নজরুল ইসলাম, সিরাজগঞ্জ:সিরাজগঞ্জের শাহজাদপুর রবীন্দ্র বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা দিবসে নানা আক্ষেপ আর বঞ্চনার গল্প নিয়েই এবার পালন করলো ভিন্নধর্মী কর্মসূচি। বিশ্ববিদ্যালয় দিবস উপলক্ষে পূর্বঘোষিত আনুষ্ঠানিকতা ও উৎসবমুখর আয়োজন বাতিল করে স্থায়ী ক্যাম্পাসের দাবিতে কালো ব্যাজ ধারণ ও মানববন্ধন কর্মসূচি পালন করেছেন শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীরা।
শনিবার (২৬ জুলাই) সকালে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার দয়ারামপুরে ঢাকা-পাবনা মহাসড়কের পাশে বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী একাডেমিক ভবন-৩ এর সামনে এ কর্মসূচি পালন করা হয়। এক
ঘণ্টাব্যাপী মানববন্ধনে ব্যানার-ফেস্টুন নিয়ে অংশ নেন শতাধিক শিক্ষক, কর্মচারী ও শিক্ষার্থী।
কর্মসূচিতে বক্তারা বলেন, দীর্ঘ ৯ বছর অতিক্রম করলেও রবীন্দ্র বিশ্ববিদ্যালয় আজও নিজস্ব জমিতে নির্মিত কোনো স্থায়ী অবকাঠামো পায়নি। ভাড়া করা ভবনে অত্যন্ত সীমিত পরিসরে শিক্ষা ও প্রশাসনিক কার্যক্রম চালানো হচ্ছে। শিক্ষার্থীদের নেই আবাসিক সুবিধা, নেই লাইব্রেরি, গবেষণাগার বা খেলার মাঠ। এতে করে শিক্ষার্থীরা বঞ্চিত হচ্ছে বিশ্ববিদ্যালয়ের মৌলিক সুবিধা থেকে।
তারা আরও বলেন, “শিক্ষা মন্ত্রণালয় থেকে ৫৯৫ কোটি টাকার স্থায়ী ক্যাম্পাস প্রকল্প অনুমোদনের পরও তা এখনো একনেক সভায় পাশ হয়নি। ২৭ জুলাই একনেক সভায় যদি এ প্রকল্প অনুমোদন না পায়, তবে শিক্ষার্থী, শিক্ষক ও কর্মচারীদের পক্ষ থেকে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।
এরআগে ২০১৬ সালের ২৬ জুলাই জাতীয় সংসদে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ আইন পাস হয়। এরপর থেকেই প্রতিবছর এ দিনটি ‘বিশ্ববিদ্যালয় দিবস’ হিসেবে উদযাপন করা হয়। তবে চলতি বছর নানা বঞ্চনা ও অনিশ্চয়তার প্রতিবাদে দিনটিকে ঘিরে কোনো উৎসব আয়োজন না করে আন্দোলনের পথ বেছে নিয়েছে বিশ্ববিদ্যালয় পরিবার।






















































