শিরোনাম :
Logo পোল ভল্টে নতুন বিশ্ব রেকর্ড গড়লেন ডুপ্লান্টিস Logo টটেনহ্যামের নতুন অধিনায়ক রোমেরো Logo রাবির ৩ হলে হেল্থ এন্ড ফুড সেফটি অ্যাসোসিয়েশনের খাদ্য নিরাপত্তা প্রশিক্ষণ Logo ইউকেএম থেকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি পেলেন প্রফেসর ইউনূস Logo গণতন্ত্রকে শক্তিশালী করতে এবং জনগণের হাতে ক্ষমতা হস্তান্তরে আমরা প্রতিশ্রুতিবদ্ধ: প্রধান উপদেষ্টা Logo ইবিতে পূবালী ব্যাংকের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি Logo খুবিতে ‘ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে সাংবাদিকদের ভূমিকা’ শীর্ষক আলোচনা সভা Logo কচুয়ায় চাংপুর সরকার বাড়িতে জলাবদ্ধতায় ৬০ পরিবার পানিবন্দি, সীমাহীন দুর্ভোগ Logo প্রতিষ্ঠার ৭২ বছর পূর্তি উদ্‌যাপন করতে যাচ্ছে রাবি আইন বিভাগ, চলছে রেজিস্ট্রেশন Logo শিক্ষকের দায়িত্ব অবশ্যই রাষ্ট্রকে নিতে হবে

টটেনহ্যামের নতুন অধিনায়ক রোমেরো

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ০৮:২৫:১১ অপরাহ্ণ, বুধবার, ১৩ আগস্ট ২০২৫
  • ৭০৭ বার পড়া হয়েছে

সন হেয়াং-মিনের বিদায়ে টটেনহ্যাম হটস্পারের নতুন অধিনায়ক হিসেবে ক্রিস্টিয়ান রোমেরোর নাম ঘোষনা করেছেন কোচ থমাস ফ্র্যাংক। এবারের গ্রীষ্মে দক্ষিণ কোরিয়ান তারকা টটেনহ্যাম ছেড়ে মেজর লিগ সকারে লস এ্যাঞ্জেলস এফসিতে যোগ দিয়েছেন।

গত দুই মৌসুমে টটেনহ্যামে অধিনায়কের আর্মব্যান্ড পড়ে মাঠে নেমেছিলেন সন। তার অধীনে মে মাসে ১৭ বছরের শিরোপা খরা কাটিয়ে ইউরোপা লিগ জয় করে স্পার্সরা।

এ মাসের শুরুতে সনের বিদায়ে নতুন কোচ ফ্র্যাংককে বাধ্য হয়েই নতুন নেতা খুঁজে নিতে হয়েছে। বিশ্বকাপ ও দুইবারের কোপা আমেরিকা জয়ী আর্জেন্টাইন সেন্টার-ব্যাক রোমেরো উত্তর লন্ডনের ক্লাবটিতে আনগে পোস্তেকোগ্লুর দুই বছরের মেয়াদে জেমস ম্যাডিসনের সাথে সহ-অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করেছেন।

২০১৫-১০২৩ সাল, এই আট বছর হুগো লোরিসের কাঁধে ছিল স্পার্সদের অধিনায়কদের গুরু দায়িত্ব। গত এক দশকে তাই রোমেরো তৃতীয় অধিনায়ক হিসেবে দায়িত্ব পেলেন।

এক বিবৃতিতে ফ্র্যাংক বলেছেন, ‘ক্রিস্টিয়ান রোমেরোর সাথে আমার ফলপ্রসু আরোচনা হয়েছে। সে অধিনায়কের দায়িত্ব নিতে প্রস্তুত। এতে তিনি বেশ সম্মানিত বোধ করছেন ও দারুন খুশী হয়েছেন। মাঠে চমৎকার এই ক্লাবটিকে নেতৃত্ব দেয়া যেকোন খেলোয়াড়েরই স্বপ্ন। আমি মনে করি রোমেরোর মধ্যে অধিনায়কের সব ধরনের গুনাবলী রয়েছে। নিজের সদ্ব্যবহার দিয়ে সে মাঠে নেতৃত্ব দিবে, পুরো দলকে এগিয়ে নিয়ে যাবে। আমরা একটি লিডারশিপ গ্রুপ গড়ে তুলতে চাচ্ছি। একজন আর্মব্যান্ড পড়ে মাঠে নামবে, কিন্তু তার সাথে সম্ভাব্য চার থেকে পাঁচজনের একটি গ্রুপ গঠন করতে চাই যারা একে অন্যকে সহযোগিতা করবে। আমি যেমন নিজের মত করে কাজ করি, কিন্তু আমার চারপাশে দুর্দান্ত একটি সাপোর্ট স্টাফ টিম রয়েছে।’

