নজরুল ইসলাম, সিরাজগঞ্জ :
সিরাজগঞ্জ সদর উজেলার শিয়ালকোল ইউনিয়নের ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ আব্দুল্লাহ আল মাহমুদ মেমোরিয়াল হাই স্কুল এন্ড কলেজ প্রাঙ্গণে চলাচলের অনুপযোগী রাস্তা সিসি ঢালাইয়ের মাধ্যমে সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার (২১ আগস্ট ২০২৫) সকাল ১১টার দিকে প্রতিষ্ঠানটি পরিদর্শন করেন ম্যানেজিং কমিটির সভাপতি ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মনোয়ার হোসেন।
এসময় তিনি ছাত্র-ছাত্রী ও শিক্ষকদের চলাচলের জন্য নতুন রাস্তা তৈরির পাশাপাশি ওয়াশরুম এবং শ্রেণিকক্ষ সংস্কারের বিষয়টি গুরুত্ব সহকারে উল্লেখ করেন। এজন্য তিনি ৪ নং শিয়ালকোল ইউনিয়ন পরিষদের প্রশাসক মো. নাজমুল হককে উদ্যোগী হওয়ার আহ্বান জানান।
সভাপতি ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মনোয়ার হোসেন বলেন, একটি বিদ্যালয়ের শিক্ষার মান নির্ভর করে শিক্ষাদানের সক্ষমতা, কৌশল ও নৈপুণ্যের ওপর। মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে অবকাঠামোগত উন্নয়নের পাশাপাশি সবার আন্তরিক সহযোগিতা প্রয়োজন। তিনি বিদ্যালয়ের সার্বিক কার্যক্রমে সকলকে আন্তরিকভাবে পাশে থাকার আহ্বান জানান।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন বিদ্যুৎ বিভাগের সাবেক সচিব ও প্রতিষ্ঠানের উপদেষ্টা মো. শাহ আলম, অধ্যক্ষ মাসুদ রানা, ইউনিয়ন পরিষদের প্রশাসক ও সদর উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. নাজমুল হক, ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা হাসান আলী, ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আব্দুস ছালাম টুপা সরকার, সহ সভাপতি ও বাজার কমিটির সাধারণ সম্পাদক আনিসুর রহমান, সহকারি প্রধান শিক্ষক গোপাল চন্দ্র রায় প্রমূখ।
পরিদর্শন কালে পদার্থবিজ্ঞানের প্রদর্শক আবু রায়হান, আইসিটি প্রকৌশলী আকতার হোসেন
প্রতিষ্ঠানের সায়েন্স ল্যাব ও আইসিটি ল্যাবের বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অবহিত করেন।
এসময় তিনি শিক্ষার্থীদের লেখাপড়ার খোঁজ খবর নেন এবং শিক্ষার্থীদের সাথে আন্তরিকভাবে মতবিনিময় করেন।