সোমবার | ১৯ জানুয়ারি ২০২৬ | শীতকাল
শিরোনাম :
Logo খুবিতে প্রথম বর্ষের ভর্তি কার্যক্রম প্রত্যক্ষ করলেন উপ-উপাচার্য Logo আজ শহীদ জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকী Logo জিয়াউর রহমান : এক সত্যিকারের দেশপ্রেমিক ও জাতি গঠনের কারিগর Logo কেন ‘হ্যাঁ’ ভোটের পক্ষে প্রধান উপদেষ্টা ও অন্তর্বর্তী সরকার: প্রেস উইংয়ের ব্যাখ্যা Logo পলাশবাড়ীর ফুটপাতেই ডাক্তারের উপহার, প্রশ্নবিদ্ধ স্বাস্থ্যখাতের নৈতিকতা! Logo পলাশবাড়ীর ফুটপাতেই ডাক্তারের উপহার, প্রশ্নবিদ্ধ স্বাস্থ্যখাতের নৈতিকতা! Logo ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন -২০২৬ পলাশবাড়ী সাদুল্লাপুর আসনে  বিএনপি জামায়াত ভোটের  হাড্ডাহাড্ডি লড়াই! আসন পুনরুদ্ধারে মরিয়া  জাপা Logo ‘বাঁধন’ মওলানা ভাসানী হল ইউনিটের ২০২৬ সালের কার্যকরী কমিটি ঘোষণা Logo পলাশবাড়ীতে প্রতিবন্ধী সেবা সংস্থা ‘প্রসেস’এর ১০ম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত Logo আমরা বিএনপি পরিবার’উদ্যোগে সাতক্ষীরায় -৭নং ওয়ার্ডে ঘরে ঘরে ৮ দফার বার্তা

শিক্ষার গুণগত মান উন্নয়নে পালাখাল উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

শিক্ষার মানোন্নয়ন ও শিক্ষার্থী, শিক্ষক এবং অভিভাবকদের মধ্যে সমন্বয় গড়ে তোলার লক্ষ্যে পালাখাল উচ্চ বিদ্যালয়ে এক গুরুত্বপূর্ণ অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১০টায় বিদ্যালয়ের মিলনায়তনে আয়োজিত এই সমাবেশে শিক্ষার গুণগত মান বৃদ্ধি, উপস্থিতি নিশ্চিতকরণ, নৈতিক শিক্ষার গুরুত্ব এবং অভিভাবকদের ভূমিকা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ মিজানুর রহমান। সঞ্চালকের দায়িত্ব পালন করেন সহকারী শিক্ষক নবীর হোসেন, যিনি সুচারুভাবে অনুষ্ঠান পরিচালনা করেন এবং আলোচনার ধারাবাহিকতা বজায় রাখেন।

সমাবেশে বক্তব্য রাখেন,বিদ্যালয়ের পিটিএ কমিটির সভাপতি মোহাম্মদ ইয়ার আহমেদ মজুমদার,অভিভাবক সদস্য তাজুল ইসলাম,ম্যানেজিং কমিটির সাবেক সদস্য প্রণয় চক্রবর্তী,অভিভাবক প্রতিনিধি সোলেমান মিয়া,বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী মোহাম্মদ রুবেল হোসেন প্রমুখ।

বক্তারা বলেন, “শুধু শিক্ষক নয়, অভিভাবকদেরও উচিত সন্তানদের পড়াশোনার অগ্রগতি নিয়মিত খোঁজ নেওয়া। শিক্ষার মান বাড়াতে সবাইকে একযোগে কাজ করতে হবে।”

বক্তারা শিক্ষার্থীদের আচরণ, মোবাইল ও সামাজিক মাধ্যমে আসক্তি, পরীক্ষার প্রস্তুতি, সহপাঠ কার্যক্রমে অংশগ্রহণ এবং শিক্ষকের প্রতি সম্মানবোধ তৈরি—এসব বিষয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য দেন।

