বৃহস্পতিবার | ৪ ডিসেম্বর ২০২৫ | হেমন্তকাল
শিরোনাম :
Logo আগামী নির্বাচনে ঐতিহাসিক ভূমিকা পালনে সশস্ত্র বাহিনীর প্রতি প্রধান উপদেষ্টার আহ্বান Logo টেকনাফে কোস্ট গার্ড ও নৌবাহিনীর যৌথ অভিযানে বিপুল পরিমাণ গোলা-বারুদসহ দেশীয় আগ্নেয়াস্ত্র জব্দ Logo গাইবান্ধা এলোপাথাড়ি ছুরিকাঘাতে নিহত যুবক Logo খুবিতে আসন্ন ভর্তি পরীক্ষা: নিরাপত্তা প্রস্তুতি নিয়ে মতবিনিময় সভা Logo প্রগতিশীল প্রতিষ্ঠান চর্যাপদ সাহিত্য একাডেমির ‘হেমন্তসন্ধ্যা ও হাঁস পার্টি’ অনুষ্ঠিত হয়েছে Logo টেকনাফে কোস্ট গার্ড ও নৌবাহিনীর যৌথ অভিযানে বিপুল পরিমাণ গোলা-বারুদসহ দেশীয় আগ্নেয়াস্ত্র জব্দ Logo সদরপুরে ১০ম গ্রেড বাস্তবায়নের জন্য কর্মবিরতি পালন করেছে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা Logo কয়রায় আন্তর্জাতিক প্রতিবন্ধী ব্যক্তি দিবস পালিত Logo খুবিতে রফিক আজম ট্রাভেল স্কলারশিপ চালুর লক্ষ্যে এমওইউ স্বাক্ষর Logo খালেদা জিয়ার সুস্থতা কামনায় সোনালী ব্যাংক এমপ্লয়ীজ এসোসিয়েশন সিবি’এর দোয়া মাহফিল

আন্তর্জাতিক বন দিবস আজ !

  • আপডেট সময় : ০১:১০:৪৫ অপরাহ্ণ, মঙ্গলবার, ২১ মার্চ ২০১৭
  • ৭৭৮ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

আন্তর্জাতিক বন দিবস আজ । বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও নানা কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালিত হচ্ছে। বন দিবসের এবারের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে ‘বন প্রকৃতির শক্তির আধার’।

পরিবেশবাদীরা মনে করেন ক্রমবর্ধমান জনসংখ্যার চাপ, শিল্পায়ন, কৃষি সম্প্রসারণ ও নগরায়নের ফলে বিশ্বব্যাপী বন ও বনভূমি হ্রাস পাচ্ছে। পৃথিবীতে জীবের অস্তিত্ব রক্ষার জন্য বন অপরিহার্য। অথচ নানাভাবে বনভূমি দখল হচ্ছে।

জীবন ও জীবিকার জন্য বন থেকেই মেলে খাদ্য, আশ্রয়, ওষুধ, ছায়া, বিনোদন ও বায়ু । তাই দ্রুত পরিবর্তনশীল জলবায়ুর প্রভাব থেকে রক্ষা পাওয়ার ক্ষেত্রে বনের ভূমিকা অপরিসীম।

প্রাপ্ত এক তথ্যে জানা যায়, দেশে সরকারিভাবেই হস্তান্তর করা হয়েছে এক লাখ ৫৮ হাজার একর জমি। এর বাইরে জবরদখল হয়ে গেছে কমপক্ষে দুই লাখ ৬৮ হাজার ২৬৫ একর বনভূমি। সব মিলিয়ে বনভূমি ধ্বংসের এই সংখ্যা বিশাল, চার লাখ ১৬ হাজার ২৬৫ একর। ফলে হুমকিতে পড়ছে দেশের পরিবেশ ও জীববৈচিত্র্য।

প্রধান বন সংরক্ষক সফিউল আলম চৌধুরী জানান, সেবাদানকারী সংস্থাগুলোকে আইন অনুসরণ করেই জমি দেওয়া হয়। আর যেসব জমি এরই মধ্যে বেহাত হয়ে গেছে, সেগুলো উদ্ধারে বন বিভাগ কাজ করছে। গত শনিবার রাতে ভাওয়ালে বনের জমিতে গড়ে ওঠা ২৬টি বাড়িঘর উচ্ছেদ করা হয়েছে। অনেক স্থানে জমি ফেরত পাওয়া নিয়ে মামলা চলছে।

বন বিভাগের এক প্রতিবেদনে দেখা গেছে, দেশের বিভিন্ন স্থানে প্রতিনিয়ত বন দখলের প্রতিযোগিতা চলছে। বনের জমি দখল করে কেউ শিল্প-কারখানা গড়ে তুলেছে, কেউ আবার তৈরি করেছে সীমানাদেয়াল। বড় বড় শিল্পপতি শুধু নয়, বন দখলদারের তালিকায় আছে এলাকাবাসী এবং খোদ বন বিভাগের কর্মকর্তারাও। তারা বনের জমি দখল করে বাড়িঘর ও দোকানপাট তৈরি করেছে। কেউ কেউ আবার বিলাসবহুল বাংলো তুলেছে বনের জমিতে।

