ইবি-মার্কফিল্ড ইনস্টিটিউট সমঝোতা স্মারক স্বাক্ষরিত

যুক্তরাজ্যের উচ্চশিক্ষাবিষয়ক প্রতিষ্ঠান মার্কফিল্ড ইনস্টিটিউট অব হায়ার এডুকেশন (Markfield Institute of Higher Education, UK)-এর সঙ্গে সমঝোতা স্মারক (MoU)) সই করেছে ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া।

সোমবার (২১ জুলাই) ইংল্যান্ডের লেস্টার শহরের সন্নিকটে অবস্থিত মার্কফিল্ড ইনস্টিটিউটের ক্যাম্পাসে এই সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। এতে ইসলামী বিশ্ববিদ্যালয়ের পক্ষে ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. নকীব মুহাম্মদ নসরুল্লাহ এবং মার্কফিল্ড ইনস্টিটিউটের পক্ষে রেক্টর ড. জাহিদ পারভেজ স্বাক্ষর করেন। মঙ্গলবার (২২ জুলাই) তথ্য, প্রকাশনা ও জনসংযোগ অফিসের উপ-পরিচালক মো: রাজিবুল ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ইসলামিক ইউনিভার্সিটি অ্যালামনাই ইউকের সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান, ইসলামী ফাউন্ডেশন লেস্টারের পরিচালক ফারুক মুরাদ, ইসলামী বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক দেলোয়ার হোসাইন এবং ভাইস চ্যান্সেলরের সহধর্মিণী আমেনা খাতুন।

সমঝোতা স্মারকের আওতায় দুই প্রতিষ্ঠানের মধ্যে উচ্চশিক্ষা সংক্রান্ত বিভিন্ন ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা ও উন্নয়নমূলক কার্যক্রম চালানো হবে। এর মধ্যে রয়েছে—যৌথ গবেষণা, শিক্ষার্থী ও শিক্ষক বিনিময়, এবং যৌথ প্রকল্প বাস্তবায়ন।

অনুষ্ঠানে ভাইস চ্যান্সেলর ড. নকীব ও রেক্টর ড. জাহিদ পৃথকভাবে তাঁদের নিজ নিজ প্রতিষ্ঠানের কার্যক্রম ও ইতিহাস তুলে ধরেন। প্রফেসর ড. নকীব তাঁর উপস্থাপনায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠা, লক্ষ্য-উদ্দেশ্য এবং ৪৬ বছরের পথচলার নানা দিক তুলে ধরেন। তিনি জানান, বর্তমানে বিশ্ববিদ্যালয়ে নয়টি অনুষদের অধীনে ৩৮টি বিভাগ চালু রয়েছে, যার মধ্যে চারটি বিভাগ ইসলামভিত্তিক উচ্চতর শিক্ষা কার্যক্রম চালিয়ে যাচ্ছে।

তিনি আরও জানান, ইসলামী শিক্ষার সাথে আধুনিক শিক্ষার সমন্বয়ে উচ্চশিক্ষায় অবদান রাখার লক্ষ্যে কাজ করে যাচ্ছে বিশ্ববিদ্যালয়। এছাড়া শিক্ষার্থীদের জন্য নতুন ৩টি হল এবং শিক্ষকদের আবাসিক ভবন নির্মাণসহ বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রমের কথাও তুলে ধরেন তিনি।

অনুষ্ঠান শেষে উপস্থিতরা মার্কফিল্ড ইনস্টিটিউট ও ইসলামিক ফাউন্ডেশনের লাইব্রেরি, কিউব পাবলিকেশন্সসহ বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ইবি-মার্কফিল্ড ইনস্টিটিউট সমঝোতা স্মারক স্বাক্ষরিত

আপডেট সময় : ০২:১৬:৩৯ অপরাহ্ণ, বুধবার, ২৩ জুলাই ২০২৫

যুক্তরাজ্যের উচ্চশিক্ষাবিষয়ক প্রতিষ্ঠান মার্কফিল্ড ইনস্টিটিউট অব হায়ার এডুকেশন (Markfield Institute of Higher Education, UK)-এর সঙ্গে সমঝোতা স্মারক (MoU)) সই করেছে ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া।

সোমবার (২১ জুলাই) ইংল্যান্ডের লেস্টার শহরের সন্নিকটে অবস্থিত মার্কফিল্ড ইনস্টিটিউটের ক্যাম্পাসে এই সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। এতে ইসলামী বিশ্ববিদ্যালয়ের পক্ষে ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. নকীব মুহাম্মদ নসরুল্লাহ এবং মার্কফিল্ড ইনস্টিটিউটের পক্ষে রেক্টর ড. জাহিদ পারভেজ স্বাক্ষর করেন। মঙ্গলবার (২২ জুলাই) তথ্য, প্রকাশনা ও জনসংযোগ অফিসের উপ-পরিচালক মো: রাজিবুল ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ইসলামিক ইউনিভার্সিটি অ্যালামনাই ইউকের সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান, ইসলামী ফাউন্ডেশন লেস্টারের পরিচালক ফারুক মুরাদ, ইসলামী বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক দেলোয়ার হোসাইন এবং ভাইস চ্যান্সেলরের সহধর্মিণী আমেনা খাতুন।

সমঝোতা স্মারকের আওতায় দুই প্রতিষ্ঠানের মধ্যে উচ্চশিক্ষা সংক্রান্ত বিভিন্ন ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা ও উন্নয়নমূলক কার্যক্রম চালানো হবে। এর মধ্যে রয়েছে—যৌথ গবেষণা, শিক্ষার্থী ও শিক্ষক বিনিময়, এবং যৌথ প্রকল্প বাস্তবায়ন।

অনুষ্ঠানে ভাইস চ্যান্সেলর ড. নকীব ও রেক্টর ড. জাহিদ পৃথকভাবে তাঁদের নিজ নিজ প্রতিষ্ঠানের কার্যক্রম ও ইতিহাস তুলে ধরেন। প্রফেসর ড. নকীব তাঁর উপস্থাপনায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠা, লক্ষ্য-উদ্দেশ্য এবং ৪৬ বছরের পথচলার নানা দিক তুলে ধরেন। তিনি জানান, বর্তমানে বিশ্ববিদ্যালয়ে নয়টি অনুষদের অধীনে ৩৮টি বিভাগ চালু রয়েছে, যার মধ্যে চারটি বিভাগ ইসলামভিত্তিক উচ্চতর শিক্ষা কার্যক্রম চালিয়ে যাচ্ছে।

তিনি আরও জানান, ইসলামী শিক্ষার সাথে আধুনিক শিক্ষার সমন্বয়ে উচ্চশিক্ষায় অবদান রাখার লক্ষ্যে কাজ করে যাচ্ছে বিশ্ববিদ্যালয়। এছাড়া শিক্ষার্থীদের জন্য নতুন ৩টি হল এবং শিক্ষকদের আবাসিক ভবন নির্মাণসহ বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রমের কথাও তুলে ধরেন তিনি।

অনুষ্ঠান শেষে উপস্থিতরা মার্কফিল্ড ইনস্টিটিউট ও ইসলামিক ফাউন্ডেশনের লাইব্রেরি, কিউব পাবলিকেশন্সসহ বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করেন।