কচুয়ায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ

শিক্ষা হচ্ছে জাতির উন্নয়নের প্রধান চালিকা শক্তি—এই মূল লক্ষ্যকে সামনে রেখে চাঁদপুরের কচুয়া উপজেলার নন্দনপুর ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ে আয়োজিত এক অনাড়ম্বর অনুষ্ঠানে বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়।

ইউনিয়ন পরিষদের উন্নয়ন তহবিলের মাধ্যমে উপজেলার অন্তর্গত ৫নং পশ্চিম সহদেবপুর ইউনিয়নের কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানের অসচ্ছল ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে খাতা, কলম, পেন্সিল, রাবার, জ্যামিতি বক্স, স্কুল ব্যাগ ও ছাতাসহ প্রয়োজনীয় শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কচুয়া উপজেলা নির্বাহী অফিসার ও বিদ্যালয়ের সভাপতি মুহাম্মদ হেলাল চৌধুরী।

তিনি তার বক্তব্যে বলেন—শিক্ষার মানোন্নয়নে আমরা কাজ করে যাচ্ছি। শিক্ষার্থীদের কোনোভাবেই শিক্ষা থেকে বঞ্চিত হওয়া চলবে না। উপজেলা প্রশাসন সবসময় শিক্ষার্থীদের পাশে থাকবে।”

তিনি আরও বলেন,শিক্ষা সামগ্রী বিতরণ শুধু একটি আনুষ্ঠানিকতা নয়, এটি একটি মানবিক উদ্যোগ, যা কোমলমতি শিক্ষার্থীদের আগ্রহ বাড়ায় এবং তাদের আত্মবিশ্বাস জোগায়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নন্দনপুর ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হারাধন চন্দ্র ভৌমিক।

বিদ্যালয়ের সহকারী শিক্ষক ইব্রাহিম খলিলের পরিচালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন,ইউপি চেয়ারম্যান মোঃ আলমগীর হোসেন,বিশিষ্ট শিক্ষানুরাগী ডাঃ আবু তাহের নয়ন,তুলপাই উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ জহিরুল ইসলাম,প্রসন্নকাপ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিবাস চন্দ্র গোপ সহ আরো অনেকে।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক প্রতিনিধি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সাংবাদিকবৃন্দ।

অনুষ্ঠানে অন্যান্য বক্তারা বলেন, শুধু পুঁথিগত বিদ্যা নয়, শিক্ষার্থীদের চারিত্রিক গঠন এবং সামাজিক সচেতনতা তৈরিতেও বিদ্যালয়ের ভূমিকা গুরুত্বপূর্ণ।

শিক্ষা উপকরণ হাতে পেয়ে শিক্ষার্থীদের মুখে হাসি ফুটে ওঠে। অনেক শিক্ষার্থী জানায়, তারা এই সহায়তায় লেখাপড়ার প্রতি আরও উৎসাহী হবে।

এ ধরনের উদ্যোগ শিক্ষার্থীদের প্রাতিষ্ঠানিক শিক্ষায় আগ্রহ বৃদ্ধিতে যেমন সহায়ক, তেমনি স্থানীয় পর্যায়ে শিক্ষা উন্নয়নে একটি কার্যকর পদক্ষেপ হিসেবেও বিবেচিত হচ্ছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কচুয়ায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ

আপডেট সময় : ০৭:৪৪:০৪ অপরাহ্ণ, সোমবার, ২১ জুলাই ২০২৫

শিক্ষা হচ্ছে জাতির উন্নয়নের প্রধান চালিকা শক্তি—এই মূল লক্ষ্যকে সামনে রেখে চাঁদপুরের কচুয়া উপজেলার নন্দনপুর ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ে আয়োজিত এক অনাড়ম্বর অনুষ্ঠানে বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়।

ইউনিয়ন পরিষদের উন্নয়ন তহবিলের মাধ্যমে উপজেলার অন্তর্গত ৫নং পশ্চিম সহদেবপুর ইউনিয়নের কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানের অসচ্ছল ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে খাতা, কলম, পেন্সিল, রাবার, জ্যামিতি বক্স, স্কুল ব্যাগ ও ছাতাসহ প্রয়োজনীয় শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কচুয়া উপজেলা নির্বাহী অফিসার ও বিদ্যালয়ের সভাপতি মুহাম্মদ হেলাল চৌধুরী।

তিনি তার বক্তব্যে বলেন—শিক্ষার মানোন্নয়নে আমরা কাজ করে যাচ্ছি। শিক্ষার্থীদের কোনোভাবেই শিক্ষা থেকে বঞ্চিত হওয়া চলবে না। উপজেলা প্রশাসন সবসময় শিক্ষার্থীদের পাশে থাকবে।”

তিনি আরও বলেন,শিক্ষা সামগ্রী বিতরণ শুধু একটি আনুষ্ঠানিকতা নয়, এটি একটি মানবিক উদ্যোগ, যা কোমলমতি শিক্ষার্থীদের আগ্রহ বাড়ায় এবং তাদের আত্মবিশ্বাস জোগায়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নন্দনপুর ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হারাধন চন্দ্র ভৌমিক।

বিদ্যালয়ের সহকারী শিক্ষক ইব্রাহিম খলিলের পরিচালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন,ইউপি চেয়ারম্যান মোঃ আলমগীর হোসেন,বিশিষ্ট শিক্ষানুরাগী ডাঃ আবু তাহের নয়ন,তুলপাই উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ জহিরুল ইসলাম,প্রসন্নকাপ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিবাস চন্দ্র গোপ সহ আরো অনেকে।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক প্রতিনিধি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সাংবাদিকবৃন্দ।

অনুষ্ঠানে অন্যান্য বক্তারা বলেন, শুধু পুঁথিগত বিদ্যা নয়, শিক্ষার্থীদের চারিত্রিক গঠন এবং সামাজিক সচেতনতা তৈরিতেও বিদ্যালয়ের ভূমিকা গুরুত্বপূর্ণ।

শিক্ষা উপকরণ হাতে পেয়ে শিক্ষার্থীদের মুখে হাসি ফুটে ওঠে। অনেক শিক্ষার্থী জানায়, তারা এই সহায়তায় লেখাপড়ার প্রতি আরও উৎসাহী হবে।

এ ধরনের উদ্যোগ শিক্ষার্থীদের প্রাতিষ্ঠানিক শিক্ষায় আগ্রহ বৃদ্ধিতে যেমন সহায়ক, তেমনি স্থানীয় পর্যায়ে শিক্ষা উন্নয়নে একটি কার্যকর পদক্ষেপ হিসেবেও বিবেচিত হচ্ছে।