বন বিভাগের সর্বশেষ তথ্য বলছে, এখন পর্যন্ত দুই লাখ ৬৮ হাজার ২৬৫ একর জমি জবরদখল হয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি জমি দখল হয়েছে ঢাকা অঞ্চলে, এক লাখ ৬৩ হাজার একর। এর পরেই আছে চট্টগ্রাম অঞ্চল, ৬৩ হাজার একর। তৃতীয় অবস্থানে আছে রাঙামাটি, ১৪ হাজার ৭৩৬ একর এবং চতুর্থ অবস্থানে বরিশাল, ১৪ হাজার ৭২৮ একর।

দিবসটি উপলক্ষে আজ সেমিনার ও আলোচনাসভার আয়োজন করেছে বন বিভাগ। রাজধানীর আগারগাঁওয়ে বন বিভাগের মিলনায়তনে সেমিনারে পরিবেশ ও বনমন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু, উপমন্ত্রী আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব উপস্থিত থাকবেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

আগামী নির্বাচনে ঐতিহাসিক ভূমিকা পালনে সশস্ত্র বাহিনীর প্রতি প্রধান উপদেষ্টার আহ্বান

আন্তর্জাতিক বন দিবস আজ !

আপডেট সময় : ০১:১০:৪৫ অপরাহ্ণ, মঙ্গলবার, ২১ মার্চ ২০১৭

নিউজ ডেস্ক:

আন্তর্জাতিক বন দিবস আজ । বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও নানা কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালিত হচ্ছে। বন দিবসের এবারের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে ‘বন প্রকৃতির শক্তির আধার’।

পরিবেশবাদীরা মনে করেন ক্রমবর্ধমান জনসংখ্যার চাপ, শিল্পায়ন, কৃষি সম্প্রসারণ ও নগরায়নের ফলে বিশ্বব্যাপী বন ও বনভূমি হ্রাস পাচ্ছে। পৃথিবীতে জীবের অস্তিত্ব রক্ষার জন্য বন অপরিহার্য। অথচ নানাভাবে বনভূমি দখল হচ্ছে।

জীবন ও জীবিকার জন্য বন থেকেই মেলে খাদ্য, আশ্রয়, ওষুধ, ছায়া, বিনোদন ও বায়ু । তাই দ্রুত পরিবর্তনশীল জলবায়ুর প্রভাব থেকে রক্ষা পাওয়ার ক্ষেত্রে বনের ভূমিকা অপরিসীম।

প্রাপ্ত এক তথ্যে জানা যায়, দেশে সরকারিভাবেই হস্তান্তর করা হয়েছে এক লাখ ৫৮ হাজার একর জমি। এর বাইরে জবরদখল হয়ে গেছে কমপক্ষে দুই লাখ ৬৮ হাজার ২৬৫ একর বনভূমি। সব মিলিয়ে বনভূমি ধ্বংসের এই সংখ্যা বিশাল, চার লাখ ১৬ হাজার ২৬৫ একর। ফলে হুমকিতে পড়ছে দেশের পরিবেশ ও জীববৈচিত্র্য।

প্রধান বন সংরক্ষক সফিউল আলম চৌধুরী জানান, সেবাদানকারী সংস্থাগুলোকে আইন অনুসরণ করেই জমি দেওয়া হয়। আর যেসব জমি এরই মধ্যে বেহাত হয়ে গেছে, সেগুলো উদ্ধারে বন বিভাগ কাজ করছে। গত শনিবার রাতে ভাওয়ালে বনের জমিতে গড়ে ওঠা ২৬টি বাড়িঘর উচ্ছেদ করা হয়েছে। অনেক স্থানে জমি ফেরত পাওয়া নিয়ে মামলা চলছে।

বন বিভাগের এক প্রতিবেদনে দেখা গেছে, দেশের বিভিন্ন স্থানে প্রতিনিয়ত বন দখলের প্রতিযোগিতা চলছে। বনের জমি দখল করে কেউ শিল্প-কারখানা গড়ে তুলেছে, কেউ আবার তৈরি করেছে সীমানাদেয়াল। বড় বড় শিল্পপতি শুধু নয়, বন দখলদারের তালিকায় আছে এলাকাবাসী এবং খোদ বন বিভাগের কর্মকর্তারাও। তারা বনের জমি দখল করে বাড়িঘর ও দোকানপাট তৈরি করেছে। কেউ কেউ আবার বিলাসবহুল বাংলো তুলেছে বনের জমিতে।

বন বিভাগের সর্বশেষ তথ্য বলছে, এখন পর্যন্ত দুই লাখ ৬৮ হাজার ২৬৫ একর জমি জবরদখল হয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি জমি দখল হয়েছে ঢাকা অঞ্চলে, এক লাখ ৬৩ হাজার একর। এর পরেই আছে চট্টগ্রাম অঞ্চল, ৬৩ হাজার একর। তৃতীয় অবস্থানে আছে রাঙামাটি, ১৪ হাজার ৭৩৬ একর এবং চতুর্থ অবস্থানে বরিশাল, ১৪ হাজার ৭২৮ একর।

দিবসটি উপলক্ষে আজ সেমিনার ও আলোচনাসভার আয়োজন করেছে বন বিভাগ। রাজধানীর আগারগাঁওয়ে বন বিভাগের মিলনায়তনে সেমিনারে পরিবেশ ও বনমন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু, উপমন্ত্রী আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব উপস্থিত থাকবেন।