শিরোনাম :
Logo পলাশবাড়ীতে ভূয়া সমিতির নামে পৌনে এক কোটির টাকার গাছ বিক্রি করে অর্থ লুটপাট Logo কুবিতে এক সাংবাদিক সংগঠনের নিবন্ধন বাতিলের দাবিতে মধ্যরাতে শিক্ষার্থীদের বিক্ষোভ Logo পঞ্চগড়ে ভিডাব্লিউবি কার্ড বিতরণ নিয়ে লিখিত অভিযোগ মিথ্যা, ষড়যন্ত্রমূলক বানোয়াট ও ভিত্তিহীন দাবি করে সংবাদ সম্মেলন Logo সিরাজগঞ্জে প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে এক পথচারী নিহত, চারজন আহত Logo ভুক্তভোগীর সংবাদ সম্মেলন কচুয়ায় ফসলি জমি নষ্ট করে ড্রেজার বসিয়ে বালু উত্তোলন, বাধা দিলে প্রাণনাশের হুমকি  Logo চাঁদপুরে ইসলামী আন্দোলন বাংলাদেশের বিশাল সমাবেশ Logo ইবিতে “ক্যারিয়ার গাইডলাইন ফর ফ্রেশার্স ২০২৫” অনুষ্ঠিত  Logo বেলকুচি আনন্দমেলায় টিকিট বাণিজ্য সময় বাড়ানোর আবেদন Logo বিনামূল্যে বাইসাইকেল পেয়ে উচ্ছ্বসিত চাঁদপুর সদরের ৫২ টি মাধ্যমিক বিদ্যালয় শিক্ষার্থীরা  Logo বীরগঞ্জে ৪টি ইউনিয়ন বাল্যবিবাহ ও ১টি ইউনিয়ন শিশু শ্রম মুক্ত ঘোষণা

স্থায়ী ক্যাম্পাস না থাকায় বিশ্ববিদ্যালয় দিবস পালনে বর্জন

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ০৩:২৬:১৭ অপরাহ্ণ, শনিবার, ২৬ জুলাই ২০২৫
  • ৭৪২ বার পড়া হয়েছে

নজরুল ইসলাম, সিরাজগঞ্জ:সিরাজগঞ্জের শাহজাদপুর রবীন্দ্র বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা দিবসে নানা আক্ষেপ আর বঞ্চনার গল্প নিয়েই এবার পালন করলো ভিন্নধর্মী কর্মসূচি। বিশ্ববিদ্যালয় দিবস উপলক্ষে পূর্বঘোষিত আনুষ্ঠানিকতা ও উৎসবমুখর আয়োজন বাতিল করে স্থায়ী ক্যাম্পাসের দাবিতে কালো ব্যাজ ধারণ ও মানববন্ধন কর্মসূচি পালন করেছেন শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীরা।

শনিবার (২৬ জুলাই) সকালে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার দয়ারামপুরে ঢাকা-পাবনা মহাসড়কের পাশে বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী একাডেমিক ভবন-৩ এর সামনে এ কর্মসূচি পালন করা হয়। এক
ঘণ্টাব্যাপী মানববন্ধনে ব্যানার-ফেস্টুন নিয়ে অংশ নেন শতাধিক শিক্ষক, কর্মচারী ও শিক্ষার্থী।

কর্মসূচিতে বক্তারা বলেন, দীর্ঘ ৯ বছর অতিক্রম করলেও রবীন্দ্র বিশ্ববিদ্যালয় আজও নিজস্ব জমিতে নির্মিত কোনো স্থায়ী অবকাঠামো পায়নি। ভাড়া করা ভবনে অত্যন্ত সীমিত পরিসরে শিক্ষা ও প্রশাসনিক কার্যক্রম চালানো হচ্ছে। শিক্ষার্থীদের নেই আবাসিক সুবিধা, নেই লাইব্রেরি, গবেষণাগার বা খেলার মাঠ। এতে করে শিক্ষার্থীরা বঞ্চিত হচ্ছে বিশ্ববিদ্যালয়ের মৌলিক সুবিধা থেকে।

