‘উচ্চশিক্ষিত বেকার নয়, উচ্চশিক্ষিত জনশক্তি’ এই স্লোগানকে সামনে রেখে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি) এর উদ্যোগে ‘এম্পাওয়ারিং ইয়ুথ ফর ইকোনমিক রেভ্যুলেশন’ শীর্ষক সেমিনার আয়োজন করতে যাচ্ছে। আগামী ২০ জুলাই (রবিবার) সকাল ৯টায় বিশ্ববিদ্যালয়ের কাজী নজরুল ইসলাম মিলনায়তনে এ সেমিনার অনুষ্ঠিত হবে৷
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্য প্রফেসর ড. মাছুমা হাবিব। প্রধান পৃষ্ঠপোষক হিসেবে উপস্থিত থাকবেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. সালেহ হাসান নকীব।
সেমিনারের টেকনিক্যাল সেশনে Rajshahi University business idea competition (RUBiC) এবং ন্যাশনাল সেমিনারের লক্ষ্য ও উদ্দেশ্য তুলে ধরবেন রাবি আইকিউএসি -এর পরিচালক ড. মো. আবু রেজা। তরুণ উদ্যোক্তাদের উদ্দীপ্ত করবেন এসএমই ফাউন্ডেশনের এমডি আনোয়ার হোসেন চৌধুরী। এছাড়াও দিক নির্দেশনামূলক বক্তব্য এবং বাণিজ্য শিল্পায়নে বিভিন্ন সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের সহযোগিতা বিষয়ে আলোচনা করবেন ইউজিসি-এর ডেপুটি ডিরেক্টর ইঞ্জিনিয়ার মোহাম্মদ মনিরুল্লাহ এবং Aspire to Innovate(a2i) এর পরিচালক তৌফিকুর রহমান৷
সেমিনারে অংশগ্রহণের জন্য অনলাইনে রেজিস্ট্রেশন শুরু হবে আগামী ৪ জুলাই এবং শেষ হবে ১০ জুলাই রাত ১২ টায়৷ সেমিনারে রাবির ৬০০ শিক্ষার্থী ও ২০০ জন শিক্ষক রেজিষ্ট্রেশন করার সুযোগ পাবেন৷ শিক্ষার্থীদের জন্য রেজিস্ট্রেশন ফ্রি ২৫০ টাকা ও শিক্ষকদের জন্য রেজিস্ট্রেশন ফি ৫০০ টাকা।
রেজিষ্ট্রেশন লিংক : https://docs.google.com/forms/ d/e/ 1FAIpQLSdiL7Pn560MXjenp9p45jYa KSOTINIz84nSJ W-riMuc9vwDOw/viewform লিংকের মাধ্যমে।