সম্প্রতি উদযাপিত হয়েছে আইফার ২৫তম বার্ষিকী। জয়পুরে বসেছিল আইফার এবারের আসর। শুরুতে মুখোমুখি আড্ডায় উপস্থিত ছিলেন বলিউডের জনপ্রিয় অভিনেত্রী মাধুরী দীক্ষিত ও অস্কারজয়ী প্রযোজক গুণিত মোঙ্গা।
‘আইফার মঞ্চে নারীর ভ্রমণ’ শীর্ষক আলাপচারিতায় মাধুরী জানান, বিয়ের পরই তিনি প্রকৃত জীবন উপভোগ করছেন। বিয়ের আগে তিনি প্রচুর কাজ করতেন। তিন শিফটে কাজ করতেন অভিনেত্রী।
তার ভাষ্যে, ‘সত্যিকারের জীবন আমি বিয়ের পর উপভোগ করছি। আমার স্বামী আর সন্তানদের সঙ্গে যে জীবন এখন আমি কাটাচ্ছি, তা আমার কাছে স্বপ্নের মতো। আমি আবার রুপালি জগতে ফিরে এসেছি। কারণ, এটাই আমার স্বপ্ন ছিল।’