মঙ্গলবার | ২০ জানুয়ারি ২০২৬ | শীতকাল
শিরোনাম :
Logo মোটরসাইকেল দুর্ঘটনায় সবজি ব্যবসায়ী নিহত Logo আইইবি’র টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের উদ্যোগে অনুষ্ঠিত হলো এআই ভিত্তিক টেক্সটাইল অটোমেশন বিষয়ক সেমিনার Logo শহিদ জিয়ার জন্মবার্ষিকীতে খুবি এনটিএ ও ইউট্যাবের দোয়া Logo এবারের ভোটে রাজনৈতিক দলগুলো যদি লাইনের বাইরে চলে যায়, তাহলে তাদের চড়া মাশুল গুনতে হবে-সাতক্ষীরায় মহিলা ও শিশু বিষয়ক উপদেষ্টা Logo খুবিতে প্রথম বর্ষের ভর্তি কার্যক্রম প্রত্যক্ষ করলেন উপ-উপাচার্য Logo আজ শহীদ জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকী Logo জিয়াউর রহমান : এক সত্যিকারের দেশপ্রেমিক ও জাতি গঠনের কারিগর Logo কেন ‘হ্যাঁ’ ভোটের পক্ষে প্রধান উপদেষ্টা ও অন্তর্বর্তী সরকার: প্রেস উইংয়ের ব্যাখ্যা Logo পলাশবাড়ীর ফুটপাতেই ডাক্তারের উপহার, প্রশ্নবিদ্ধ স্বাস্থ্যখাতের নৈতিকতা! Logo পলাশবাড়ীর ফুটপাতেই ডাক্তারের উপহার, প্রশ্নবিদ্ধ স্বাস্থ্যখাতের নৈতিকতা!

র‌্যাংকিংয়ে টাইগারদের ছয়ে ওঠার সুবর্ণ সুযোগ !

  • amzad khan
  • আপডেট সময় : ১২:২৭:০৪ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ২৩ মার্চ ২০১৭
  • ৭৬৯ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

শততম টেস্ট জয়ের মধ্য দিয়ে ১-১ সমতায় দুই ম্যাচের টেস্ট সিরিজ শেষ করে টাইগারদের আত্মবিশ্বাস এখন তুঙ্গে। আর এমন সময় মাশরাফিদের সামনে কড়া নাড়ছে শ্রীলঙ্কার বিপক্ষে আসন্ন তিন ম্যাচের ওয়ানডে সিরিজ দিয়ে ষষ্ঠ স্থানে ওঠার সুবর্ণ সুযোগ যেন।

শনিবার (২৫ মার্চ) প্রথম ওয়ানডেতে মুখোমুখি হবে দু’দল। রাঙ্গিরি ডাম্বুলা আন্তর্জাতিক স্টেডিয়ামে খেলা ‍শুরু ‍বাংলাদেশ সময় বিকেল ৩টায়। একই গ্রাউন্ডে একই সময়ে দ্বিতীয় ম্যাচ ২৮ মার্চ। কলম্বোয় ১ এপ্রিল তৃতীয় ও শেষ ওয়ানডে। ওডিআই সিরিজের পর থাকছে দু’টি টি-টোয়েন্টি (৪ ও ৬ এপ্রিল)।

ওয়ানডে টিম র‌্যাংকিংয়ে শ্রীলঙ্কার পরেই বাংলাদেশের অবস্থান। রেটিং পয়েন্ট যথাক্রমে ৯৮, ৯১। ২ রেটিং পয়েন্ট পিছিয়ে অষ্টম স্থানে পাকিস্তান। ৮৪ রেটিং পয়েন্ট নিয়ে ৯ নম্বরে ওয়েস্ট ইন্ডিজ। লঙ্কানদের মাটিতে প্রথমবারের মতো টেস্ট জিতে উজ্জীবিত মুশফিক-সাকিব-তামিম-মোস্তাফিজরা। এবার সীমিত ওভারের সিরিজের মিশনে প্রস্তুতি নেওয়ার সময়। টাইগারদের সামনে স্বাগতিকদের টপকে ছয় নম্বরে ওঠার অনন্য সুযোগ। সেক্ষেত্রে অপেক্ষাকৃত অনভিজ্ঞ লঙ্কান দলকে ৩-০ ব্যবধানে হারাতে হবে। হোয়াইটওয়াশ করতে পারলে দু’দলের রেটিং পয়েন্ট হবে সমান ৯৬। তবে পয়েন্টের ভগ্নাংশের হিসেবে এগিয়ে থাকবে সফরকারীরা।
২-১ ব্যবধানে ওডিআই সিরিজ জিততে পারলেও রেটিং পয়েন্টে ইতিবাচক পরিবর্তন আসবে। বাংলাদেশের ২ রেটিং পয়েন্ট বাড়ার বিপরীতে ১ রেটিং পয়েন্ট হারাবে শ্রীলঙ্কা। দু’দলের রেটিং পয়েন্টের ব্যবধান কমে আসবে চারে।

২০১৯ বিশ্বকাপে সরাসরি জায়গা করে নেওয়ার লক্ষ্যে বাংলাদেশের চোখ এখন র‌্যাংকিং টেবিলে। আগামী ৩০ সেপ্টেম্বরের র‌্যাংকিংয়ে স্বাগতিক দেশ ইংল্যান্ড ও অন্য সাতটি শীর্ষ টিম সরাসরি ২০১৯ ওয়ার্ল্ডকাপে খেলার যোগ্যতা অর্জন করবে। বলা বাহুল্য, ২০১৫ সালের ৩০ সেপ্টেম্বরের র‌্যাংকিংয়ে শীর্ষ ‍আটে থেকে আইসিসি চ্যাম্পিয়নস ট্রফিতে (১ জুন শুরু) নাম লেখায় টিম বাংলাদেশ।

