রাজশাহী মহানগরীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা ও বিস্ফোরণের ঘটনায় মহিলা আওয়ামী লীগের সাবেক সভাপতি পলি বেগম (৫০) সহ ২০ জনকে আটক করেছে পুলিশ। পলি রাজশাহী সিটি কর্পোরেশনের ১৩ নম্বর ওয়ার্ড শাখা মহিলা আওয়ামী লীগের সাবেক সভাপতি।
রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি’র) মিডিয়া সেল থেকে পাঠানে সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, বিভিন্ন থানা ও ডিবি পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে আরো ১৯ জনকে আটক করা হয়েছে। গত ২৪ ঘণ্টায় মহানগরীর বিভিন্ন স্থানে বিশেষ অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটক ১৯ জনের মধ্যে ওয়ারেন্টভুক্ত দুইজন, মাদক মামলায় দুইজন এবং অন্যান্য মামলায় ১৫ জন রয়েছে । গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে।





















































