শিরোনাম :
Logo জবিতে ধর্ষণের সর্বোচ্চ বিচার দাবিতে বিক্ষোভ ও মাশাল মিছিল Logo ধর্ষকদের জনসম্মুখে ফাঁসি দন্ড কার্যকরের দাবিতে পাবিপ্রবিতে বিক্ষোভ মিছিল Logo কয়রায় ৩০ কেজি পারসে মাছের পোনা জব্দ Logo লন্ডনের বিগ বেনে উঠে ফিলিস্তিনের পতাকা ওড়ালেন তিনি, ১৬ ঘণ্টা পর গ্রেপ্তার Logo বাংলাদেশ থেকে আরও ৪২ মে.টন আলু গেল নেপালে Logo কচুয়ায় জামায়াতে ইসলামীর উদ্যোগে রোজার তাৎপর্য শীর্ষক আলোচনা ও ইফতার মাহফিল Logo পরীক্ষা না দিয়েই শিক্ষার্থীকে পাস করানোর অভিযোগ বিশ্ববিদ্যালয় শিক্ষকের বিরুদ্ধে Logo ধর্ষকক যে দলের হোক শাস্তি মৃত্যুদন্ড দাবিতে বেরোবিতে মানববন্ধন Logo চুয়াডাঙ্গায় বিএনপি নেতা রফিককে কুপিয়ে হত্যার ঘটনায় গ্রেফতার ৩ Logo খুবির প্রধান ফটক ‘শহিদ মীর মুগ্ধ তোরণ’ উদ্বোধন

ঢাকা-রাজশাহী মহাসড়ক অবরোধ করে ধর্ষনের প্রতিবাদ রাবি শিক্ষার্থীদের

সারা দেশে চলমান ধর্ষণের ঘটনার প্রতিবাদে ও ধর্ষকদের সর্বোচ্চ শাস্তির দাবিতে ঢাকা-রাজশাহী মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থীরা। আজ রবিবার (৯ মার্চ) দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের মূল ফটকে অবস্থান নেন তারা। এর আগে বিভিন্ন বিভাগের শিক্ষার্থী হল থেকে প্যারিস রোডে জড়ো হতে শুরু করেন। সেখান থেকে ঢাকা-রাজশাহী মহাসড়কে অবস্থান নেন তারা।

এ সময় তারা ‘অ্যাকশন টু অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন’, ‘আমার বোনের কান্না আর না আর না’, ‘একটা একটা ধর্ষক ধর ধরে ধরে জবাই কর’, ‘উই ওয়ান্ট জাস্টিস নো মোর রেপিস্ট’, ‘খুনি কেন বাহিরে ইনটেরিম জবাব চাই’, ‘রাবির অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন’, ‘তুমি কে আমি কে আছিয়া আছিয়া’ এমন স্লোগান দেন।

এ সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সহসমন্বয়ক সালাউদ্দিন আম্মার বলেন, ‘সারা দেশে চলমান ধর্ষণের কোনো উল্লেখযোগ্য বিচার হতে আমরা দেখছি না। আমরা এই সরকারকে শেখ হাসিনার অবস্থাটা মনে করিয়ে দিতে চাই। আমাদের যেন আবার এক দফা নিয়ে রাজপথে নামতে না হয়। আছিয়ার ধর্ষণের দোষ ইনটেরিম এড়াতে পারবে না। রাজশাহীতে যদি কোনো ধর্ষণের ঘটনা ঘটে তাহলে রাজশাহী প্রশাসনও দায় এড়াতে পারবে না। যত দ্রুত সম্ভব ট্রাইব্যুনাল গঠন করে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে। শুধু আছিয়া না এত দিন যত ধর্ষণের ঘটনা ঘটেছে সব ঘটনার বিচার করতে হবে। আমাদের বোনদের নিরাপত্তা অবশ্যই নিশ্চিত করতে হবে।’

