চাঁদপুরের কচুয়া উপজেলার ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ পালাখাল রোস্তম আলী ডিগ্রি কলেজের গভর্নিং বডির সভাপতি নির্বাচিত হয়েছেন বিশিষ্ট ব্যাংকার ও শিক্ষানুরাগী মোঃ মামুনুর রশীদ মোল্লা। কলেজের সভাপতি নির্বাচিত হওয়ায় এ উপলক্ষে সোমবার দুপুরে তাঁর কার্যালয়ে উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক শারফিন হোসাইন, উপজেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক মোঃ শাহীন পাটোয়ারী, সহ-সাংগঠনিক সম্পাদক মুন্সী জুয়েল, যুবনেতা শেখ ফরিদ, মাসুদসহ আরও অনেকে। নেতৃবৃন্দ নবনির্বাচিত সভাপতির দীর্ঘ সুস্থতা, সফল কর্মমেয়াদ ও শিক্ষাঙ্গনের উন্নয়নে তার কার্যকর ভূমিকার প্রত্যাশা ব্যক্ত করেন।
মামুনুর রশীদ মোল্লা শুভেচ্ছা জানাতে আসা নেতাকর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন— “শিক্ষা একটি জাতির মূলভিত্তি। একটি ভালো শিক্ষাপ্রতিষ্ঠান শুধু শিক্ষার্থী তৈরি করে না, বরং আলোকিত মানুষ গড়ে তোলে। তাই পালাখাল রোস্তম আলী ডিগ্রি কলেজকে আধুনিক ও মানসম্পন্ন শিক্ষা প্রতিষ্ঠানে রূপ দিতে আমি সর্বোচ্চ চেষ্টা করব।”
শিক্ষাক্ষেত্রের উন্নয়ন ও শিক্ষার্থীদের নৈতিক মূল্যবোধ গড়ে তোলাকে তিনি সর্বাগ্রে গুরুত্ব দেওয়ার প্রতিশ্রুতি দেন। তিনি আরও বলেন, “আজকের শিক্ষার্থীরাই আগামী দিনের নেতা। তাদের মেধা, মনন ও মানবিক গুণাবলির বিকাশ ঘটানোই হবে আমাদের প্রধান লক্ষ্য।”
স্থানীয় অভিভাবক ও শিক্ষানুরাগীরা আশা প্রকাশ করেছেন যে, তার নেতৃত্বে কলেজটি আরও সমৃদ্ধ হবে এবং এলাকার শিক্ষার্থীরা মানসম্মত শিক্ষার সুযোগ পাবে।