শিরোনাম :
Logo মৃত্যুদণ্ড বজায় রেখে গুম প্রতিরোধ, প্রতিকার ও সুরক্ষা অধ্যাদেশের খসড়া অনুমোদন Logo সিরাজদিখানে মরহুম হাজী জয়নাল আবেদীন মাষ্টার স্মৃতি ফুটবল টুর্নামেন্টের দুটি ফাইনাল খেলা অনুষ্ঠিত Logo ঢাকায় হামলার প্রতিবাদে খুবিতে প্রকৌশল অধিকার দাবিতে মানববন্ধন Logo চিকিৎসার অভাবে মানবেতর জীবন যাপন করছেন প্রবাসফেরত ইসমাইল হোসেন Logo চিত্রা-নড়াইল জেলা ছাত্রকল্যাণ ফাউন্ডেশনের নেতৃত্বে আরমান ও বোরহান Logo চাঁদপুর সদরের জনবান্ধব ইউএনও সাখাওয়াত জামিল সৈকতকে লক্ষ্মীপুরের এডিসি পদে বদলী Logo বেরোবিতে ভর্তি পরীক্ষার আসন বরাদ্দে অনিময়ের অভিযোগ ; প্রশাসন বলছে শিক্ষার্থীদের বুঝার ভুল Logo প্রকাশিত হয়েছে কবি ও কথাসাহিত্যিক নুরুন্নাহার মুন্নির সাহিত্য পত্রিকা ‘আখ্যান’ Logo পলাশবাড়ী পৌর এলাকায় জমি জবর দখলের অভিযোগ Logo প্রবাসফেরত ইসমাইলের পাশে দাঁড়ালেন এনসিপি নেতা ডা. আরিফুল ইসলাম

মাগুরায় শিশু ধর্ষণের বিচারের দাবিতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

filter: 0; fileterIntensity: 0.0; filterMask: 0; captureOrientation: 0; algolist: 0; multi-frame: 1; brp_mask:8; brp_del_th:0.0002,0.0000; brp_del_sen:0.0500,0.0500; motionR: null; delta:null; module: photo;hw-remosaic: false;touch: (-1.0, -1.0);sceneMode: 8388608;cct_value: 0;AI_Scene: (9, 0);aec_lux: 403.94916;aec_lux_index: 0;albedo: ;confidence: ;motionLevel: 1;weatherinfo: null;temperature: 30;

আজ শুক্রবার, সন্ধ্যা সাড়ে সাতটার দিকে বিশ্ববিদ্যালয়ের বটতলা এলাকায় সমবেত হন শিক্ষার্থীরা। তারপর সেখান থেকে মিছিল শুরু হয়ে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সড়ক ঘুরে পুনরায় বটতলায় এসে মিছিলটি শেষ হয়। মিছিল শেষে সমাবেশ করেন শিক্ষার্থীরা। মিছিলে শিক্ষার্থীদের “এসো ভাই, এসো বোন, গড়ে তুলি আন্দোলন”, “, আমার বোন ধর্ষিত কেন, ইন্টেরিম জবাব দে”, স্লোগান দিতে শোনা যায়।

বাংলাদেশ গনতান্ত্রিক ছাত্র সংসদের যুগ্ম সদস্য সচিব জিয়া উদ্দীন আয়ান বলেন,”গতকাল মাগুরায় নৃশংসভাবে আট বছরের শিশুকে ধর্ষণ করা হয়েছে। এই ঘটনার তীব্র নিন্দা ও ধিক্কার জানাচ্ছি। পতিত স্বৈরাচার দেশে যে বিচারহীনতার সংস্কৃতি রেখে গিয়েছে এই সংস্কৃতি এখনো চর্চা হচ্ছে। এর ফলেই ধর্ষকরা এই ঘটনাগুলাও ঘটানোর সাহস পাচ্ছে। অবিলম্বে এই অপসংস্কৃতি বন্ধ করতে হবে নাহলে দেশে ধর্ষণ ও নারী নির্যাতনের মতো ঘটনাগুলো বাড়তেই থাকবে। ইন্টেরিম সরকার যদি এই বিচারহীনতার সংস্কৃতি বন্ধ করতে না পারে ও নিরাপত্তা প্রদানে ব্যর্থ হয় তাহলে ক্ষমতায় থাকার কোন প্রয়োজন নাই। নামমাত্র গ্রেপ্তার, জেল-জরিমানা দিয়ে অপরাধপ্রবণতা বন্ধ করা সম্ভব না। ধর্ষণের সর্বোচ্চ শাস্তি ফাঁসি কার্যকর করে বাংলাদেশে নজির স্থাপন করতে হবে।

