ইসলামী বিশ্ববিদ্যালয়ে চীনের উচাং ইউনিভার্সিটি অফ টেকনোলজির সঙ্গে স্বাক্ষরিত সমঝোতা স্মারক (এমওইউ) পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৬ আগস্ট) দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের ইবনে সিনা বিজ্ঞান ভবনে এ বৈঠক অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপাচার্য প্রফেসর ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ।
উপস্থিত ছিলেন রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) ও প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডিন প্রফেসর ড. মো. মনজুরুল হক, বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মো. আসাদুজ্জামান এবং জীববিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. বাবলী সাবিনা আজহার।
পাশাপাশি সংশ্লিষ্ট অনুষদসমূহের বিভাগীয় সভাপতি ও সিনিয়র শিক্ষকরাও অংশ নেন।
উল্লেখ্য, উপাচার্যের চীন সফরের সময় (৬–১১ জুলাই) উচাং ইউনিভার্সিটি অফ টেকনোলজিসহ তিনটি বিশ্ববিদ্যালয়ের সঙ্গে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।
এই চুক্তির মাধ্যমে শিক্ষক-শিক্ষার্থী বিনিময়, কারিকুলাম উন্নয়ন, যৌথ গবেষণা, সেমিনার ও ওয়ার্কশপ আয়োজনের সুযোগ তৈরি হবে।