বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর(বেরোবি) তথা উত্তরবঙ্গের প্রতি অনন্তকালের বাজেট বৈষম্য নিরসনের দাবিতে মডার্ন মোড় ব্লকেড করেন। এসময় শিক্ষার্থীরা বলেন, “লাশ লাগলে লাশ নে, রংপুরে বাজেট দে”।সোমবার (২৮ জুলাই) সকাল সাড়ে ১১টায় বেরোবির মূল ফটক থেকে মিছিল নিয়ে মডার্ন মোড় ব্লকেড করেন ছাত্র-জনতারা।
শিক্ষার্থীরা রংপুরের বৈষম্য নিরসনের জন্য দুই দফা দাবি প্রদান করেন। প্রথম দাবিতে তারা উত্তরবঙ্গের বাজেট বৈষম্য নিরসনে ও উত্তরবঙ্গের সার্বিক উন্নয়নে শিক্ষা, স্বাস্থ্য, কৃষি ও অবকাঠামোগত সার্বিক উন্নয়ন নিশ্চিতে আঞ্চলিক স্বতন্ত্র কমিশন গঠন করতে হবে। দ্বিতীয় দাবিতে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়কে একটি পূর্নাঙ্গ ও স্বায়ত্তশাসিত হিসেবে ঘোষণা করতে হবে।
দাবি আদায় না হলে আগামী ৪৮ ঘন্টার মধ্যে উত্তরবঙ্গ ব্লকেড ও অসহযোগ আন্দোলনের ডাক দেওয়া হবে। তাছাড়া আগামীকাল রংপুর বিভাগের সকল শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী ও সাধারণ জনগণ আবু সাঈদ চত্বরে একত্রিত হয়ে রংপুরের বিভাগীয় কমিশনার বরাবর স্মারকলিপি প্রদান করবেন বলে জানান শিক্ষার্থীরা।
এ সময়ে ছাত্র -জনতা লাশ লাগলে লাশ নে উত্তরবঙ্গে বাজেট দে, জীবন লাগলে জীবন নে রংপুরে বাজেট দে৷ রক্ত লাগলে রক্ত নে রংপুরে বাজেট দে। লাশ লাগলে লাশ নে, রংপুরে বাজেট দে। ঢাবির সিন্ডিকেট ভেঙে দাও, গুঁড়িয়ে দাও, ইন্টারিমের দালালরা হুঁশিয়ার, সাবধান ৷ আবু সাঈদের বিশ্ববিদ্যালয়, বৈষম্যের ঠাঁই নাই নানা স্লোগান দিয়ে অন্তবর্তী সরকারের বাজেট বৈষম্যের প্রতিবাদ করেন।
শিবলি সাদিক নামের এক শিক্ষার্থী বলেন,”জুলাই পরবর্তী বাংলাদেশে কোন প্রকার বৈষম্য থাকবে না। কিন্তু আমরা জুলাই পরবর্তী সময় দেখছি সরকার রংপুর এবং বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাথে বাজেট বৈষম্য করছে। এই বিশ্ববিদ্যালয়ে ক্লাস রুম সংকট আবাসন সংকট এবং রংপুরের নানা উন্নয়নে কোন বাজেট দেয়নি এই অন্তবর্তী কালীন সরকার । আমরা চাই এই সকল কাজের জন্য বাজেট প্রণয়ন করা হোক এবং রংপুরে তিস্তা পরিকল্পনা সহ সকল প্রকার বৈষম্য দূর করার জন্য আজকের এই আন্দোলন। ”
জাহিদ হাসান জয় বলেন ” রংপুর এবং বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় প্রতিবছরের ন্যায় এই বছর আমরা বাজেট বৈষম্য দেখতে পেয়েছি। আমরা ভেবেছিলাম ২৪ এর বৈষম্য বিরোধী আন্দোলনের পর এ ধরনের বৈষম্য দূর হবে। কিন্তু এখনো কোনো বাজেট বৈষম্য দূর হয়নি বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় সহ রংপুরের উন্নয়ন কাজে নূন্যতম কোন বাজেট প্রণয়ন করা হয়নি। তাই আমরা এই বৈষম্য নিরসনের দাবিতে রাজপথে নেমেছি।