বৃহস্পতিবার | ২৭ নভেম্বর ২০২৫ | হেমন্তকাল
শিরোনাম :
Logo গাজীপুর মেট্রোপলিটন পুলিশের ডিসি রবিউল হাসানকে চাঁদপুর জেলার পুলিশ সুপার পদে বদলী Logo প্রতিষ্ঠার পর থেকে নির্মাণ হয়নি চাঁদপুর সদর হাসপাতালে স্থায়ী মর্গ, জীর্ণ-ভবনে ময়নাতদন্ত Logo চাঁদপুর ফরিদগঞ্জে তারুণ্যের আলো সামাজিক উন্নয়ন পরিষদের উদ্যোগ ফ্রি মেডিকেল ক্যাম্প Logo ফের ভূমিকম্প Logo কচুয়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে ৩০টি প্রদর্শনী Logo কুবির বাংলা বিভাগের বাংলা নাটক বিষয়ক প্রথম আন্তর্জাতিক সম্মেলন Logo মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত Logo মাগুরার শ্রীপুরে প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনী- ২০২৫ এর উদ্বোধন Logo পঞ্চগড়ের বোদা উপজেলায় জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ২০২৫ প্রদর্শনী Logo আমরা নারীর ক্ষমতায়ন নিয়ে কাজ করছি: চুয়াডাঙ্গা-২ আসনের বিএনপির প্রার্থী বাবু খান

শিক্ষক নিয়োগের দাবিতে কুবির ফার্মেসী বিভাগের শিক্ষার্থীদের প্রশাসনিক ভবনে তালা

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ০৪:১৬:১৪ অপরাহ্ণ, রবিবার, ৩ আগস্ট ২০২৫
  • ৭৬২ বার পড়া হয়েছে

কুবি প্রতিনিধি:পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী শিক্ষক নিয়োগের একদফা দাবিতে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন তালাবদ্ধ করেছে ফার্মেসী বিভাগের শিক্ষার্থীরা।

রবিবার (৩ আগস্ট) সকাল সাড়ে ১১টার দিকে প্রশাসনিক ভবনের সামনে জড়ো হয়ে তালাবদ্ধ করে শিক্ষার্থীরা।

এসময় শিক্ষার্থীরা, অথর্ব প্রশাসন, ধিক্কার ধিক্কার,’ ‘অক্ষম প্রশাসন, ধিক্কার ধিক্কার’, ‘পারলে শিক্ষক নিয়োগ দেন, নইলে গদি ছাইড়া দেন’, ‘নো টিচার, নো ক্লাস’ ইত্যাদি স্লোগান দিতে দেখা যায়।

এসময় ফার্মেসী বিভাগের ২০২০-২১ বর্ষের শিক্ষার্থী নাঈম ভূইয়া বলেন, আমরা গত সপ্তাহের আগের সপ্তাহে (২১ জুলাই) প্রশাসনিক ভবন তালা দিতে এসেছিলাম, তখন প্রশাসন আমাদের থেকে কিছুক্ষণ সময় চেয়ে নেয়।

তারপর প্রশাসন ইউজিসির সাথে আলোচনা করে আমাদেরকে এসে জানায় যে গত বৃহস্পতিবারের (৩১ জুলাই) মধ্যে শিক্ষক নিয়োগের সিদ্ধান্ত আসবে। কিন্তু বৃহস্পতিবারের আমরা যোগাযোগ করলে প্রশাসন জানায় যে, ইউজিসি থেকে কোন সিদ্ধান্ত আসে নাই।

তিনি আরো বলেন, প্রশাসন আমাদের শিক্ষার্থীদের মৌলিক অধিকার নিশ্চিত করতে পারছে না। যতক্ষণ আমাদের মৌলিক অধিকার নিশ্চিতে শিক্ষক নিয়োগ না হচ্ছে ততক্ষণ আমরা এখানে অবস্থান কর্মসূচি এবং তালাদান কর্মসূচি অব্যাহত রাখব।

২০২১-২২ বর্ষের জেরীন আক্তার বিউটি বলেন, আমরা কয়েকমাস যাবৎ শিক্ষক সংকটে ভুগতেছি। মাত্র ৫ জন শিক্ষক দিয়ে ডিপার্টমেন্ট চলতেছে। বিষয়টি আমরা ডিন, উপাচার্যসহ সংশ্লিষ্ট সবাইকে জানিয়েছিলাম, তারা আমাদের ৩০ জুলাই অবধি সময় দিয়েছিল, যে এরমধ্যে শিক্ষক নিয়োগের সিদ্ধান্ত আসবে।

কিন্তু এরপরেও আশানুরূপ কোন সিদ্ধান্ত আসে নাই। সেজন্য আমাদের পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী আজকে তালা ঝুলিয়েছি।