র‌্যাংকিংয়ের শীর্ষস্থানধারী দক্ষিণ আফ্রিকার সংগ্রহ ১১৯। ১ রেটিং পয়েন্ট পিছিয়ে থেকে প্রোটিয়াদের ঘাড়ে নিশ্বাস ফেলছে অস্ট্রেলিয়া। তিনে নিউজিল্যান্ড (১১৩)। ১১২ রেটিং পয়েন্টে কিউইদের টপকাতে ছুটছে ভারত। পাঁচে ইংল্যান্ড (১০৮)।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

মোটরসাইকেল দুর্ঘটনায় সবজি ব্যবসায়ী নিহত

র‌্যাংকিংয়ে টাইগারদের ছয়ে ওঠার সুবর্ণ সুযোগ !

আপডেট সময় : ১২:২৭:০৪ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ২৩ মার্চ ২০১৭

নিউজ ডেস্ক:

শততম টেস্ট জয়ের মধ্য দিয়ে ১-১ সমতায় দুই ম্যাচের টেস্ট সিরিজ শেষ করে টাইগারদের আত্মবিশ্বাস এখন তুঙ্গে। আর এমন সময় মাশরাফিদের সামনে কড়া নাড়ছে শ্রীলঙ্কার বিপক্ষে আসন্ন তিন ম্যাচের ওয়ানডে সিরিজ দিয়ে ষষ্ঠ স্থানে ওঠার সুবর্ণ সুযোগ যেন।

শনিবার (২৫ মার্চ) প্রথম ওয়ানডেতে মুখোমুখি হবে দু’দল। রাঙ্গিরি ডাম্বুলা আন্তর্জাতিক স্টেডিয়ামে খেলা ‍শুরু ‍বাংলাদেশ সময় বিকেল ৩টায়। একই গ্রাউন্ডে একই সময়ে দ্বিতীয় ম্যাচ ২৮ মার্চ। কলম্বোয় ১ এপ্রিল তৃতীয় ও শেষ ওয়ানডে। ওডিআই সিরিজের পর থাকছে দু’টি টি-টোয়েন্টি (৪ ও ৬ এপ্রিল)।

ওয়ানডে টিম র‌্যাংকিংয়ে শ্রীলঙ্কার পরেই বাংলাদেশের অবস্থান। রেটিং পয়েন্ট যথাক্রমে ৯৮, ৯১। ২ রেটিং পয়েন্ট পিছিয়ে অষ্টম স্থানে পাকিস্তান। ৮৪ রেটিং পয়েন্ট নিয়ে ৯ নম্বরে ওয়েস্ট ইন্ডিজ। লঙ্কানদের মাটিতে প্রথমবারের মতো টেস্ট জিতে উজ্জীবিত মুশফিক-সাকিব-তামিম-মোস্তাফিজরা। এবার সীমিত ওভারের সিরিজের মিশনে প্রস্তুতি নেওয়ার সময়। টাইগারদের সামনে স্বাগতিকদের টপকে ছয় নম্বরে ওঠার অনন্য সুযোগ। সেক্ষেত্রে অপেক্ষাকৃত অনভিজ্ঞ লঙ্কান দলকে ৩-০ ব্যবধানে হারাতে হবে। হোয়াইটওয়াশ করতে পারলে দু’দলের রেটিং পয়েন্ট হবে সমান ৯৬। তবে পয়েন্টের ভগ্নাংশের হিসেবে এগিয়ে থাকবে সফরকারীরা।
২-১ ব্যবধানে ওডিআই সিরিজ জিততে পারলেও রেটিং পয়েন্টে ইতিবাচক পরিবর্তন আসবে। বাংলাদেশের ২ রেটিং পয়েন্ট বাড়ার বিপরীতে ১ রেটিং পয়েন্ট হারাবে শ্রীলঙ্কা। দু’দলের রেটিং পয়েন্টের ব্যবধান কমে আসবে চারে।

২০১৯ বিশ্বকাপে সরাসরি জায়গা করে নেওয়ার লক্ষ্যে বাংলাদেশের চোখ এখন র‌্যাংকিং টেবিলে। আগামী ৩০ সেপ্টেম্বরের র‌্যাংকিংয়ে স্বাগতিক দেশ ইংল্যান্ড ও অন্য সাতটি শীর্ষ টিম সরাসরি ২০১৯ ওয়ার্ল্ডকাপে খেলার যোগ্যতা অর্জন করবে। বলা বাহুল্য, ২০১৫ সালের ৩০ সেপ্টেম্বরের র‌্যাংকিংয়ে শীর্ষ ‍আটে থেকে আইসিসি চ্যাম্পিয়নস ট্রফিতে (১ জুন শুরু) নাম লেখায় টিম বাংলাদেশ।

র‌্যাংকিংয়ের শীর্ষস্থানধারী দক্ষিণ আফ্রিকার সংগ্রহ ১১৯। ১ রেটিং পয়েন্ট পিছিয়ে থেকে প্রোটিয়াদের ঘাড়ে নিশ্বাস ফেলছে অস্ট্রেলিয়া। তিনে নিউজিল্যান্ড (১১৩)। ১১২ রেটিং পয়েন্টে কিউইদের টপকাতে ছুটছে ভারত। পাঁচে ইংল্যান্ড (১০৮)।