২০২১ সালে সিরি-এ ক্লাব আটালান্টা থেকে টটেনহ্যামে যোগ দিয়েছিলেন রোমেরো। এখন পর্যন্ত ইংলিশ ক্লাবটির হয়ে ঠিক ১০০ ম্যাচ খেলেছেন।

গত মৌসুমে পোস্তেকোগ্লুর অধীনে ১৩টি ম্যাচে রোমেরো অধিনায়কের দায়িত্ব পালন করেছেন। ২৭ বছর বয়সী রোমেরোর এবারের গ্রীষ্মে স্পার্স ছাড়ার গুঞ্জন ছিল। কিন্তু নতুন মৌসুমে নতুন দায়িত্ব পেয়ে এখন তাকে সবকিছুই নতুনভাবে সাজাতে হবে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

পোল ভল্টে নতুন বিশ্ব রেকর্ড গড়লেন ডুপ্লান্টিস

টটেনহ্যামের নতুন অধিনায়ক রোমেরো

আপডেট সময় : ০৮:২৫:১১ অপরাহ্ণ, বুধবার, ১৩ আগস্ট ২০২৫

সন হেয়াং-মিনের বিদায়ে টটেনহ্যাম হটস্পারের নতুন অধিনায়ক হিসেবে ক্রিস্টিয়ান রোমেরোর নাম ঘোষনা করেছেন কোচ থমাস ফ্র্যাংক। এবারের গ্রীষ্মে দক্ষিণ কোরিয়ান তারকা টটেনহ্যাম ছেড়ে মেজর লিগ সকারে লস এ্যাঞ্জেলস এফসিতে যোগ দিয়েছেন।

গত দুই মৌসুমে টটেনহ্যামে অধিনায়কের আর্মব্যান্ড পড়ে মাঠে নেমেছিলেন সন। তার অধীনে মে মাসে ১৭ বছরের শিরোপা খরা কাটিয়ে ইউরোপা লিগ জয় করে স্পার্সরা।

এ মাসের শুরুতে সনের বিদায়ে নতুন কোচ ফ্র্যাংককে বাধ্য হয়েই নতুন নেতা খুঁজে নিতে হয়েছে। বিশ্বকাপ ও দুইবারের কোপা আমেরিকা জয়ী আর্জেন্টাইন সেন্টার-ব্যাক রোমেরো উত্তর লন্ডনের ক্লাবটিতে আনগে পোস্তেকোগ্লুর দুই বছরের মেয়াদে জেমস ম্যাডিসনের সাথে সহ-অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করেছেন।

২০১৫-১০২৩ সাল, এই আট বছর হুগো লোরিসের কাঁধে ছিল স্পার্সদের অধিনায়কদের গুরু দায়িত্ব। গত এক দশকে তাই রোমেরো তৃতীয় অধিনায়ক হিসেবে দায়িত্ব পেলেন।

এক বিবৃতিতে ফ্র্যাংক বলেছেন, ‘ক্রিস্টিয়ান রোমেরোর সাথে আমার ফলপ্রসু আরোচনা হয়েছে। সে অধিনায়কের দায়িত্ব নিতে প্রস্তুত। এতে তিনি বেশ সম্মানিত বোধ করছেন ও দারুন খুশী হয়েছেন। মাঠে চমৎকার এই ক্লাবটিকে নেতৃত্ব দেয়া যেকোন খেলোয়াড়েরই স্বপ্ন। আমি মনে করি রোমেরোর মধ্যে অধিনায়কের সব ধরনের গুনাবলী রয়েছে। নিজের সদ্ব্যবহার দিয়ে সে মাঠে নেতৃত্ব দিবে, পুরো দলকে এগিয়ে নিয়ে যাবে। আমরা একটি লিডারশিপ গ্রুপ গড়ে তুলতে চাচ্ছি। একজন আর্মব্যান্ড পড়ে মাঠে নামবে, কিন্তু তার সাথে সম্ভাব্য চার থেকে পাঁচজনের একটি গ্রুপ গঠন করতে চাই যারা একে অন্যকে সহযোগিতা করবে। আমি যেমন নিজের মত করে কাজ করি, কিন্তু আমার চারপাশে দুর্দান্ত একটি সাপোর্ট স্টাফ টিম রয়েছে।’

২০২১ সালে সিরি-এ ক্লাব আটালান্টা থেকে টটেনহ্যামে যোগ দিয়েছিলেন রোমেরো। এখন পর্যন্ত ইংলিশ ক্লাবটির হয়ে ঠিক ১০০ ম্যাচ খেলেছেন।

গত মৌসুমে পোস্তেকোগ্লুর অধীনে ১৩টি ম্যাচে রোমেরো অধিনায়কের দায়িত্ব পালন করেছেন। ২৭ বছর বয়সী রোমেরোর এবারের গ্রীষ্মে স্পার্স ছাড়ার গুঞ্জন ছিল। কিন্তু নতুন মৌসুমে নতুন দায়িত্ব পেয়ে এখন তাকে সবকিছুই নতুনভাবে সাজাতে হবে।