শুক্রবার | ২৮ নভেম্বর ২০২৫ | হেমন্তকাল
শিরোনাম :
Logo গাজীপুর মেট্রোপলিটন পুলিশের ডিসি রবিউল হাসানকে চাঁদপুর জেলার পুলিশ সুপার পদে বদলী Logo প্রতিষ্ঠার পর থেকে নির্মাণ হয়নি চাঁদপুর সদর হাসপাতালে স্থায়ী মর্গ, জীর্ণ-ভবনে ময়নাতদন্ত Logo চাঁদপুর ফরিদগঞ্জে তারুণ্যের আলো সামাজিক উন্নয়ন পরিষদের উদ্যোগ ফ্রি মেডিকেল ক্যাম্প Logo ফের ভূমিকম্প Logo কচুয়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে ৩০টি প্রদর্শনী Logo কুবির বাংলা বিভাগের বাংলা নাটক বিষয়ক প্রথম আন্তর্জাতিক সম্মেলন Logo মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত Logo মাগুরার শ্রীপুরে প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনী- ২০২৫ এর উদ্বোধন Logo পঞ্চগড়ের বোদা উপজেলায় জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ২০২৫ প্রদর্শনী Logo আমরা নারীর ক্ষমতায়ন নিয়ে কাজ করছি: চুয়াডাঙ্গা-২ আসনের বিএনপির প্রার্থী বাবু খান

তুহিন-সুজনের নেতৃত্বে ইবি’র ল’ অ্যাওয়ারনেস অ্যান্ড এনলাইটেন্ড সোসাইটি

ইসলামী বিশ্ববিদ্যালয়ের আইন সচেতনতামূলক স্বেচ্ছাসেবী সংগঠন ল’ অ্যাওয়ারনেস অ্যান্ড এনলাইটেন্ড সোসাইটির ২০২৫-২৬ কার্যবর্ষের নতুন কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে।

শনিবার (২৬ জুলাই) বিকেল ৩টায় বিশ্ববিদ্যালয়ের টিএসসিসির ঐক্যমঞ্চে অনুষ্ঠিত এ নির্বাচনে সভাপতি নির্বাচিত হয়েছেন আল ফিকহ অ্যান্ড ল’ বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো. তুহিন বাবু এবং সাধারণ সম্পাদক হয়েছেন একই বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী নাঈমুর রহমান সুজন।

নির্বাচনী সভাটি পরিচালনা করেন বিদায়ী সাধারণ সম্পাদক তামান্না ইসলাম এবং সভাপতিত্ব করেন বিদায়ী সভাপতি এস এ এইচ ওয়ালিউল্লাহ।

এসময় প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন সংগঠনটির সাবেক সদস্য এবং ল’ অ্যান্ড ল্যান্ড ম্যানেজমেন্ট বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো. খাদিমুল ইসলাম। সহকারী নির্বাচন কমিশনার ছিলেন একই বিভাগের শিক্ষার্থী সালেহা খাতুন।

নির্বাচনী অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঐক্যমঞ্চের সাবেক আহ্বায়ক ইয়াশিরুল কবির সৌরভ, গ্রীণ ভয়েস ইসলামী বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি মো. ইমতিয়াজ আহমেদ ইমন এবং বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরামের ইবি শাখার সাধারণ সম্পাদক আশিকুর রহমান প্রমুখ।

নবনির্বাচিত সভাপতি তুহিন বাবু বলেন, “ল’ অ্যাওয়ারনেস অ্যান্ড এনলাইটেন্ড সোসাইটি আইন সচেতনতা ছড়িয়ে দিয়ে ন্যায়ের সমাজ গঠনে কাজ করে যাচ্ছে। আমি বিশ্বাস করি, সম্মিলিত প্রচেষ্টায় একটি জ্ঞাননির্ভর, মানবিক ও নৈতিক সমাজ গঠন সম্ভব।”

সাধারণ সম্পাদক সুজন বলেন,
“এই সংগঠন শুধু আইনজ্ঞানই ছড়াচ্ছে না, বরং মানুষকে ন্যায়বিচার, অধিকার ও দায়িত্ব সম্পর্কে সচেতন করছে। আমি সংগঠনের লক্ষ্য বাস্তবায়নে সর্বোচ্চ চেষ্টা করব।”

