নাকভি জানান, আগে থেকেই নির্ধারিত হাইব্রিড মডেল অনুযায়ী নিরপেক্ষ ভেন্যুতে খেলার সিদ্ধান্তে অটল রয়েছে পিসিবি। তিনি বলেন, ‘চ্যাম্পিয়ন্স ট্রফির সময় যেমন ভারত পাকিস্তানে না এসে নিরপেক্ষ ভেন্যুতে খেলেছিল, এখানেও আমরা সেই চুক্তির ধারাবাহিকতায় খেলতে আগ্রহী। নিরপেক্ষ ভেন্যু নির্ধারণ করবে আইসিসি ও বিসিসিআই।’
এর আগে, ফেব্রুয়ারি-মার্চে পাকিস্তানে আয়োজিত চ্যাম্পিয়ন্স ট্রফিতে অংশ নেয়নি ভারত। তারা নিরপেক্ষ ভেন্যু হিসেবে বেছে নেয় দুবাইকে। এরপর আইসিসি, পিসিবি ও বিসিসিআই-এর মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়, যেখানে ২০২৭ সাল পর্যন্ত কোনো দল আইসিসি টুর্নামেন্ট আয়োজক হলে বিরোধী দল নিরপেক্ষ ভেন্যুতে খেলার সুযোগ পাবে।
পাকিস্তান ভারতে খেলতে আপত্তি জানানোয় ফাতিমা সানাদের ম্যাচগুলো আয়োজিত হতে পারে দুবাই কিংবা শ্রীলঙ্কায়। সেক্ষেত্রে পাকিস্তানের বিপক্ষে হাইভোল্টেজ ম্যাচ খেলতে দেশের বাইরে যেতে হতে পারে ভারতীয় দলকে। এক্ষেত্রে কিছুটা আর্থিক ক্ষতির মুখেও পড়তে হতে পারে বিসিসিআইকে।