আলোচনার শেষ পর্যায়ে প্রধান শিক্ষক মোহাম্মদ মিজানুর রহমান সকলের মতামত গ্রহণ করেন এবং অভিভাবকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, “আপনারা যদি পাশে থাকেন, তাহলে আমরা পালাখাল উচ্চ বিদ্যালয়কে আরও এক ধাপ এগিয়ে নিতে পারবো।”

অভিভাবক সমাবেশে বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীদের উপস্থিতি ছিল অত্যন্ত সন্তোষজনক। সবার সম্মিলিত প্রচেষ্টায় শিক্ষার মানোন্নয়ন সম্ভব—এমন প্রত্যয় নিয়েই সমাবেশের সমাপ্তি হয়।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

খুবিতে প্রথম বর্ষের ভর্তি কার্যক্রম প্রত্যক্ষ করলেন উপ-উপাচার্য

শিক্ষার গুণগত মান উন্নয়নে পালাখাল উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

আপডেট সময় : ০৪:০৬:০০ অপরাহ্ণ, সোমবার, ২৮ জুলাই ২০২৫

শিক্ষার মানোন্নয়ন ও শিক্ষার্থী, শিক্ষক এবং অভিভাবকদের মধ্যে সমন্বয় গড়ে তোলার লক্ষ্যে পালাখাল উচ্চ বিদ্যালয়ে এক গুরুত্বপূর্ণ অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১০টায় বিদ্যালয়ের মিলনায়তনে আয়োজিত এই সমাবেশে শিক্ষার গুণগত মান বৃদ্ধি, উপস্থিতি নিশ্চিতকরণ, নৈতিক শিক্ষার গুরুত্ব এবং অভিভাবকদের ভূমিকা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ মিজানুর রহমান। সঞ্চালকের দায়িত্ব পালন করেন সহকারী শিক্ষক নবীর হোসেন, যিনি সুচারুভাবে অনুষ্ঠান পরিচালনা করেন এবং আলোচনার ধারাবাহিকতা বজায় রাখেন।

সমাবেশে বক্তব্য রাখেন,বিদ্যালয়ের পিটিএ কমিটির সভাপতি মোহাম্মদ ইয়ার আহমেদ মজুমদার,অভিভাবক সদস্য তাজুল ইসলাম,ম্যানেজিং কমিটির সাবেক সদস্য প্রণয় চক্রবর্তী,অভিভাবক প্রতিনিধি সোলেমান মিয়া,বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী মোহাম্মদ রুবেল হোসেন প্রমুখ।

বক্তারা বলেন, “শুধু শিক্ষক নয়, অভিভাবকদেরও উচিত সন্তানদের পড়াশোনার অগ্রগতি নিয়মিত খোঁজ নেওয়া। শিক্ষার মান বাড়াতে সবাইকে একযোগে কাজ করতে হবে।”

বক্তারা শিক্ষার্থীদের আচরণ, মোবাইল ও সামাজিক মাধ্যমে আসক্তি, পরীক্ষার প্রস্তুতি, সহপাঠ কার্যক্রমে অংশগ্রহণ এবং শিক্ষকের প্রতি সম্মানবোধ তৈরি—এসব বিষয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য দেন।

আলোচনার শেষ পর্যায়ে প্রধান শিক্ষক মোহাম্মদ মিজানুর রহমান সকলের মতামত গ্রহণ করেন এবং অভিভাবকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, “আপনারা যদি পাশে থাকেন, তাহলে আমরা পালাখাল উচ্চ বিদ্যালয়কে আরও এক ধাপ এগিয়ে নিতে পারবো।”

অভিভাবক সমাবেশে বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীদের উপস্থিতি ছিল অত্যন্ত সন্তোষজনক। সবার সম্মিলিত প্রচেষ্টায় শিক্ষার মানোন্নয়ন সম্ভব—এমন প্রত্যয় নিয়েই সমাবেশের সমাপ্তি হয়।