শিরোনাম :
Logo চাঁদপুরে কল্যাণ ট্রাস্টের চেক পেয়েছেন ১৯ সাংবাদিক Logo কাল চাঁদপুরে ইসলামী আন্দোলন বাংলাদেশের বিশাল সমাবেশ Logo খানপুর ইয়ং স্টার ক্লাবের উদ্যোগে আট দলীয় ফুটবল টুর্নামেন্টে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। Logo পাইকোশায় ধানের চাতালে অগ্নিকাণ্ডের ঘটনায় মিথ্যা মামলার অভিযোগে সংবাদ সম্মেলন Logo চাঁদপুর সদরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে কৃতি শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ Logo ইবিতে দুর্গাপূজার মধ্যে পরীক্ষা না নেয়ার দাবিতে শিক্ষার্থীদের স্মারকলিপি Logo চাঁদপুর সিভিল সার্জন কার্যালয়ে ব্র্যাকের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে ক্লিনিং ক্যাম্পেইন Logo কয়রা হরিণের মাংস উদ্ধার Logo শিক্ষক নিয়োগের দাবিতে ইবির চারুকলা বিভাগের শিক্ষার্থীদের মানববন্ধন Logo পালাখাল রোস্তম আলী ডিগ্রি কলেজে নবগঠিত গভর্নিংবডি পরিচিতি ও মতবিনিময়ে ভরপুর ছিলো প্রাণের উচ্ছ্বাস

ইভ্যালির রাসেল-শামীমার কারাদণ্ড, গ্রেপ্তারি পরোয়ানা জারি

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ০৭:০০:৩১ অপরাহ্ণ, বুধবার, ২৯ জানুয়ারি ২০২৫
  • ৭৪৪ বার পড়া হয়েছে
ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রাসেল ও তার স্ত্রী প্রতিষ্ঠানটির চেয়ারম্যান শামীমা নাসরিনকে প্রতারণার অভিযোগে দুই বছর করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।

আজ বুধবার (২৯ জানুয়ারি) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট পার্থ ভদ্র এই রায় ঘোষণা করেন। দণ্ডের পাশাপাশি তাদের ১০ হাজার টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়েছে। অনাদায়ে আরও দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।

বাদীপক্ষের আইনজীবী তৌসিফ মাহমুদ জানান, আসামিরা বর্তমানে পলাতক রয়েছেন। আদালত তাদের বিরুদ্ধে সাজা সংক্রান্ত পরোয়ানাসহ গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন।

মামলার বিবরণ অনুযায়ী, ইভ্যালি ডট কম ওয়েবসাইট ও ফেসবুক পেজের মাধ্যমে আকর্ষণীয় বিজ্ঞাপন দিয়ে গ্রাহকদের আকৃষ্ট করত। সেই বিজ্ঞাপনে আগ্রহী হয়ে ২০২১ সালের ২০ মার্চ তৌফিক মাহমুদ ইয়ামাহা আর ওয়ান ফাইভ বাইকের অর্ডার দেন এবং ২ লাখ ৪৫ হাজার টাকা পরিশোধ করেন। এরপর ৩ এপ্রিল তিনি আরও দুটি ওয়ান ফাইভ বাইকের অর্ডার দেন, যার জন্য ৫ লাখ ৯০ হাজার টাকা পরিশোধ করেন। তবে প্রতিষ্ঠানটি ৪৫ দিনের মধ্যে বাইক সরবরাহ করতে ব্যর্থ হয়।

পরবর্তীতে তৌফিক মাহমুদ ইভ্যালির ধানমন্ডি অফিসে যোগাযোগ করলে কর্তৃপক্ষ তাকে দুটি চেক প্রদান করে। তবে ব্যাংক হিসাবে পর্যাপ্ত অর্থ না থাকায় চেক জমা না দিতে অনুরোধ করা হয়। আসামিদের কথায় বিশ্বাস করে তিনি তাৎক্ষণিকভাবে চেক জমা দেননি। কিন্তু পরবর্তী সময়ে টাকা না পেয়ে ১৪ লাখ ১০ হাজার টাকা ফেরতের জন্য একাধিকবার তাগাদা দিলেও কোনো প্রতিকার পাননি।

আইনি নোটিশ পাঠিয়েও সমাধান না হওয়ায়, অবশেষে ২০২৪ সালের ৪ ফেব্রুয়ারি আদালতে রাসেল ও শামীমার বিরুদ্ধে মামলা দায়ের করেন তৌফিক মাহমুদ।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

চাঁদপুরে কল্যাণ ট্রাস্টের চেক পেয়েছেন ১৯ সাংবাদিক

ইভ্যালির রাসেল-শামীমার কারাদণ্ড, গ্রেপ্তারি পরোয়ানা জারি

আপডেট সময় : ০৭:০০:৩১ অপরাহ্ণ, বুধবার, ২৯ জানুয়ারি ২০২৫
ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রাসেল ও তার স্ত্রী প্রতিষ্ঠানটির চেয়ারম্যান শামীমা নাসরিনকে প্রতারণার অভিযোগে দুই বছর করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।

আজ বুধবার (২৯ জানুয়ারি) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট পার্থ ভদ্র এই রায় ঘোষণা করেন। দণ্ডের পাশাপাশি তাদের ১০ হাজার টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়েছে। অনাদায়ে আরও দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।

বাদীপক্ষের আইনজীবী তৌসিফ মাহমুদ জানান, আসামিরা বর্তমানে পলাতক রয়েছেন। আদালত তাদের বিরুদ্ধে সাজা সংক্রান্ত পরোয়ানাসহ গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন।

মামলার বিবরণ অনুযায়ী, ইভ্যালি ডট কম ওয়েবসাইট ও ফেসবুক পেজের মাধ্যমে আকর্ষণীয় বিজ্ঞাপন দিয়ে গ্রাহকদের আকৃষ্ট করত। সেই বিজ্ঞাপনে আগ্রহী হয়ে ২০২১ সালের ২০ মার্চ তৌফিক মাহমুদ ইয়ামাহা আর ওয়ান ফাইভ বাইকের অর্ডার দেন এবং ২ লাখ ৪৫ হাজার টাকা পরিশোধ করেন। এরপর ৩ এপ্রিল তিনি আরও দুটি ওয়ান ফাইভ বাইকের অর্ডার দেন, যার জন্য ৫ লাখ ৯০ হাজার টাকা পরিশোধ করেন। তবে প্রতিষ্ঠানটি ৪৫ দিনের মধ্যে বাইক সরবরাহ করতে ব্যর্থ হয়।

পরবর্তীতে তৌফিক মাহমুদ ইভ্যালির ধানমন্ডি অফিসে যোগাযোগ করলে কর্তৃপক্ষ তাকে দুটি চেক প্রদান করে। তবে ব্যাংক হিসাবে পর্যাপ্ত অর্থ না থাকায় চেক জমা না দিতে অনুরোধ করা হয়। আসামিদের কথায় বিশ্বাস করে তিনি তাৎক্ষণিকভাবে চেক জমা দেননি। কিন্তু পরবর্তী সময়ে টাকা না পেয়ে ১৪ লাখ ১০ হাজার টাকা ফেরতের জন্য একাধিকবার তাগাদা দিলেও কোনো প্রতিকার পাননি।

আইনি নোটিশ পাঠিয়েও সমাধান না হওয়ায়, অবশেষে ২০২৪ সালের ৪ ফেব্রুয়ারি আদালতে রাসেল ও শামীমার বিরুদ্ধে মামলা দায়ের করেন তৌফিক মাহমুদ।