মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের ‘পারফরমেন্স বেজড গ্র্যান্টস ফর সেকেন্ডারি ইনস্টিটিউটস স্কিম’ এর আওতায় চাঁদপুরের কচুয়া উপজেলায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ২০২২-২০২৩ সালের কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার ও সনদপত্র বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শনিবার দুপুরে চাঁদপুর জেলা শিক্ষা অফিস ও কচুয়া উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে এসএসসি,এইচএসসি ও সমমানের পরীক্ষায় মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মানদন্ডে উপজেলার ৩১জন কৃতি শিক্ষার্থীকে সনদপত্রসহ ক্রেস্ট প্রদান করা হয়। শিক্ষার্থীদের বৃত্তির টাকা তাদের নিজ ব্যাংক একাউন্টে প্রেরন করা হয়।
এসিল্যান্ড বাপ্পি দত্ত রনির সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের যুগ্ম সচিব মুহাম্মদ মুনীরুজ্জামান ভূঁঞা।
তিনি বলেন “বর্তমান সরকার শিক্ষা ক্ষেত্রে ব্যাপক উন্নয়ন সাধন করছে। বিশেষ করে গ্রামীণ অঞ্চলে শিক্ষার মান বৃদ্ধির জন্য পারফরমেন্স বেজড গ্র্যান্টস স্কিম একটি যুগান্তকারী পদক্ষেপ। শিক্ষার্থীদের পুরস্কৃত করার মাধ্যমে তাদের আগ্রহ ও অংশগ্রহণ আরও বাড়ানো সম্ভব।”
“এই কার্যক্রম শুধু শিক্ষার্থীদের নয়, বিদ্যালয়গুলোকেও তাদের পারফরমেন্স উন্নয়নের জন্য প্রতিযোগিতায় যুক্ত করেছে। শিক্ষকদের জন্যও এটা বড় অনুপ্রেরণা।”
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার, বিভিন্ন স্কুলের প্রধান শিক্ষক, শিক্ষক প্রতিনিধি, অভিভাবক এবং পুরস্কারপ্রাপ্ত শিক্ষার্থীরা।
পুরস্কার বিতরণ শেষে শিক্ষার্থীদের মাঝে চাঞ্চল্য ও উৎসবমুখর পরিবেশ দেখা যায়। তারা জানান, সরকারের পক্ষ থেকে এমন সম্মাননা তাদের ভবিষ্যতে আরও মনোযোগী ও দায়িত্বশীল করে তুলবে।
আশরাফপুর আহসানিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলাউদ্দিন সোহাগের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন,চাঁদপুর জেলা শিক্ষা অফিসার মোহাম্মদ রুহুল্লাহ,উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার একেএম জাহাঙ্গীর আলম।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, পালাখাল রোস্তম আলী ডিগ্রি কলেজের অধ্যক্ষ ফজলুল হক,আশেক আলী স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মিজানুর রহমান,প্রভাষক ফারুক হোসেন,আশরাফপুর ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ আলী আক্কাস সরদার,অভিভাবক আবু ইউসুফ ও শিক্ষার্থী আব্দুর রহমান প্রমুখ।
ছবি: কচুয়ায় কৃতি শিক্ষার্থীদের সাঝে সনদ ও ক্রেস্ট তুলে দিচ্ছেন যুগ্ন সচিব মুহাম্মদ মুনীরুজ্জামান ভূঁঞা।