ছাত্র অধিকার পরিষদ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কমিটির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন বলেন,”কালকে মাগুরার নৃশংস ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি। এর আগে গাজীপুরে একটা সংঘবদ্ধ ধর্ষণের ঘটনা ঘটেছে, কুমিল্লায় বাক প্রতিবন্ধী ধর্ষণের ঘটনা ঘটনা ঘটেছে। দেশে ক্রমাগত ধর্ষন, নিপীড়ন ও সহিংসতার ঘটনা বৃদ্ধি পাওয়ার ফলে নারীদের নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে। আমরা ধর্ষকে সর্বোচ্চ বিচার চাই ও মা বোনদের নিরাপত্তা নিশ্চিত করতে চাই। এই লক্ষ্যকে সামনে রেখেই আজকে আমাদের এই বিক্ষোভ মিছিল।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

মৃত্যুদণ্ড বজায় রেখে গুম প্রতিরোধ, প্রতিকার ও সুরক্ষা অধ্যাদেশের খসড়া অনুমোদন

মাগুরায় শিশু ধর্ষণের বিচারের দাবিতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

আপডেট সময় : ০৯:৩৩:৪০ অপরাহ্ণ, শুক্রবার, ৭ মার্চ ২০২৫

আজ শুক্রবার, সন্ধ্যা সাড়ে সাতটার দিকে বিশ্ববিদ্যালয়ের বটতলা এলাকায় সমবেত হন শিক্ষার্থীরা। তারপর সেখান থেকে মিছিল শুরু হয়ে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সড়ক ঘুরে পুনরায় বটতলায় এসে মিছিলটি শেষ হয়। মিছিল শেষে সমাবেশ করেন শিক্ষার্থীরা। মিছিলে শিক্ষার্থীদের “এসো ভাই, এসো বোন, গড়ে তুলি আন্দোলন”, “, আমার বোন ধর্ষিত কেন, ইন্টেরিম জবাব দে”, স্লোগান দিতে শোনা যায়।

বাংলাদেশ গনতান্ত্রিক ছাত্র সংসদের যুগ্ম সদস্য সচিব জিয়া উদ্দীন আয়ান বলেন,”গতকাল মাগুরায় নৃশংসভাবে আট বছরের শিশুকে ধর্ষণ করা হয়েছে। এই ঘটনার তীব্র নিন্দা ও ধিক্কার জানাচ্ছি। পতিত স্বৈরাচার দেশে যে বিচারহীনতার সংস্কৃতি রেখে গিয়েছে এই সংস্কৃতি এখনো চর্চা হচ্ছে। এর ফলেই ধর্ষকরা এই ঘটনাগুলাও ঘটানোর সাহস পাচ্ছে। অবিলম্বে এই অপসংস্কৃতি বন্ধ করতে হবে নাহলে দেশে ধর্ষণ ও নারী নির্যাতনের মতো ঘটনাগুলো বাড়তেই থাকবে। ইন্টেরিম সরকার যদি এই বিচারহীনতার সংস্কৃতি বন্ধ করতে না পারে ও নিরাপত্তা প্রদানে ব্যর্থ হয় তাহলে ক্ষমতায় থাকার কোন প্রয়োজন নাই। নামমাত্র গ্রেপ্তার, জেল-জরিমানা দিয়ে অপরাধপ্রবণতা বন্ধ করা সম্ভব না। ধর্ষণের সর্বোচ্চ শাস্তি ফাঁসি কার্যকর করে বাংলাদেশে নজির স্থাপন করতে হবে।

ছাত্র অধিকার পরিষদ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কমিটির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন বলেন,”কালকে মাগুরার নৃশংস ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি। এর আগে গাজীপুরে একটা সংঘবদ্ধ ধর্ষণের ঘটনা ঘটেছে, কুমিল্লায় বাক প্রতিবন্ধী ধর্ষণের ঘটনা ঘটনা ঘটেছে। দেশে ক্রমাগত ধর্ষন, নিপীড়ন ও সহিংসতার ঘটনা বৃদ্ধি পাওয়ার ফলে নারীদের নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে। আমরা ধর্ষকে সর্বোচ্চ বিচার চাই ও মা বোনদের নিরাপত্তা নিশ্চিত করতে চাই। এই লক্ষ্যকে সামনে রেখেই আজকে আমাদের এই বিক্ষোভ মিছিল।