সাকিব আল হাসান:(চুয়াডাঙ্গা,১৫ জুলাই ২০২৫)জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর, চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের উদ্যোগে আজ সদর উপজেলার কবরী রোড, পাইকারি মাছ বাজার এবং গমপট্টি এলাকায় এক তদারকিমূলক অভিযান পরিচালিত হয়েছে।
সকাল ১১টা থেকে দুপুর ১টা ৩০ মিনিট পর্যন্ত পরিচালিত এ অভিযানে ভেটনারী ওষুধের দোকান, পাইকারি মাছ বাজার ও চাল বাজারে ভোক্তা অধিকার আইনবিরোধী কার্যকলাপ শনাক্ত করে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হয়।
অভিযানকালে ‘মেসার্স মোহাম্মদ ড্রাগ হাউজ’ নামক একটি ভেটনারী ওষুধের দোকানে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির প্রমাণ পাওয়া গেলে, প্রতিষ্ঠানটির মালিক মো. আব্দুর রাজ্জাককে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৫১ ধারা অনুযায়ী ১০ হাজার টাকা জরিমানা করা হয় এবং তা তাৎক্ষণিকভাবে আদায় করা হয়।
এ ছাড়া, প্রতিষ্ঠানটি দীর্ঘদিন ধরে শুধুমাত্র ট্রেড লাইসেন্সের ভিত্তিতে ড্রাগ লাইসেন্স ব্যতীত ওষুধ বিক্রি করে আসছিল। এই অনিয়মের প্রেক্ষিতে দ্রুততম সময়ের মধ্যে যথাযথ লাইসেন্স সংগ্রহপূর্বক ব্যবসা পরিচালনার নির্দেশনা দেওয়া হয়।
অভিযানের সময় সংশ্লিষ্ট ব্যবসায়ী ও বিক্রেতাদের মূল্য তালিকা হালনাগাদ রাখা, নির্ধারিত ও যৌক্তিক মূল্যে পণ্য ক্রয়-বিক্রয় নিশ্চিত করা এবং মেয়াদোত্তীর্ণ ও মানহীন পণ্য/ঔষধ বিক্রি না করার বিষয়ে কঠোরভাবে সতর্ক করা হয়।
অভিযান পরিচালনা করেন চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. মামুনুল হাসান। অভিযানে সার্বিক সহায়তা প্রদান করেন কনজ্যুমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) প্রতিনিধি মো. রফিকুল ইসলাম এবং জেলা পুলিশের একটি টিম।
জনস্বার্থে এ ধরনের অভিযান আগামীতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর।