শুক্রবার | ২৮ নভেম্বর ২০২৫ | হেমন্তকাল
শিরোনাম :
Logo সাতক্ষীরা-০২ এ ধানের শীষের জয়ে নতুন অধ্যায়—বিএনপির একতাবদ্ধ ঘোষণা Logo বুটেক্স অ্যালামনাই ইউএসএ-এর আত্মপ্রকাশ: যুক্তরাষ্ট্রে টেক্সটাইল ইঞ্জিনিয়ারদের মিলনমেলা ও কমিটি গঠন Logo বুটেক্সের প্রথম সমাবর্তন আগামী ২৭ ডিসেম্বর Logo রাবিতে ইলা মিত্রকে নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত Logo নোবিপ্রবির সঙ্গে তুরস্কের রিসেপ তাইয়েপ এরদোয়ান বিশ্ববিদ্যালয়ের সমঝোতা স্মারক স্বাক্ষর Logo নোবিপ্রবিতে গবেষণা, বৈশ্বিক র‌্যাঙ্কিং এবং সরকারের নীতিনির্ধারকদের করণীয় শীর্ষক প্রশিক্ষণ Logo রাবি ময়মনসিংহ জেলা সমিতির নতুন কমিটি ঘোষণা Logo “কণিকা”সংগঠনের সচেতনতা সেমিনার ও কুইজ এমইএস কলেজে অনুষ্ঠিত Logo গাজীপুর মেট্রোপলিটন পুলিশের ডিসি রবিউল হাসানকে চাঁদপুর জেলার পুলিশ সুপার পদে বদলী Logo প্রতিষ্ঠার পর থেকে নির্মাণ হয়নি চাঁদপুর সদর হাসপাতালে স্থায়ী মর্গ, জীর্ণ-ভবনে ময়নাতদন্ত

স্থায়ী ক্যাম্পাস না থাকায় বিশ্ববিদ্যালয় দিবস পালনে বর্জন

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ০৩:২৬:১৭ অপরাহ্ণ, শনিবার, ২৬ জুলাই ২০২৫
  • ৭৮৩ বার পড়া হয়েছে

নজরুল ইসলাম, সিরাজগঞ্জ:সিরাজগঞ্জের শাহজাদপুর রবীন্দ্র বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা দিবসে নানা আক্ষেপ আর বঞ্চনার গল্প নিয়েই এবার পালন করলো ভিন্নধর্মী কর্মসূচি। বিশ্ববিদ্যালয় দিবস উপলক্ষে পূর্বঘোষিত আনুষ্ঠানিকতা ও উৎসবমুখর আয়োজন বাতিল করে স্থায়ী ক্যাম্পাসের দাবিতে কালো ব্যাজ ধারণ ও মানববন্ধন কর্মসূচি পালন করেছেন শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীরা।

শনিবার (২৬ জুলাই) সকালে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার দয়ারামপুরে ঢাকা-পাবনা মহাসড়কের পাশে বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী একাডেমিক ভবন-৩ এর সামনে এ কর্মসূচি পালন করা হয়। এক
ঘণ্টাব্যাপী মানববন্ধনে ব্যানার-ফেস্টুন নিয়ে অংশ নেন শতাধিক শিক্ষক, কর্মচারী ও শিক্ষার্থী।

কর্মসূচিতে বক্তারা বলেন, দীর্ঘ ৯ বছর অতিক্রম করলেও রবীন্দ্র বিশ্ববিদ্যালয় আজও নিজস্ব জমিতে নির্মিত কোনো স্থায়ী অবকাঠামো পায়নি। ভাড়া করা ভবনে অত্যন্ত সীমিত পরিসরে শিক্ষা ও প্রশাসনিক কার্যক্রম চালানো হচ্ছে। শিক্ষার্থীদের নেই আবাসিক সুবিধা, নেই লাইব্রেরি, গবেষণাগার বা খেলার মাঠ। এতে করে শিক্ষার্থীরা বঞ্চিত হচ্ছে বিশ্ববিদ্যালয়ের মৌলিক সুবিধা থেকে।

তারা আরও বলেন, “শিক্ষা মন্ত্রণালয় থেকে ৫৯৫ কোটি টাকার স্থায়ী ক্যাম্পাস প্রকল্প অনুমোদনের পরও তা এখনো একনেক সভায় পাশ হয়নি। ২৭ জুলাই একনেক সভায় যদি এ প্রকল্প অনুমোদন না পায়, তবে শিক্ষার্থী, শিক্ষক ও কর্মচারীদের পক্ষ থেকে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

এরআগে ২০১৬ সালের ২৬ জুলাই জাতীয় সংসদে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ আইন পাস হয়। এরপর থেকেই প্রতিবছর এ দিনটি ‘বিশ্ববিদ্যালয় দিবস’ হিসেবে উদযাপন করা হয়। তবে চলতি বছর নানা বঞ্চনা ও অনিশ্চয়তার প্রতিবাদে দিনটিকে ঘিরে কোনো উৎসব আয়োজন না করে আন্দোলনের পথ বেছে নিয়েছে বিশ্ববিদ্যালয় পরিবার।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

সাতক্ষীরা-০২ এ ধানের শীষের জয়ে নতুন অধ্যায়—বিএনপির একতাবদ্ধ ঘোষণা

স্থায়ী ক্যাম্পাস না থাকায় বিশ্ববিদ্যালয় দিবস পালনে বর্জন

আপডেট সময় : ০৩:২৬:১৭ অপরাহ্ণ, শনিবার, ২৬ জুলাই ২০২৫

নজরুল ইসলাম, সিরাজগঞ্জ:সিরাজগঞ্জের শাহজাদপুর রবীন্দ্র বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা দিবসে নানা আক্ষেপ আর বঞ্চনার গল্প নিয়েই এবার পালন করলো ভিন্নধর্মী কর্মসূচি। বিশ্ববিদ্যালয় দিবস উপলক্ষে পূর্বঘোষিত আনুষ্ঠানিকতা ও উৎসবমুখর আয়োজন বাতিল করে স্থায়ী ক্যাম্পাসের দাবিতে কালো ব্যাজ ধারণ ও মানববন্ধন কর্মসূচি পালন করেছেন শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীরা।

শনিবার (২৬ জুলাই) সকালে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার দয়ারামপুরে ঢাকা-পাবনা মহাসড়কের পাশে বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী একাডেমিক ভবন-৩ এর সামনে এ কর্মসূচি পালন করা হয়। এক
ঘণ্টাব্যাপী মানববন্ধনে ব্যানার-ফেস্টুন নিয়ে অংশ নেন শতাধিক শিক্ষক, কর্মচারী ও শিক্ষার্থী।

কর্মসূচিতে বক্তারা বলেন, দীর্ঘ ৯ বছর অতিক্রম করলেও রবীন্দ্র বিশ্ববিদ্যালয় আজও নিজস্ব জমিতে নির্মিত কোনো স্থায়ী অবকাঠামো পায়নি। ভাড়া করা ভবনে অত্যন্ত সীমিত পরিসরে শিক্ষা ও প্রশাসনিক কার্যক্রম চালানো হচ্ছে। শিক্ষার্থীদের নেই আবাসিক সুবিধা, নেই লাইব্রেরি, গবেষণাগার বা খেলার মাঠ। এতে করে শিক্ষার্থীরা বঞ্চিত হচ্ছে বিশ্ববিদ্যালয়ের মৌলিক সুবিধা থেকে।

তারা আরও বলেন, “শিক্ষা মন্ত্রণালয় থেকে ৫৯৫ কোটি টাকার স্থায়ী ক্যাম্পাস প্রকল্প অনুমোদনের পরও তা এখনো একনেক সভায় পাশ হয়নি। ২৭ জুলাই একনেক সভায় যদি এ প্রকল্প অনুমোদন না পায়, তবে শিক্ষার্থী, শিক্ষক ও কর্মচারীদের পক্ষ থেকে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

এরআগে ২০১৬ সালের ২৬ জুলাই জাতীয় সংসদে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ আইন পাস হয়। এরপর থেকেই প্রতিবছর এ দিনটি ‘বিশ্ববিদ্যালয় দিবস’ হিসেবে উদযাপন করা হয়। তবে চলতি বছর নানা বঞ্চনা ও অনিশ্চয়তার প্রতিবাদে দিনটিকে ঘিরে কোনো উৎসব আয়োজন না করে আন্দোলনের পথ বেছে নিয়েছে বিশ্ববিদ্যালয় পরিবার।