ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে বাস ভাঙচুরের ঘটনায় পাঁচ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে সাময়িক বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এদের মধ্যে দুইজনকে এক বছর এবং তিনজনকে ছয় মাসের জন্য বহিষ্কার করা হয়েছে।
শনিবার ভারপ্রাপ্ত রেজিস্টার অধ্যাপক ড. মনজুরুল হক স্বাক্ষরিত তিনটি পৃথক অফিস আদেশে এ তথ্য জানা যায়। ২৮ আগস্ট বিশ্ববিদ্যালয়ের ২৭০তম সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়।
এক বছরের জন্য বহিষ্কৃত শিক্ষার্থী হলেন— বায়োটেকনোলজি এন্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী শাহরিয়ার নাজিম ও মার্কেটিং বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের মোস্তাফিজুর রহমান সায়েম এবং ছয় মাসের জন্য বহিষ্কৃত শিক্ষার্থী হলেন— মার্কেটিং বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আব্দুল মান্নান লুমান, সৈয়দ সাজিদ হোসেন ও তাকবির হাসান হৃদয়।
বিশ্ববিদ্যালয়ে সূত্রে জানা যায়, গত ২২ জানুয়ারি রাতে শিক্ষার্থীরা বাসের সুপারভাইজারের খারাপ আচরণের অভিযোগে প্রধান ফটকে বাস আটক করে এবং কিছু শিক্ষার্থী বাসে ভাঙচুর চালায়। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা বাধা দিলে ভাঙচুরকারীরা তাদের উপর চড়াও হয়ে হাতাহাতির ঘটনা ঘটে। বিশ্ববিদ্যালয় প্রশাসন চার সদস্যের তদন্ত কমিটি গঠন করে তদন্তের পর সিন্ডিকেট সভায় বহিষ্কারের সিদ্ধান্ত নেয়।
ভারপ্রাপ্ত রেজিস্টার অধ্যাপক ড. মনজুরুল হক জানান, সংশ্লিষ্টদের চিঠির মাধ্যমে এ সিদ্ধান্ত জানানো হয়েছে।