নিউজ ডেস্ক:
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) মুক্তিযুদ্ধের আর্ট ক্যাম্প ও স্মারক প্রদর্শনীর উদ্বোধন করা হয়েছে।
শনিবার উপাচার্য অধ্যাপক ড. ফারজানা ইসলাম প্রধান অতিথি হিসেবে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ক্যাফেটেরিয়া প্রাঙ্গণে এ প্রদর্শনী উদ্বোধন করেন।
জাবি ছাত্র-শিক্ষক কেন্দ্রের আয়োজনে সপ্তাহব্যাপী মুক্তিসংগ্রাম নাট্য উৎসবের অংশ হিসেবে এ প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। উদ্বোধনী ভাষণে উপাচার্য অধ্যাপক ড. ফারজানা ইসলাম বলেন, বাংলাদেশের মুক্তিসংগ্রামে রাজনৈতিক নেতা-কর্মীদের পাশাপাশি কৃষক, শ্রমিক, শিল্পী-সাহিত্যিক, কলা-কুশলীদের অবদান রয়েছে।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপউপাচার্য অধ্যাপক ড. আবুল হোসেন, ছাত্র-শিক্ষক কেন্দ্রের পরিচালক অধ্যাপক বশির আহমেদ, শিল্পী সমর জিৎ রায় চৌধুরী, ভাস্কর হামিদুজ্জামান, বীরেন সোম, দুলাল চন্দ্র গায়েন, আইভি জামান, গোপাল চন্দ ত্রিবেদী, চঞ্চল চৌধুরী, ড. আজহারুল ইসলাম প্রমুখ।