শিরোনাম :
Logo পলাশবাড়ীতে ভূয়া সমিতির নামে পৌনে এক কোটির টাকার গাছ বিক্রি করে অর্থ লুটপাট Logo কুবিতে এক সাংবাদিক সংগঠনের নিবন্ধন বাতিলের দাবিতে মধ্যরাতে শিক্ষার্থীদের বিক্ষোভ Logo পঞ্চগড়ে ভিডাব্লিউবি কার্ড বিতরণ নিয়ে লিখিত অভিযোগ মিথ্যা, ষড়যন্ত্রমূলক বানোয়াট ও ভিত্তিহীন দাবি করে সংবাদ সম্মেলন Logo সিরাজগঞ্জে প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে এক পথচারী নিহত, চারজন আহত Logo ভুক্তভোগীর সংবাদ সম্মেলন কচুয়ায় ফসলি জমি নষ্ট করে ড্রেজার বসিয়ে বালু উত্তোলন, বাধা দিলে প্রাণনাশের হুমকি  Logo চাঁদপুরে ইসলামী আন্দোলন বাংলাদেশের বিশাল সমাবেশ Logo ইবিতে “ক্যারিয়ার গাইডলাইন ফর ফ্রেশার্স ২০২৫” অনুষ্ঠিত  Logo বেলকুচি আনন্দমেলায় টিকিট বাণিজ্য সময় বাড়ানোর আবেদন Logo বিনামূল্যে বাইসাইকেল পেয়ে উচ্ছ্বসিত চাঁদপুর সদরের ৫২ টি মাধ্যমিক বিদ্যালয় শিক্ষার্থীরা  Logo বীরগঞ্জে ৪টি ইউনিয়ন বাল্যবিবাহ ও ১টি ইউনিয়ন শিশু শ্রম মুক্ত ঘোষণা

প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অন্তর্ভুক্ত করার দাবীতে চাঁদপুরে কিন্ডারগার্টেন শিক্ষার্থীদের মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

‘জুলাইয়ের বাংলায় বৈষম্যের ঠাঁই নাই” এই শ্লোগানকে সামনে রেখে চাঁদপুরে কিন্ডারগার্টেন শিক্ষকদের মানববন্ধন অনুষ্ঠিত।বৃহস্পতিবার (২৪ জুলাই) সকালে বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন চাঁদপুর জেলা শাখার সার্বিক তত্ত্বাবধানে একযোগে জেলার ৮ উপজেলায় এই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। এতে জেলার প্রায় ৬৮৪ টি কিন্ডারগার্টেন অংশগ্রহণ করে। মানববন্ধন শেষে জেলা প্রশাসক এবং সকল উপজেলায় নির্বাহী কর্মকর্তার মাধ্যমে অন্তর্র্বতীকালীন সরকারের প্রধান উপদেষ্টার বরাবর স্মারকলিপি প্রদান করা হয়

এই দিন‌ সকাল ১০ টায় সংগঠনটির চাঁদপুর সদর উপজেলা শাখার আয়োজনে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে চাঁদপুর সদর উপজেলার ৭৩ কিন্ডারগার্টেনের শিক্ষকরা অংশগ্রহণ করেন। এসময় শিক্ষা প্রতিষ্ঠানের আলাদা ব্যানার এবং শিক্ষকদের হাতে দাবি আদায়ের বিভিন্ন স্লোগান সম্মিলিত ফেস্টুন দেখা গেছে।

বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন চাঁদপুর সদর উপজেলা শাখার সভাপতি লায়ন গোলাম হোসেন টিটোর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মৃণাল কান্তি দাসের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা শাখার সভাপতি ওমর ফারুক।‌

প্রধান বক্তার বক্তব্য রাখেন জেলা শাখার সাধারণ সম্পাদক সবুজ ভদ্র। আরো বক্তব্য রাখেন সদর উপজেলার শাখার সহ-সভাপতি মাহমুদা খানম, আবুল কালাম আজাদ, কবিতা সাহা, আইভী হীরা, মোঃ কাউসার পাটোয়ারী, সদস্য মোঃ হাবিবুর রহমান, খাজা জুবায়ের, ওয়ালীউল্লাহ, মোঃ আব্দুল হামিদ, মৃদুল কান্তি দাস।

বক্তারা বলেন, বর্তমান সরকারের প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় কিন্ডারগার্টেনের শিক্ষার্থীদের ওপর বৈষম্য করছে। জুলাই অভ্যুত্থানের পর এ দেশে আর কোনো বৈষম্য থাকার কথা না। অথচ সরকারের যারা উপদেষ্টা রয়েছেন তারা বৈষম্য সৃষ্টি করে কিন্ডারগার্টেনের পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের পরীক্ষায় অংশগ্রহণ থেকে বঞ্চিত করছেন। আমরা সরকারি প্রাথমিক বৃত্তি পরীক্ষায় কিন্ডারগার্টেনের পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের অংশগ্রহণের সুযোগ দেওয়ার দাবি জানাই।

বক্তারা আরো বলেন, এই পরীক্ষাটি হচ্ছে শিশু শিক্ষার্থীদের মেধা যাচাইয়ের একটি জাতীয় পরীক্ষা। সেখানে বাংলাদেশের ৮০ পার্সেন্ট শিক্ষার্থীকে এই সুযোগ থেকে বঞ্চিত করা হচ্ছে। সরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা প্রতি মাসে সরকারি উপবৃত্তি পাচ্ছে। তার উপর আবার নতুন করে তাদের বৃত্তি প্রদান করা হবে। অথচ একই দেশের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের কোমলমতি শিক্ষার্থীরা এই সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে। আমরা সরকারের প্রতি আকুল আবেদন জানাব, আপনারা আমাদের এই যৌক্তিক দাবি মেনে নিন। অন্যথায় আমরা কঠোর আন্দোলনে যেতে বাধ্য হব।

