নজরুল ইসলাম, সিরাজগঞ্জ:বর্তমান বাংলাদেশে বাস্তবমুখী ও কর্মমুখী শিক্ষার প্রসার ঘটছে উল্লেখ করে সিরাজগঞ্জের জেলা প্রশাসক মুহাম্মদ নজরুল ইসলাম বলেছেন, টেক্সটাইল ইঞ্জিনিয়ারিংসহ বিভিন্ন কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে বের হয়ে আসা শিক্ষার্থীরা এখন আর বেকার থাকেন না। তারা দক্ষতা ও যোগ্যতার মাধ্যমে নিজের পছন্দের পেশা বেছে নিচ্ছেন এবং উদ্যোক্তা হিসেবেও আত্মপ্রকাশ করছেন।
সোমবার (২১ জুলাই) দুপুরে সিরাজগঞ্জ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটের প্রথম ব্যাচের ১২৮ জন শিক্ষার্থীর বিদায়ী অনুষ্ঠান উপলক্ষে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জেলা প্রশাসক আরও বলেন, দেশ-বিদেশে এসব প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের চাহিদা রয়েছে। একজন কারিগরি জ্ঞানসম্পন্ন মানুষ এখন শুধু চাকরির পেছনে ছোটে না, বরং নিজেই কর্মসংস্থানের সুযোগ তৈরি করে নেন।
অনুষ্ঠানে প্রতিষ্ঠানটির অধ্যক্ষ ইঞ্জিনিয়ার নাসির উদ্দিনের সভাপতিত্বে এবং জুনিয়র ইনস্ট্রাক্টর ইঞ্জিনিয়ার আল-আমিন ও নিশাত তাসনিমের সঞ্চালনায় বক্তব্য রাখেন কাজিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা দেওয়ান আকরামুল হক, স্ট্যান্ডার্ড গ্রুপের চিফ হিউম্যান রিসোর্স অফিসার রেজাউল করিমসহ আরও অনেকে।
আলোচনা শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়, যেখানে বিদায়ী শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন এবং আবেগঘন পরিবেশে স্মৃতিচারণ করেন।