সমাজকর্ম বিভাগের শিক্ষার্থী রিফাত হোসাইন বলেন, ‘দেশে এসব কী শুরু হয়েছে? সরকারের কাজ কী? এত এত ধর্ষণের ঘটনা ঘটছে কোনো বিচার নেই। সরকার কি ঘুমাচ্ছে? সব ধর্ষকের দৃষ্টান্তমূলক শাস্তি চাই। যত দ্রুত সম্ভব ট্রাইব্যুনাল গঠন করে কঠোর শাস্তি নিশ্চিত করতে হবে। কোনো ধর্ষক যেন ছাড় না পায়। সবাইকে আইনের আওতায় এনে বিচার করতে হবে।’

এ সময় বিভিন্ন বিভাগের প্রায় সহস্রাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

জবিতে ধর্ষণের সর্বোচ্চ বিচার দাবিতে বিক্ষোভ ও মাশাল মিছিল

ঢাকা-রাজশাহী মহাসড়ক অবরোধ করে ধর্ষনের প্রতিবাদ রাবি শিক্ষার্থীদের

আপডেট সময় : ০২:৩০:৫৫ অপরাহ্ণ, রবিবার, ৯ মার্চ ২০২৫

সারা দেশে চলমান ধর্ষণের ঘটনার প্রতিবাদে ও ধর্ষকদের সর্বোচ্চ শাস্তির দাবিতে ঢাকা-রাজশাহী মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থীরা। আজ রবিবার (৯ মার্চ) দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের মূল ফটকে অবস্থান নেন তারা। এর আগে বিভিন্ন বিভাগের শিক্ষার্থী হল থেকে প্যারিস রোডে জড়ো হতে শুরু করেন। সেখান থেকে ঢাকা-রাজশাহী মহাসড়কে অবস্থান নেন তারা।

এ সময় তারা ‘অ্যাকশন টু অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন’, ‘আমার বোনের কান্না আর না আর না’, ‘একটা একটা ধর্ষক ধর ধরে ধরে জবাই কর’, ‘উই ওয়ান্ট জাস্টিস নো মোর রেপিস্ট’, ‘খুনি কেন বাহিরে ইনটেরিম জবাব চাই’, ‘রাবির অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন’, ‘তুমি কে আমি কে আছিয়া আছিয়া’ এমন স্লোগান দেন।

এ সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সহসমন্বয়ক সালাউদ্দিন আম্মার বলেন, ‘সারা দেশে চলমান ধর্ষণের কোনো উল্লেখযোগ্য বিচার হতে আমরা দেখছি না। আমরা এই সরকারকে শেখ হাসিনার অবস্থাটা মনে করিয়ে দিতে চাই। আমাদের যেন আবার এক দফা নিয়ে রাজপথে নামতে না হয়। আছিয়ার ধর্ষণের দোষ ইনটেরিম এড়াতে পারবে না। রাজশাহীতে যদি কোনো ধর্ষণের ঘটনা ঘটে তাহলে রাজশাহী প্রশাসনও দায় এড়াতে পারবে না। যত দ্রুত সম্ভব ট্রাইব্যুনাল গঠন করে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে। শুধু আছিয়া না এত দিন যত ধর্ষণের ঘটনা ঘটেছে সব ঘটনার বিচার করতে হবে। আমাদের বোনদের নিরাপত্তা অবশ্যই নিশ্চিত করতে হবে।’

সমাজকর্ম বিভাগের শিক্ষার্থী রিফাত হোসাইন বলেন, ‘দেশে এসব কী শুরু হয়েছে? সরকারের কাজ কী? এত এত ধর্ষণের ঘটনা ঘটছে কোনো বিচার নেই। সরকার কি ঘুমাচ্ছে? সব ধর্ষকের দৃষ্টান্তমূলক শাস্তি চাই। যত দ্রুত সম্ভব ট্রাইব্যুনাল গঠন করে কঠোর শাস্তি নিশ্চিত করতে হবে। কোনো ধর্ষক যেন ছাড় না পায়। সবাইকে আইনের আওতায় এনে বিচার করতে হবে।’

এ সময় বিভিন্ন বিভাগের প্রায় সহস্রাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।