কোহলিকে টপকে পঞ্চম স্থানে ওয়ার্নার

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ০৯:৫৭:৫৭ অপরাহ্ণ, মঙ্গলবার, ১২ আগস্ট ২০২৫
  • ৭০৯ বার পড়া হয়েছে

ভারতের বিরাট কোহলিকে পেছনে ফেলে স্বীকৃত টি-টোয়েন্টি ক্রিকেটে সর্বোচ্চ রানের তালিকায় পঞ্চম স্থানে উঠেছেন অস্ট্রেলিয়ার সাবেক ব্যাটার ডেভিড ওয়ার্নার।

গতরাতে ইংল্যান্ডের ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট দ্য হান্ড্রেড লিগে ম্যানচেস্টার অরিজিনালসের বিপক্ষে লন্ডন স্পিরিটের হয়ে ৫১ বলে ১২টি চার ও ১টি ছক্কায় ৭১ রানের ইনিংস উপহার দিয়ে টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রানের তালিকায় পঞ্চম স্থানে উঠেন ওয়ার্নার।

টি-টোয়েন্টি ক্রিকেটে ৪১৯ ম্যাচে ৩৬.৮০ গড় ও ১৪০.৪৫ স্ট্রাইকরেটে ১৩,৫৪৫ রান করেছেন ওয়ার্নার। ৪১৪ ম্যাচে ৪১.৯২ গড় ও ১৩৪.৬৭ স্ট্রাইকরেটে কোহলির রান ১৩,৫৪৩। কোহলির চেয়ে ২ রানে এগিয়ে আছেন ওয়ার্নার।

টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রানের তালিকায় শীর্ষে আছেন ওয়েস্ট ইন্ডিজের ক্রিস গেইল। ৪৬৩ ম্যাচে ১৪,৫৬২ রান করেছেন গেইল।

তালিকার দ্বিতীয় স্থানে আছেন গেইলের স্বদেশি কাইরন পোলার্ড। ৭০৭ ম্যাচে ১৩,৮৫৪ রান করেছেন পোলার্ড। ৫০৩ ম্যাচে ১৩,৮১৪ রান নিয়ে তৃতীয় স্থানে আছেন ইংল্যান্ডের অ্যালেক্স হেলস।

ওয়ার্নারের ঠিক উপরেই আছেন পাকিস্তানের শোয়েব মালিক। ৫৫৭ ম্যাচে ১৩,৫৭১ রান করেছেন মালিক।

দ্য হান্ড্রেডে ব্যাট হাতে দারুণ ছন্দে আছেন ওয়ার্নার। তিন ম্যাচ খেলে দুই হাফ-সেঞ্চুরিতে ইতোমধ্যে ১৫০ রান করেছেন তিনি। মালিককে টপকে চতুর্থ স্থানে উঠতে হয়ত খুব বেশি অপেক্ষা করতে হবে না ওয়ার্নারকে। আর ২৭ রান করলেই মালিককে টপকে যাবেন বাঁ-হাতি ব্যাটার ওয়ার্নার।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কোহলিকে টপকে পঞ্চম স্থানে ওয়ার্নার

আপডেট সময় : ০৯:৫৭:৫৭ অপরাহ্ণ, মঙ্গলবার, ১২ আগস্ট ২০২৫

ভারতের বিরাট কোহলিকে পেছনে ফেলে স্বীকৃত টি-টোয়েন্টি ক্রিকেটে সর্বোচ্চ রানের তালিকায় পঞ্চম স্থানে উঠেছেন অস্ট্রেলিয়ার সাবেক ব্যাটার ডেভিড ওয়ার্নার।

গতরাতে ইংল্যান্ডের ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট দ্য হান্ড্রেড লিগে ম্যানচেস্টার অরিজিনালসের বিপক্ষে লন্ডন স্পিরিটের হয়ে ৫১ বলে ১২টি চার ও ১টি ছক্কায় ৭১ রানের ইনিংস উপহার দিয়ে টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রানের তালিকায় পঞ্চম স্থানে উঠেন ওয়ার্নার।

টি-টোয়েন্টি ক্রিকেটে ৪১৯ ম্যাচে ৩৬.৮০ গড় ও ১৪০.৪৫ স্ট্রাইকরেটে ১৩,৫৪৫ রান করেছেন ওয়ার্নার। ৪১৪ ম্যাচে ৪১.৯২ গড় ও ১৩৪.৬৭ স্ট্রাইকরেটে কোহলির রান ১৩,৫৪৩। কোহলির চেয়ে ২ রানে এগিয়ে আছেন ওয়ার্নার।

টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রানের তালিকায় শীর্ষে আছেন ওয়েস্ট ইন্ডিজের ক্রিস গেইল। ৪৬৩ ম্যাচে ১৪,৫৬২ রান করেছেন গেইল।

তালিকার দ্বিতীয় স্থানে আছেন গেইলের স্বদেশি কাইরন পোলার্ড। ৭০৭ ম্যাচে ১৩,৮৫৪ রান করেছেন পোলার্ড। ৫০৩ ম্যাচে ১৩,৮১৪ রান নিয়ে তৃতীয় স্থানে আছেন ইংল্যান্ডের অ্যালেক্স হেলস।

ওয়ার্নারের ঠিক উপরেই আছেন পাকিস্তানের শোয়েব মালিক। ৫৫৭ ম্যাচে ১৩,৫৭১ রান করেছেন মালিক।

দ্য হান্ড্রেডে ব্যাট হাতে দারুণ ছন্দে আছেন ওয়ার্নার। তিন ম্যাচ খেলে দুই হাফ-সেঞ্চুরিতে ইতোমধ্যে ১৫০ রান করেছেন তিনি। মালিককে টপকে চতুর্থ স্থানে উঠতে হয়ত খুব বেশি অপেক্ষা করতে হবে না ওয়ার্নারকে। আর ২৭ রান করলেই মালিককে টপকে যাবেন বাঁ-হাতি ব্যাটার ওয়ার্নার।