রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) অধ্যয়নরত চাঁদপুর জেলার শিক্ষার্থীদের অরাজনৈতিক ও ভ্রাতৃত্বপূর্ণ সংগঠন ‘চাঁদপুর পরিবার, রাবি’-এর ২০২৩-২৪ শিক্ষাবর্ষের নবীন বরণ এবং ২০১৭-১৮ ও ২০১৮-১৯ শিক্ষাবর্ষের প্রবীণদের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানের সমাপনীতে ২০২৫-২৬ শিক্ষাবর্ষের জন্য নতুন কমিটি ঘোষণা করা হয়। এতে আরবী বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী মো. সাইফুর রহমান সভাপতি এবং প্রাণিবিদ্যা বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী সুমি পোদ্দার সাধারণ সম্পাদক মনোনীত হন।
শনিবার (২২ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের রবীন্দ্রনাথ ঠাকুর একাডেমিক ভবনের শিক্ষক মিলনায়তনে আয়োজিত এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে এ আয়োজন সম্পন্ন হয়।
এর আগে, সংগঠনটির সভাপতি ইকরাম-উল কবির ইমনের সভাপতিত্বে এবং আশিক ওয়ালীউল্লাহ ও আবু ছালেহ শোয়েব-এর সঞ্চালনায় পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করা হয়। পরবর্তীতে চাঁদপুর থেকে আগত নবীনদের ফুল ও উপহার দিয়ে বরণ করে নেওয়া হয়। অনুষ্ঠানের দ্বিতীয় অংশে প্রবীণ শিক্ষার্থীদের ক্রেস্ট ও সনদপত্রের মাধ্যমে বিদায় জানানো হয়। সবশেষে নানা আয়োজন ও খেলাধুলার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
এসময় নতুন কমিটি ঘোষণা করেন সংগঠনটির উপদেষ্টা ও প্রতিষ্ঠাকালীন সদস্য রবিউল আলম রবি এবং বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের প্রভাষক নুরুল ইসলাম নিপু। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের সাবেক সভাপতি আব্দুল কাইয়ুম নাহিদ, সাবেক সাধারণ সম্পাদক রাকিব পাটোয়ারী, সায়ন সাহা ও জোবাযের আহম্মদ রাহিমসহ অন্যান্য নেতৃবৃন্দ। অতিথিরা নতুন কমিটি, নবীন ও প্রবীণদের উদ্দেশ্যে বিভিন্ন দিকনির্দেশনামূলক বক্তব্য দেন।
এদিকে নবগঠিত ১৭ সদস্যবিশিষ্ট কমিটির অন্যান্য সদস্যরা হলেন সহ-সভাপতি: মো. নাঈম হোসেন, মো. ইসমাইল হোসেন রনি।
যুগ্ম-সাধারণ সম্পাদক: নাফিউল ইসলাম, আমিনা আমরিন। সাংগঠনিক সম্পাদক: রাশেদ মিয়া, মঞ্জুমা আক্তার পিংকি ও
সহ-সাংগঠনিক সম্পাদক: জাফর আহমেদ।
কোষাধ্যক্ষ: আশিক ওয়ালীউল্লাহ ও
সহকারী কোষাধ্যক্ষ: সাব্বির হোসাইন, শাহ-পরান ও সাঁদ বিন জাহিদ।
প্রচার সম্পাদক: ওয়াহিদুল হাসান ও সহকারী প্রচার সম্পাদক: আবু ছালেহ শোয়েব, তাসনিয়া আক্তার ও ইয়াজ উদ্দিন রাকিব।
উল্লেখ্য, ‘এসো মিলি মাটির টানে’—স্লোগানে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত চাঁদপুরের কিছু তরুণ শিক্ষার্থীদের উদ্যোগে ২০১২ সালের ২১ সেপ্টেম্বর প্রতিষ্ঠিত হয় সংগঠনটি। এটি সম্পূর্ণ অরাজনৈতিক ও অলাভজনক সামাজিক সংগঠন, যা চাঁদপুরের শিক্ষার্থীদের কল্যাণে কাজ করে। ভর্তি পরীক্ষার্থীদের সহায়তা, মেধাবিকাশমূলক প্রতিযোগিতা ও নবীন শিক্ষার্থীদের সহযোগিতার পাশাপাশি বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া চাঁদপুরের শিক্ষার্থীদের বিভিন্ন সমস্যার সমাধানে সক্রিয় ভূমিকা রাখছে। নবনির্বাচিত কমিটি সংগঠনের ভ্রাতৃত্ববোধ ও সৃষ্টিশীল কার্যক্রম অব্যাহত রাখার প্রতিশ্রুতি ব্যক্ত করেছে।