এরআগে গত ২১ জুলাই বিভাগটির শিক্ষার্থীরা প্রশাসনিক ভবনে তালা দিতে এলে প্রশাসন ইউজিসির সাথে আলোচনার সময় সময় চেয়ে নেয়। আলোচনা পরবর্তীতে উপাচার্য অধ্যাপক ড. মো: হায়দার আলী এসে গত বৃহস্পতিবারের মধ্যে ইউজিসি থেকে শিক্ষক নিয়োগের সিদ্ধান্ত আসবে মর্মে আশ্বস্ত করেন।

তৎক্ষনাৎ বৃহস্পতিবারের মধ্যে সিদ্ধান্ত না আসলে কোনপ্রকার পূর্ব ঘোষণা ছাড়াই প্রশাসনিক ভবনে তালা ঝুলাবেন বলে জানায় উপস্থিত শিক্ষার্থীরা।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের ডিসি রবিউল হাসানকে চাঁদপুর জেলার পুলিশ সুপার পদে বদলী

শিক্ষক নিয়োগের দাবিতে কুবির ফার্মেসী বিভাগের শিক্ষার্থীদের প্রশাসনিক ভবনে তালা

আপডেট সময় : ০৪:১৬:১৪ অপরাহ্ণ, রবিবার, ৩ আগস্ট ২০২৫

কুবি প্রতিনিধি:পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী শিক্ষক নিয়োগের একদফা দাবিতে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন তালাবদ্ধ করেছে ফার্মেসী বিভাগের শিক্ষার্থীরা।

রবিবার (৩ আগস্ট) সকাল সাড়ে ১১টার দিকে প্রশাসনিক ভবনের সামনে জড়ো হয়ে তালাবদ্ধ করে শিক্ষার্থীরা।

এসময় শিক্ষার্থীরা, অথর্ব প্রশাসন, ধিক্কার ধিক্কার,’ ‘অক্ষম প্রশাসন, ধিক্কার ধিক্কার’, ‘পারলে শিক্ষক নিয়োগ দেন, নইলে গদি ছাইড়া দেন’, ‘নো টিচার, নো ক্লাস’ ইত্যাদি স্লোগান দিতে দেখা যায়।

এসময় ফার্মেসী বিভাগের ২০২০-২১ বর্ষের শিক্ষার্থী নাঈম ভূইয়া বলেন, আমরা গত সপ্তাহের আগের সপ্তাহে (২১ জুলাই) প্রশাসনিক ভবন তালা দিতে এসেছিলাম, তখন প্রশাসন আমাদের থেকে কিছুক্ষণ সময় চেয়ে নেয়।

তারপর প্রশাসন ইউজিসির সাথে আলোচনা করে আমাদেরকে এসে জানায় যে গত বৃহস্পতিবারের (৩১ জুলাই) মধ্যে শিক্ষক নিয়োগের সিদ্ধান্ত আসবে। কিন্তু বৃহস্পতিবারের আমরা যোগাযোগ করলে প্রশাসন জানায় যে, ইউজিসি থেকে কোন সিদ্ধান্ত আসে নাই।

তিনি আরো বলেন, প্রশাসন আমাদের শিক্ষার্থীদের মৌলিক অধিকার নিশ্চিত করতে পারছে না। যতক্ষণ আমাদের মৌলিক অধিকার নিশ্চিতে শিক্ষক নিয়োগ না হচ্ছে ততক্ষণ আমরা এখানে অবস্থান কর্মসূচি এবং তালাদান কর্মসূচি অব্যাহত রাখব।

২০২১-২২ বর্ষের জেরীন আক্তার বিউটি বলেন, আমরা কয়েকমাস যাবৎ শিক্ষক সংকটে ভুগতেছি। মাত্র ৫ জন শিক্ষক দিয়ে ডিপার্টমেন্ট চলতেছে। বিষয়টি আমরা ডিন, উপাচার্যসহ সংশ্লিষ্ট সবাইকে জানিয়েছিলাম, তারা আমাদের ৩০ জুলাই অবধি সময় দিয়েছিল, যে এরমধ্যে শিক্ষক নিয়োগের সিদ্ধান্ত আসবে।

কিন্তু এরপরেও আশানুরূপ কোন সিদ্ধান্ত আসে নাই। সেজন্য আমাদের পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী আজকে তালা ঝুলিয়েছি।

এরআগে গত ২১ জুলাই বিভাগটির শিক্ষার্থীরা প্রশাসনিক ভবনে তালা দিতে এলে প্রশাসন ইউজিসির সাথে আলোচনার সময় সময় চেয়ে নেয়। আলোচনা পরবর্তীতে উপাচার্য অধ্যাপক ড. মো: হায়দার আলী এসে গত বৃহস্পতিবারের মধ্যে ইউজিসি থেকে শিক্ষক নিয়োগের সিদ্ধান্ত আসবে মর্মে আশ্বস্ত করেন।

তৎক্ষনাৎ বৃহস্পতিবারের মধ্যে সিদ্ধান্ত না আসলে কোনপ্রকার পূর্ব ঘোষণা ছাড়াই প্রশাসনিক ভবনে তালা ঝুলাবেন বলে জানায় উপস্থিত শিক্ষার্থীরা।