মানববন্ধন শেষে বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন চাঁদপুর জেলা শাখা এবং সদর উপজেলা শাখা নেতৃবৃন্দ চাঁদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক সুচিত্র রঞ্জন দাসের কাছের স্মারকলিপি প্রদান করেন। এরপর নেতৃবৃন্দরা চাঁদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাখাওয়াত জামিন সৈকতের হাতে স্মারকলিপি প্রদান করেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

পলাশবাড়ীতে ভূয়া সমিতির নামে পৌনে এক কোটির টাকার গাছ বিক্রি করে অর্থ লুটপাট

প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অন্তর্ভুক্ত করার দাবীতে চাঁদপুরে কিন্ডারগার্টেন শিক্ষার্থীদের মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

আপডেট সময় : ০৭:১৮:১৬ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ২৪ জুলাই ২০২৫

‘জুলাইয়ের বাংলায় বৈষম্যের ঠাঁই নাই” এই শ্লোগানকে সামনে রেখে চাঁদপুরে কিন্ডারগার্টেন শিক্ষকদের মানববন্ধন অনুষ্ঠিত।বৃহস্পতিবার (২৪ জুলাই) সকালে বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন চাঁদপুর জেলা শাখার সার্বিক তত্ত্বাবধানে একযোগে জেলার ৮ উপজেলায় এই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। এতে জেলার প্রায় ৬৮৪ টি কিন্ডারগার্টেন অংশগ্রহণ করে। মানববন্ধন শেষে জেলা প্রশাসক এবং সকল উপজেলায় নির্বাহী কর্মকর্তার মাধ্যমে অন্তর্র্বতীকালীন সরকারের প্রধান উপদেষ্টার বরাবর স্মারকলিপি প্রদান করা হয়

এই দিন‌ সকাল ১০ টায় সংগঠনটির চাঁদপুর সদর উপজেলা শাখার আয়োজনে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে চাঁদপুর সদর উপজেলার ৭৩ কিন্ডারগার্টেনের শিক্ষকরা অংশগ্রহণ করেন। এসময় শিক্ষা প্রতিষ্ঠানের আলাদা ব্যানার এবং শিক্ষকদের হাতে দাবি আদায়ের বিভিন্ন স্লোগান সম্মিলিত ফেস্টুন দেখা গেছে।

বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন চাঁদপুর সদর উপজেলা শাখার সভাপতি লায়ন গোলাম হোসেন টিটোর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মৃণাল কান্তি দাসের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা শাখার সভাপতি ওমর ফারুক।‌

প্রধান বক্তার বক্তব্য রাখেন জেলা শাখার সাধারণ সম্পাদক সবুজ ভদ্র। আরো বক্তব্য রাখেন সদর উপজেলার শাখার সহ-সভাপতি মাহমুদা খানম, আবুল কালাম আজাদ, কবিতা সাহা, আইভী হীরা, মোঃ কাউসার পাটোয়ারী, সদস্য মোঃ হাবিবুর রহমান, খাজা জুবায়ের, ওয়ালীউল্লাহ, মোঃ আব্দুল হামিদ, মৃদুল কান্তি দাস।

বক্তারা বলেন, বর্তমান সরকারের প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় কিন্ডারগার্টেনের শিক্ষার্থীদের ওপর বৈষম্য করছে। জুলাই অভ্যুত্থানের পর এ দেশে আর কোনো বৈষম্য থাকার কথা না। অথচ সরকারের যারা উপদেষ্টা রয়েছেন তারা বৈষম্য সৃষ্টি করে কিন্ডারগার্টেনের পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের পরীক্ষায় অংশগ্রহণ থেকে বঞ্চিত করছেন। আমরা সরকারি প্রাথমিক বৃত্তি পরীক্ষায় কিন্ডারগার্টেনের পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের অংশগ্রহণের সুযোগ দেওয়ার দাবি জানাই।

বক্তারা আরো বলেন, এই পরীক্ষাটি হচ্ছে শিশু শিক্ষার্থীদের মেধা যাচাইয়ের একটি জাতীয় পরীক্ষা। সেখানে বাংলাদেশের ৮০ পার্সেন্ট শিক্ষার্থীকে এই সুযোগ থেকে বঞ্চিত করা হচ্ছে। সরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা প্রতি মাসে সরকারি উপবৃত্তি পাচ্ছে। তার উপর আবার নতুন করে তাদের বৃত্তি প্রদান করা হবে। অথচ একই দেশের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের কোমলমতি শিক্ষার্থীরা এই সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে। আমরা সরকারের প্রতি আকুল আবেদন জানাব, আপনারা আমাদের এই যৌক্তিক দাবি মেনে নিন। অন্যথায় আমরা কঠোর আন্দোলনে যেতে বাধ্য হব।

মানববন্ধন শেষে বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন চাঁদপুর জেলা শাখা এবং সদর উপজেলা শাখা নেতৃবৃন্দ চাঁদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক সুচিত্র রঞ্জন দাসের কাছের স্মারকলিপি প্রদান করেন। এরপর নেতৃবৃন্দরা চাঁদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাখাওয়াত জামিন সৈকতের হাতে স্মারকলিপি প্রদান করেন।