প্রসঙ্গত, ল’ অ্যাওয়ারনেস অ্যান্ড এনলাইটেন্ড সোসাইটি ২০১৪ সালে প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠার পর থেকে সংগঠনটি স্কুল-কলেজসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে সভা, সেমিনার ও কর্মশালার মাধ্যমে আইনি সচেতনতা, নৈতিকতা ও উন্নয়নমূলক কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের ডিসি রবিউল হাসানকে চাঁদপুর জেলার পুলিশ সুপার পদে বদলী

তুহিন-সুজনের নেতৃত্বে ইবি’র ল’ অ্যাওয়ারনেস অ্যান্ড এনলাইটেন্ড সোসাইটি

আপডেট সময় : ০৮:১৮:৪৭ অপরাহ্ণ, শনিবার, ২৬ জুলাই ২০২৫

ইসলামী বিশ্ববিদ্যালয়ের আইন সচেতনতামূলক স্বেচ্ছাসেবী সংগঠন ল’ অ্যাওয়ারনেস অ্যান্ড এনলাইটেন্ড সোসাইটির ২০২৫-২৬ কার্যবর্ষের নতুন কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে।

শনিবার (২৬ জুলাই) বিকেল ৩টায় বিশ্ববিদ্যালয়ের টিএসসিসির ঐক্যমঞ্চে অনুষ্ঠিত এ নির্বাচনে সভাপতি নির্বাচিত হয়েছেন আল ফিকহ অ্যান্ড ল’ বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো. তুহিন বাবু এবং সাধারণ সম্পাদক হয়েছেন একই বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী নাঈমুর রহমান সুজন।

নির্বাচনী সভাটি পরিচালনা করেন বিদায়ী সাধারণ সম্পাদক তামান্না ইসলাম এবং সভাপতিত্ব করেন বিদায়ী সভাপতি এস এ এইচ ওয়ালিউল্লাহ।

এসময় প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন সংগঠনটির সাবেক সদস্য এবং ল’ অ্যান্ড ল্যান্ড ম্যানেজমেন্ট বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো. খাদিমুল ইসলাম। সহকারী নির্বাচন কমিশনার ছিলেন একই বিভাগের শিক্ষার্থী সালেহা খাতুন।

নির্বাচনী অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঐক্যমঞ্চের সাবেক আহ্বায়ক ইয়াশিরুল কবির সৌরভ, গ্রীণ ভয়েস ইসলামী বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি মো. ইমতিয়াজ আহমেদ ইমন এবং বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরামের ইবি শাখার সাধারণ সম্পাদক আশিকুর রহমান প্রমুখ।

নবনির্বাচিত সভাপতি তুহিন বাবু বলেন, “ল’ অ্যাওয়ারনেস অ্যান্ড এনলাইটেন্ড সোসাইটি আইন সচেতনতা ছড়িয়ে দিয়ে ন্যায়ের সমাজ গঠনে কাজ করে যাচ্ছে। আমি বিশ্বাস করি, সম্মিলিত প্রচেষ্টায় একটি জ্ঞাননির্ভর, মানবিক ও নৈতিক সমাজ গঠন সম্ভব।”

সাধারণ সম্পাদক সুজন বলেন,
“এই সংগঠন শুধু আইনজ্ঞানই ছড়াচ্ছে না, বরং মানুষকে ন্যায়বিচার, অধিকার ও দায়িত্ব সম্পর্কে সচেতন করছে। আমি সংগঠনের লক্ষ্য বাস্তবায়নে সর্বোচ্চ চেষ্টা করব।”

প্রসঙ্গত, ল’ অ্যাওয়ারনেস অ্যান্ড এনলাইটেন্ড সোসাইটি ২০১৪ সালে প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠার পর থেকে সংগঠনটি স্কুল-কলেজসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে সভা, সেমিনার ও কর্মশালার মাধ্যমে আইনি সচেতনতা, নৈতিকতা ও উন্নয়নমূলক কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে।