রন্টের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ও চাঁদপুর উত্তর সাংগঠনিক জেলার সভাপতি ওবায়েদ মোল্লা।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন ‘জাকের পার্টি একটি নির্বাচনমুখী দল। কোনো জোটে নয়, এককভাবে নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আসতে চায়। জাকের পার্টি কখনো হত্যা, ভাঙচুর বা লুটপাটে বিশ্বাস করে না। রাষ্ট্রক্ষমতায় এলে মানুষের অর্থনৈতিক মুক্তি ঘটবে, মাথাপিছু আয় বৃদ্ধি পাবে। এ সময় তিনি দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে গোলাপের সুভাষ ছড়িয়ে দিতে’ জাকের পার্টির ছায়াতলে আসার আহ্বান জানান।
তিনি বলেন, বাংলাদেশের অন্যতম বৃহত্তর একটি রাজনৈতিক দল হিসেবে জাকের পার্টির নির্বাচনী প্রস্তুতি সবসময় থাকে। পরিবেশ পরিস্থিতি দেখে জাকের পার্টি অবশ্যই সিদ্ধান্ত নেবে। তবে ৩০০ আসনেই প্রতিদ্বন্দ্বিতা করার মতো প্রস্তুতি ও সামর্থ্য জাকের পার্টির সবসময় আছে। জাকের পার্টির প্রতিষ্ঠা হয়েছে ৩৫ বছর। এই ৩৫ বছরে জাকের পার্টি যতগুলো নির্বাচনে অংশগ্রহণ করেছে শুধুমাত্র দেশ ও জাতির স্বার্থে এককভাবে নির্বাচনে অংশগ্রহণ করেছে। জাতীয় স্বার্থে কখনো কখনো আদর্শগত ও ইস্যুগত ভাবে কারো না কারো সঙ্গে সংযুক্ত হলেও জোটবদ্ধ হইনি। আমরা সবার সঙ্গে সুসম্পর্ক চাই, যে দলগুলো জনগণের কথা বলে, জনগণের স্বার্থের কথা বলে, দেশ ও জাতির কথা বলে তাদের প্রতি আমাদের যথেষ্ট সম্মান আছে। সকল দলের সঙ্গে কুটনৈতিক প্রক্রিয়ার মাধ্যমে সুসম্পর্ক রাখতে চাই। তবে আমরা কখনো কারোর সাথে জোটবদ্ধ হইনি এবং আদর্শের জায়গায় চুল পরিমাণ বিচ্যুত হব না।

তিনি আরও বলেন, জাকের পার্টি চায় এবারের নির্বাচন জনগণের চাওয়া পাওয়ার নির্বাচন হোক। জনগণের পছন্দের নির্বাচন হোক। জনগণের সত্যিকারের আস্থার নির্বাচন হোক। একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও সর্বজন গ্রহণযোগ্য, অংশগ্রহণমূলক উৎসবমুখর পরিবেশ নির্বাচন অনুষ্ঠানে একটি স্বাধীন নির্বাচন কমিশন গঠন করতে হবে। এবারের জাতীয় নির্বাচনের গুণগত পরিবর্তন করতে হবে। প্রার্থী নির্বাচনের ক্ষেত্রেও প্রতিটি দলের গুণগত পরিবর্তন আনতে হবে।

মতলব উত্তর উপজেলা জাকের পার্টির সভাপতি‌ মোঃ দুলাল হোসেন খানের সভাপতিত্বে ও চাঁদপুর উত্তর ছাত্র ফ্রন্টের শিক্ষা ও গবেষণা বিষয়ক সম্পাদক সিয়াম হোসেন খানের সঞ্চালনায় বক্তব্য দেন জাকের পার্টি চাঁদপুর উত্তর এর সাধারণ সম্পাদক মোঃ শুক্কুর আলম,  সাংগঠনিক সম্পাদক হাসান মাহমুদ তুহিন, যুগ্ম সাধারণ সম্পাদক মৌলভী মুক্তার হোসেন, জাকের পার্টি ছাত্রফ্রন্ট কুমিল্লা সাংগঠনিক বিভাগের সভাপতি মোঃ আনোয়ার হোসেন রুবেল, চাঁদপুর উত্তর সাংগঠনিক জেলার সভাপতি মোঃ মোর্শেদ সরকার,মতলব উত্তর ছাত্রফ্রন্টের সভাপতি মোঃ ডালিম সরকার,  মতলব উত্তর উপজেলা জাকের পার্টির সাধারণ সম্পাদক মইনুল ইসলাম রাজীব, সাংগঠনিক সম্পাদক শাহ আলম, যুব ফ্রন্টের সভাপতি দেলোয়ার হোসেন রাশেদ, কৃষক ফ্রন্টের সাংগঠনিক সম্পাদক জমির ভূঁইয়া, যুব স্বেচ্ছাসেবক ফ্রন্টের সাংগঠনিক সম্পাদক সবুজ ছৈয়াল প্রমুখ।