তারা আরও বলেন, “শিক্ষা মন্ত্রণালয় থেকে ৫৯৫ কোটি টাকার স্থায়ী ক্যাম্পাস প্রকল্প অনুমোদনের পরও তা এখনো একনেক সভায় পাশ হয়নি। ২৭ জুলাই একনেক সভায় যদি এ প্রকল্প অনুমোদন না পায়, তবে শিক্ষার্থী, শিক্ষক ও কর্মচারীদের পক্ষ থেকে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

এরআগে ২০১৬ সালের ২৬ জুলাই জাতীয় সংসদে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ আইন পাস হয়। এরপর থেকেই প্রতিবছর এ দিনটি ‘বিশ্ববিদ্যালয় দিবস’ হিসেবে উদযাপন করা হয়। তবে চলতি বছর নানা বঞ্চনা ও অনিশ্চয়তার প্রতিবাদে দিনটিকে ঘিরে কোনো উৎসব আয়োজন না করে আন্দোলনের পথ বেছে নিয়েছে বিশ্ববিদ্যালয় পরিবার।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

পলাশবাড়ীতে ভূয়া সমিতির নামে পৌনে এক কোটির টাকার গাছ বিক্রি করে অর্থ লুটপাট

স্থায়ী ক্যাম্পাস না থাকায় বিশ্ববিদ্যালয় দিবস পালনে বর্জন

আপডেট সময় : ০৩:২৬:১৭ অপরাহ্ণ, শনিবার, ২৬ জুলাই ২০২৫

নজরুল ইসলাম, সিরাজগঞ্জ:সিরাজগঞ্জের শাহজাদপুর রবীন্দ্র বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা দিবসে নানা আক্ষেপ আর বঞ্চনার গল্প নিয়েই এবার পালন করলো ভিন্নধর্মী কর্মসূচি। বিশ্ববিদ্যালয় দিবস উপলক্ষে পূর্বঘোষিত আনুষ্ঠানিকতা ও উৎসবমুখর আয়োজন বাতিল করে স্থায়ী ক্যাম্পাসের দাবিতে কালো ব্যাজ ধারণ ও মানববন্ধন কর্মসূচি পালন করেছেন শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীরা।

শনিবার (২৬ জুলাই) সকালে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার দয়ারামপুরে ঢাকা-পাবনা মহাসড়কের পাশে বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী একাডেমিক ভবন-৩ এর সামনে এ কর্মসূচি পালন করা হয়। এক
ঘণ্টাব্যাপী মানববন্ধনে ব্যানার-ফেস্টুন নিয়ে অংশ নেন শতাধিক শিক্ষক, কর্মচারী ও শিক্ষার্থী।

কর্মসূচিতে বক্তারা বলেন, দীর্ঘ ৯ বছর অতিক্রম করলেও রবীন্দ্র বিশ্ববিদ্যালয় আজও নিজস্ব জমিতে নির্মিত কোনো স্থায়ী অবকাঠামো পায়নি। ভাড়া করা ভবনে অত্যন্ত সীমিত পরিসরে শিক্ষা ও প্রশাসনিক কার্যক্রম চালানো হচ্ছে। শিক্ষার্থীদের নেই আবাসিক সুবিধা, নেই লাইব্রেরি, গবেষণাগার বা খেলার মাঠ। এতে করে শিক্ষার্থীরা বঞ্চিত হচ্ছে বিশ্ববিদ্যালয়ের মৌলিক সুবিধা থেকে।

তারা আরও বলেন, “শিক্ষা মন্ত্রণালয় থেকে ৫৯৫ কোটি টাকার স্থায়ী ক্যাম্পাস প্রকল্প অনুমোদনের পরও তা এখনো একনেক সভায় পাশ হয়নি। ২৭ জুলাই একনেক সভায় যদি এ প্রকল্প অনুমোদন না পায়, তবে শিক্ষার্থী, শিক্ষক ও কর্মচারীদের পক্ষ থেকে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

এরআগে ২০১৬ সালের ২৬ জুলাই জাতীয় সংসদে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ আইন পাস হয়। এরপর থেকেই প্রতিবছর এ দিনটি ‘বিশ্ববিদ্যালয় দিবস’ হিসেবে উদযাপন করা হয়। তবে চলতি বছর নানা বঞ্চনা ও অনিশ্চয়তার প্রতিবাদে দিনটিকে ঘিরে কোনো উৎসব আয়োজন না করে আন্দোলনের পথ বেছে নিয়েছে বিশ্ববিদ্যালয় পরিবার।