ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) অন্যতম সাংস্কৃতিক সংগঠন জুলাই ৩৬ হল কালচারাল ক্লাবের ২০২৫-২৬ কার্যবর্ষের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। নবগঠিত কমিটিতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সাজিয়া তাসনিম আপন এবং সাধারণ সম্পাদক হয়েছেন মার্কেটিং বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী জান্নাতুল তামান্না।
বুধবার (২৩ জুলাই) দুপুর ৩টায় হল প্রভোস্টের কার্যালয়ে এ কমিটি ঘোষণা করা হয়।
কমিটির অন্যান্য দায়িত্বপ্রাপ্তরা হলেন- সহ-সভাপতি শাপলা খাতুন ও রাফিয়া নাজনীন কথা, যুগ্ম সাধারণ সম্পাদক শারমিন শিলা ও আফসানা পারভিন তিনা, সাংগঠনিক সম্পাদক রাইসা আমিন লস্কর, দপ্তর সম্পাদক রেজওয়ানা শহিদ বিথী, অর্থ সম্পাদক জাকিয়া সুলতানা, ইভেন্ট ম্যানেজমেন্ট সম্পাদক মারিয়ম আক্তার চৈতি, উপ-ইভেন্ট ম্যানেজমেন্ট সম্পাদক অদিতি ঢালী, তথ্য ও প্রযুক্তি সম্পাদক জেরিন আক্তার মিম, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মায়মুনা সুলতানা, উপ ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক চন্দ্রা বিশ্বাস, কার্যনির্বাহী সদস্য তাজনিমা, তাসনিম ফেরদৌস শেফা, শারমিন আক্তার, রুমানা আক্তার, আকলিমা খাতুন ও বিদিথী শিকদার।
নবনির্বাচিত সাধারণ সম্পাদক জান্নাতুল তামান্না বলেন, “হলভিত্তিক সাংস্কৃতিক কর্মকাণ্ডে ধারাবাহিকতা বজায় রাখতেই এই কমিটি কাজ করবে। আমরা চাই, এই ক্লাবের মাধ্যমে শিক্ষার্থীদের সৃজনশীলতা, সাংস্কৃতিক দক্ষতা ও নেতৃত্বের বিকাশ ঘটুক। সকলে সহযোগিতার মনোভাব নিয়ে কাজ করলে একদিন এই ক্লাব জাতীয় পরিচিতি পাবে—এটাই আমাদের প্রত্যাশা।”
দায়িত্ব পাওয়ার অনুভূতি জানিয়ে সভাপতি সাজিয়া তাসনিম আপন বলেন, “ক্লাবের সকল সদস্য ও শুভাকাঙ্ক্ষীদের প্রতি কৃতজ্ঞতা জানাই। আমরা সম্মিলিতভাবে কাজ করে ক্লাবকে আরও প্রাণবন্ত, সৃজনশীল ও মর্যাদাপূর্ণ সংগঠনে পরিণত করতে চাই। সবার সহযোগিতা কামনা করছি।”
এ বিষয়ে মন্তব্য করতে গিয়ে জুলাই ৩৬ হলের প্রভোস্ট অধ্যাপক ড. এ কে এম শামছুল হক ছিদ্দিকী বলেন, “জুলাই ৩৬ হল ‘৫ আগস্ট’-এর আত্মত্যাগ ও সংগ্রামের স্মারক। এই হলের সাংস্কৃতিক ক্লাব নতুন নেতৃত্বের হাত ধরে আরও সাফল্য অর্জন করবে—এমনটাই আমার প্রত্যাশা।”