জুলাই শহীদদের স্মরণে শেরপুর জেলা রোভার স্কাউটসের দিনব্যাপী কর্মসূচি

বাংলাদেশ স্কাউটস শেরপুর জেলা রোভার স্কাউটসের আয়োজনে শ্রদ্ধা ও ভাবগম্ভীর পরিবেশে স্মরণ করা হয়েছে জুলাই শহীদদের। শনিবার (২৬ জুলাই) শেরপুর সরকারি মহিলা কলেজ ভেন্যুতে দিনব্যাপী এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত হয় জেলা রোভারের পতাকা উত্তোলন, ক্রু মিটিং, শোক র‍্যালি, দোয়া মাহফিল, কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা। আলোচনা পর্বে বক্তারা শহীদদের আত্মত্যাগ ও দেশের জন্য তাঁদের অবদান গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। অনুষ্ঠানের শেষে বিভিন্ন প্রতিযোগিতায় অংশ নেওয়া বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

এছাড়াও, ২০২৪ সালের ৫ আগস্টের পর যারা ট্রাফিক সেবা দিয়েছেন, তাদের মধ্যে বাংলাদেশ স্কাউটস প্রেরিত সনদপত্র প্রদান করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শেরপুর জেলা রোভার স্কাউটসের কমিশনার প্রফেসর আ. জ. ম. রেজাউল করিম খান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শেরপুর জেলা রোভার স্কাউটসের সম্পাদক মোহাম্মদ মজিবুর রহমান।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সহকারি কমিশনার মিনহাজ উদ্দিন, এলটি আবুল হোসেন, সরকারি কমিশনার সারোয়ার জাহান তপন, শেরপুর সরকারি কলেজের অধ্যক্ষ কে. এম. ফারুক, ভারপ্রাপ্ত অধ্যক্ষ শামসুল আলম, অ্যাডভোকেট রুহুল আমিন, জেলা রোভার স্কাউটসের আরএসএল মনসুর, শহীদ আলম, শেরপুর সরকারি মহিলা কলেজের আরএসএল, ডিএসআরএম নোমান প্রমুখ।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

জুলাই শহীদদের স্মরণে শেরপুর জেলা রোভার স্কাউটসের দিনব্যাপী কর্মসূচি

আপডেট সময় : ০৬:০৮:৫৫ অপরাহ্ণ, শনিবার, ২৬ জুলাই ২০২৫

বাংলাদেশ স্কাউটস শেরপুর জেলা রোভার স্কাউটসের আয়োজনে শ্রদ্ধা ও ভাবগম্ভীর পরিবেশে স্মরণ করা হয়েছে জুলাই শহীদদের। শনিবার (২৬ জুলাই) শেরপুর সরকারি মহিলা কলেজ ভেন্যুতে দিনব্যাপী এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত হয় জেলা রোভারের পতাকা উত্তোলন, ক্রু মিটিং, শোক র‍্যালি, দোয়া মাহফিল, কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা। আলোচনা পর্বে বক্তারা শহীদদের আত্মত্যাগ ও দেশের জন্য তাঁদের অবদান গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। অনুষ্ঠানের শেষে বিভিন্ন প্রতিযোগিতায় অংশ নেওয়া বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

এছাড়াও, ২০২৪ সালের ৫ আগস্টের পর যারা ট্রাফিক সেবা দিয়েছেন, তাদের মধ্যে বাংলাদেশ স্কাউটস প্রেরিত সনদপত্র প্রদান করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শেরপুর জেলা রোভার স্কাউটসের কমিশনার প্রফেসর আ. জ. ম. রেজাউল করিম খান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শেরপুর জেলা রোভার স্কাউটসের সম্পাদক মোহাম্মদ মজিবুর রহমান।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সহকারি কমিশনার মিনহাজ উদ্দিন, এলটি আবুল হোসেন, সরকারি কমিশনার সারোয়ার জাহান তপন, শেরপুর সরকারি কলেজের অধ্যক্ষ কে. এম. ফারুক, ভারপ্রাপ্ত অধ্যক্ষ শামসুল আলম, অ্যাডভোকেট রুহুল আমিন, জেলা রোভার স্কাউটসের আরএসএল মনসুর, শহীদ আলম, শেরপুর সরকারি মহিলা কলেজের আরএসএল, ডিএসআরএম নোমান প্রমুখ।